Tuesday, March 13, 2018

আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘির পল্লীতে একটি যুব সমবায় সমিতির লাগানো প্রায় শতাধিক গাছের মাথা ও মাঝখানে রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে কে বা কারা।


আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা 


গাছের সাথে এমন শত্রুতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের “কৈকুড়ি বেকার কল্যান যুব সমবায় সমিতি লিমিটেড” নামক সংগঠন বন বিভাগের সহায়তা ও নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গ্রামের নতুন ও গাছ কম থাকা রাস্তায় সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনদ গাছের চারা রোপন করে। 

বিপুল সংখ্যক গাছের চারা রোপনের এ ঘটনা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগালেও হাতে গোনা কিছু হিংসুটে মানুষেরা বিরোধীতা করে আসছিল। 

এর এক পর্যায়ে গত সোমবার রাতের আঁধারে রোপন করা গাছের চারা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র:  বগুড়া সংবাদ

No comments:

Post a Comment