Showing posts with label ক্রিকেট. Show all posts
Showing posts with label ক্রিকেট. Show all posts

Saturday, December 8, 2018

বগুড়ায় শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার : আগের দিন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে হাফসেঞ্চুরিতে ভালো কিছুর আভাস দিয়ে রেখেছিলেন আবদুল মজিদ ও পিনাক ঘোষ। তাদের সঙ্গে  হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মার্শাল আইয়ুব, তাইবুর রহমান ও শহিদুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে পাঁচ হাফসেঞ্চুরিতে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড জমিয়ে তুলেছে ওয়ালটন। 

বগুড়ায় শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
প্রথম ইনিংসে ১১৮ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে দারুণ লড়েছেন ওয়ালটনের ব্যাটসম্যানরা। তাদের লড়াকু ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ওয়ালটন সবকটি উইকেট হারিয়ে তুলেছে ৩৯৩ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭১ রানে দিনের খেলা শেষ করেছে ইস্ট জোন। আগামীকাল শেষ দিনে জয়ের জন্য ২৫৫ রান করতে হবে ইস্ট জোনকে। 

বিপরীতে বাকি ৮ উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ওয়ালটন। ২ উইকেটে ১৩৯ রানে   দিনের খেলা শুরু করে ওয়ালটন। আগের দিন আবদুল মজিদের সঙ্গে দারুণ ব্যাটিং করা পিনাক ঘোষ অবশ্য বেশি দূর যেতে পারেননি।

 ৫২ রান নিয়ে খেলতে নেমে আজ এক রান যোগ করতেই মোহাম্মদ আশরাফুলের শিকার হয়েছেন তিনি। ১৩৫ বলে ৬ চারে ৫৩ রান করেন পিনাক। পিনাকের পর ওয়ালটনের ব্যাটিংয়ের হাল ধরেন মার্শাল আইয়ুব। দৃঢ় লড়াইয়ে দলের সর্বোচ্চ ইনিংসটা এসেছে তার ব্যাট থেকেই। ৯২ বলে ১০ চারে ৭০ রানের ইনিংস খেলে আবু জায়েদের বলে রনি তালুকদারের হাতে ধরা পড়েছেন তিনি। 
এছাড়া তাইবুর রহমান ৫৯, শাহদাত হোসেন ৩৩ এবং অধিনায়ক শুভাগত হোম ১৪ রান করে আউট হয়েছেন। বরাবর ৫০ রান করে অপরাজিত ছিলেন বল হাতে ৫ উইকেট নেওয়া শহিদুল ইসলাম। ইস্ট জোনের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট নিজের দখলে নিয়েছেন হাসান মাহমুদ। 
এছাড়া আবু জায়েদ ও ফরহাদ রেজা প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ওয়ালটনের ছুঁড়ে দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানেই শামসুর রহমানকে হারায় ইস্ট জোন। ব্যক্তিগত ১১ রানে সালাউদ্দিন শাকিলের বলে পিনাক ঘোষের হাতে ধরা পড়েন এ ওপেনার। এরপর দলীয় ২৫ রানে শাহাদাতের শিকার হয়েছেন আরেক ওপেনার রনি তালুকদার। তবে দলটির হয়ে ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান ২৩ ও মোহাম্মদ আশরাফুল ২৪ রানে অপরাজিত রয়েছেন।

Sunday, April 15, 2018

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ মাটিডালী ক্রীড়া চক্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়।  শনিবার দুপুরে উক্ত ফাইনাল ম্যাচে মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার বনাম উত্তরপাড়া সুপার কিংস্ অংশ গ্রহন করে। 

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। উত্তরপাড়া সুপার কিংস ব্যাট করতে নেমে ৭ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৯৩ রান সংগ্রহ করে। 

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার ৯৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৭৩ রান সংগ্রহ করে ম্যাচ গুঠিয়ে যায়। 

উত্তরপাড়া সুপার কিংস ২৩ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর শেরোপা লাভ করে ইস্তিয়াক আহমেদ তুষার এবং ৩২২ রান ও ১০ টি ইউকেট নিয়ে টুনামেন্ট সেরা হয় সৈয়দ রাসেল। 

হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী ও পাতারে বাড়ি চ্যালেঞ্জার এর দলীয় অধিনায়ক মেহেদী হাসানের আমন্ত্রনে এবং ইয়াকুব ইসলাম মিঠুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মেজবাহুল হামিদ মেজবা। 

উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ,সমাজ সেবক, মাটিডালী ক্রীড়া চক্রের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, মাটিডালী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফারুকুল হাসান ফারুকসহ অত্র ক্লাবের সকল সদস্য ও অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।