বগুড়া উত্তর ডটকম: (রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাটিবাহী ট্রলীর চাপাতে একজন কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ ঘাট এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় ট্রলী ধাক্কা দিলে ভ্যান থেকে পরে যায় কিশেরী সুমাইয়া আক্তার (১২)।
এরপর ট্রলীর চাকার নিচে পৃষ্ট হলে আহত অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সে মারা যায়। সে উপজেলার বোহাইল ইউনিয়নের লক্ষীর খোলা চরের সুজন মিয়ার কন্যা।
এই ঘটনার পরে গাড়ীর চালক কামালপুর ইউনিয়নের বুরুইল পাইকড়তলী এলাকার মোখলেছুর রহমান বলাই এর ছেলে সোহেল রানা (২২) কে গাড়ী সহ আটক করে সারিয়াকান্দি থানা পুলিশ।বর্তমান শেরপুর উপজেলায় বসবাসরত সুজনের পরিবারের সাথে এই ঘটনার বেপারে বিবাদী পক্ষ মিমাংশার জন্য চেষ্টা করছে বলে জানান একটি সুত্র। তবে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন বলেন- উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment