Showing posts with label police- পুলিশ. Show all posts
Showing posts with label police- পুলিশ. Show all posts

Tuesday, January 15, 2019

বগুড়ায় মোবাইল ট্রাকিং করে চুরি হওয়া আলু ভর্তি ট্রাক উদ্ধার, আটক ৩


বগুড়া উত্তর ডটকম: সদ্য চুরি হওয়া আলুবাহী ট্রাক মোবাইল ট্রাকিং করে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক ও ট্রাক চালকসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ আটক করেছে।


চুরির ২৬ দিনপর আলু ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চৌধুরীহাট থেকে ২শ’৩ বস্তা আলু কিনেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা গ্রামের মৃত গোলাম উদ্দিন প্রামাণিকের পুত্র আলু ব্যবসায়ী আব্দুল খালেক।

ওইদিন রাতেই একটি ভাড়া ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-২৭৭৪) করে ক্রয়কৃত আলু চট্টগ্রামের ইয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী আব্দুল খালেক।
পথিমধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছুলে ট্রাক চালক আলহাজ আলী (২৩) আলু ব্যবসায়ীকে জানায়, বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালিয়ে চট্টগ্রাম যাওয়া যাবে না। তাই বি-ব্লক এলাকায় একটি হোটেলে বিশ্রামে যান।

এর কিছু পরেই ট্রাকটি সাইড করে রাখার নামে চালক হোটেল থেকে বের হয়। আধা ঘণ্টা পার হওয়ার পরও চালক ফিরে না আসায় আলু ব্যবসায়ীর সন্দেহ হয় এবং তিনি হোটেল থেকে বের হয়ে দেখেন ট্রাক চালক আলুসহ ট্রাকটি নিয়ে উধাও হয়েছেন।

এরপর আলু ব্যবসায়ী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই সাধারণ ডায়েরীর সূত্রধরে শাজাহানপুর থানা পুলিশ গত শনিবার রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন আমান ফিড লিমিটেড এর ভিতর থেকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিবাড়ি সায়েদাবাদ গ্রামের শাজাহান আলীর পুত্র ট্রাক মালিক আল মাহমুদ আলী (৪০),

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সেনগাতী দক্ষিণপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক চালক আলহাজ আলী (২৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি সায়েদাবাদ গ্রামের গাজী মোল্লার পুত্র মোস্তফা (৩৪) কে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। আলু চুরির উদ্দেশ্যে তারা ট্রাকের প্রকৃত নম্বর ঘষা-মাজা করে পরিবর্তন করে দালাল অফিসে দেয় এবং সেখানে যে মোবাইল নম্বর দিয়েছে তা ছিল একটি ছিনতাই করা মোবাইল।

ট্রাক চুরির পর উক্ত ছিনতাই করা মোবাইল ফোনটি প্রতারকরা একটি ফাঁকা জমিতে ফেলে দেয়। এছাড়া হেলপার পরিচয়ে ট্রাক মালিক ট্রাকের সাথে ছিলেন। ব্যাপক তদন্ত ও মোবাইল ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে খোয়া যাওয়া ট্রাক উদ্ধার এবং জড়িত ৩ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

Monday, January 14, 2019

বিদায় নিলেন চার পুলিশ, পুরস্কৃত হলেন ২১জন

বগুড়া উত্তর ডটকম:  বিদায় নিলেন চার পুলিশ, পুরস্কৃত হলেন ২১জন !
- - - -  

ডিসেম্বর মাসের কার্যবিবরণীর আলোকে পেশাগত দক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম। সেইসাথে চারজন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।


সোমবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় গত ডিসেম্বর মাসের দক্ষতা মূল্যায়ন করে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।

এতথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী।

পুরস্কৃত (সম্মাননা ক্রেস্ট) পুলিশ সদস্যরা হলেন- শাজাহানপুর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, গাবতলী থানার ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার, সদর ট্রাফিকের ইন্সপেক্টর আনোয়ার হোসেন, বগুড়া সদর থানার এসআই রহিম উদ্দিন, এএসআই আব্দুস সালাম, শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রফিকুল ইসলাম, সান্তাহার ফাঁড়ির এএসআই রুস্তম ফারুক, উপশহর ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুস, সদর ট্রাফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল, ডিএসবি’র এসআই নজরুল ইসলাম, ডিবি’র এসআই ফারুক হোসেন পিপিএম, মোকামতলা তদন্দ কেন্দ্রের এসআই শামীম আক্তার। 

অর্থ পুরস্কৃতরা হলেন- সারিয়াকান্দি থানার ছাম্মাক হোসেন, সদর থানার এসআই জিয়াউর, এএসআই সালাম, এএসআই শাহাদত হোসেন, এএসআই এরশাদ সরকার, শিবগঞ্জ থানার এএসআই মামুন, কাহালু থানার এএসআই মোজাম্মেল এবং এএসআই আতাউর।

বগুড়া জেলা পুলিশের এই মাসিক সভায় অবসরগমনকারী চারজন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- মুখলেসুর রহমান, আব্দুল হামিদ, নুরুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক।


অনুষ্ঠিত সভায় পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) সফিজুল ইসলাম, আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন, আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার। 

শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানা’র সঞ্চালনায় পুলিশ লাইন্স কলেজের প্রিন্সিপাল শাহাদত আলম ঝুনু এবং ডাঃ অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন।


Sunday, January 13, 2019

সারিয়াকান্দিতে ট্রলীর চাপায় কিশোরী নিহত

বগুড়া উত্তর ডটকম: (রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাটিবাহী ট্রলীর চাপাতে একজন কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ ঘাট এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় ট্রলী ধাক্কা দিলে ভ্যান থেকে পরে যায় কিশেরী সুমাইয়া আক্তার (১২)। 







এরপর ট্রলীর চাকার নিচে পৃষ্ট হলে আহত অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সে মারা যায়। সে উপজেলার বোহাইল ইউনিয়নের লক্ষীর খোলা চরের সুজন মিয়ার কন্যা। 

এই ঘটনার পরে গাড়ীর চালক কামালপুর ইউনিয়নের বুরুইল পাইকড়তলী এলাকার মোখলেছুর রহমান বলাই এর ছেলে সোহেল রানা (২২) কে গাড়ী সহ আটক করে সারিয়াকান্দি থানা পুলিশ।বর্তমান শেরপুর উপজেলায় বসবাসরত সুজনের পরিবারের সাথে এই ঘটনার বেপারে বিবাদী পক্ষ মিমাংশার জন্য চেষ্টা করছে বলে জানান একটি সুত্র। তবে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন বলেন- উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

Saturday, January 12, 2019

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, গ্রেফতার ৬

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের শহরে নিয়ে এসে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করতো বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ছোট কুমিড়া এলাকার ব্লুবেরি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ছয় জনের মধ্যে রয়েছেন, ব্লুবেরি হোটেলের পরিচালক বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাগর হোসেন (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আবদুল মজিদের ছেলে বিপুল ইসলাম (২৬) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসুদেবপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে পল্লব মিয়া (২৬) । তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি চালানো ও মানব পাচারের অভিযোগ মামলা হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্ট অ্যান্ড কমিউনিটি পুলিশিং) নির্মল কুমার সাহা জানান, গ্রেপ্তার সাগর হোসেন, বিপুল ইসলাম ও রুহুল আমিন নামের পলাতক একজন ব্লুবেরি হোটেল ভাড়া নেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে নারীদের নিয়ে পতিতাবৃত্তি চালিয়ে আসছিলেন তারা। নির্মল কুমার আরও জানান, গোপনে খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালানো হয়। 

অন্যরা পালিয়ে গেলেও পরিচালক সাগর, বিপুল এবং পল্লব নামের আরও এক ব্যক্তিকে তিন নারীসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুন হন ব্যবসায়ী আপেল মাহমুদ। পরে ছেলের খুনের খবর শুনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা আয়েশা বেগম (৫২)। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আপেল মাহমুদের মরদেহ নিতে আসা তার চাচা সৈয়দ আশরাফুল আলম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। 


আপেলের মা আয়েশা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে আপেল তার মাকে দেখতে ওই হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার উদ্দেশে হাসপাতাল থেকে বের হন। সন্ধ্যা ৭টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সারা রাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে নেমে পড়েন। 

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন কাহালুতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা থানায় গিয়ে মরদেহটি আপেলের বলে শনাক্ত করেন। নিহত আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির ছেলে। তিনি ‘ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি অর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি ফাঁসিতলা এলাকায় একটি ময়দা মিলের মালিক ছাড়াও আমদানি-রপ্তানির ব্যবসা করতেন তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাহালু থানার বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকার মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কিছু মানুষ থানায় গিয়ে লাশটি ফাঁসিতলার ব্যবসায়ী আপেলের বলে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।


আরো পড়ুন :

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার কাহালু উপজেলার ছাতারপুকুর এলাকায় একটি মাঠে আপেল মাহমুদ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দীপ্তির ছেলে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে  পুলিশ। 

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শওকত কবির। ওসি জানান, বৃহস্পতিবার ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে জানায়, উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-নামুজা সড়কের পাশে মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে।  

পুলিশ মরদেহ উদ্ধারের সময় কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিহতের স্বজনেরা থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।তার নাম আপেল। পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় কিছু টাকাও পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলেও জানান তিনি।


আরো পড়ুন :

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

বগুড়া উত্তর ডটকম: নাটোরের গুরুদাসপুরে স্বামীর অতিরিক্ত যৌন চাহিদা থাকায় এবং অতিমাত্রায় যৌন অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে এক স্ত্রী। যৌন উত্তেজক ঔষধ সেবনের মাধ্যমে এমন অত্যাচার করে আসছিলো ওই স্বামী। শনিবার ভোরে উপজেলার মশিন্দা মাছপাড়া গ্রামে এঘটনা ঘটে। 

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

মধ্য রাতে কোন এক সময় স্ত্রী রুমি খাতুন স্বামী কাবিল হোসেন (২২) এর পুরুষাঙ্গ কর্তন করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রুমি খাতুন (১৭)কে আটক করেছে । নিহত কাবিল বিশ্বাস পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানকুড়িয়া গ্রামের নরশেদ আলী বিশ্বাসের ছেলে। রুমি খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের মকছেদ আলীর মেয়ে।

রুমি খাতুনের পরিবারের সদস্যরা জানান, গত ৪ মাস পূর্বে কাবিল হোসেনের সাথে ও রুমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাবিল হোসেন যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালাতে থাকে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহ আগে রুমি খাতুন তার বাবার বাড়িতে চলে আসে।গতকাল শুক্রবার কাবিল হোসেন মাশিন্দা মাঝপাড়া গ্রামে শ্বশুর বাড়ীতে আসেন। 


রাতে পুনরায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যৌন নির্যাতন শুরু করলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর একপর্যায়ে ভোরে স্ত্রী রুমি খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী কাবিল বিশ্বাসের পুরুষাঙ্গ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই কাবিল হোসেনের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এঘটনায় নিহতের স্ত্রী রুমি খাতুনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

এব্যাপরে ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Monday, January 7, 2019

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।

এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। 

এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
 
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Saturday, December 8, 2018

বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে ০৮ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন উমোরদিঘী বাজারস্থ জনৈক মোঃ রাজু মেডিক্যাল স্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, 
বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


০১টি মোবাইল,০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ৮,৩৯০/-(আট হাজার তিনশত নব্বই) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুলতান মাহমুদ(৩৩) পিতামৃত মহির উদ্দিন সাং কলমা সোনারপাড়া থানা কাহালু জেলা বগুড়া বগুড়াকে গ্রেফতার করে এবং ০৮ ডিসেম্বর ২০১৮ইং তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছোহের উদ্দিন নিউ মার্কেটের ৩য় তলায় আল-আমিন স্পোর্টস দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ১,৯৫৫/-(এক হাজার নয়শত পঞ্চান্ন) টাকাসহ 

মাদক ব্যবসায়ী ১। মোঃ গোলজার হোসেন(২৩) পিতা মোঃ ফরিদ হোসেন সাং কর্ণপুর থানা ও জেলা বগুড়া ও ২। মোঃ লিমন (৩২) পিতা মোঃ আঃ বাছেদ আলী সাং বাদুরতলা থানা ও জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানা এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Sunday, November 18, 2018

শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে। মাঝিহট্ট ইউপির সৈয়দ দামগাড়া পশ্চিশ পাড়া গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র এনামুল হোসেন ও তার স্ত্রী মোছাঃ আলেয়া বেগম এবং মোজাম শেখের পুত্র তরিকুল শেখ, 

পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রেবেকা বিবি (৪০) ও তার পুত্র সজিব শেখ (১৭) কে গত ১৬ নভেম্বর দুপুরে কাপড় শুকানোর জন্য বাড়ির বাহিরে বের হলে উপরে উল্লেখিত ব্যাক্তিরা দেশীয় অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তাদের মারপিট করে। প্রতিপক্ষের মারপিটে মা ও ছেলে আহত হয়ে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় রেবেকার স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় এনামুল হোসেন, মোছাঃ আলেয়া বেগম ও তরিকুল শেখকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ১৮ নভেম্বর শিবগঞ্জ থানার এসআই আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নাশকতা মামলার আসামীকে হাতেনাতে গ্রেফতার সহ পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করায় বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) জিয়া লতিফুল ইসলাম, এসআই রুম্মান হাসান এবং কনস্টেবল সোহেল রানাকে স্ব স্ব পদে জেলার শ্রেষ্ঠ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে।

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাদেরকে এই সম্মননা স্মারক প্রদান করেন। এসময় জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Saturday, November 17, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহরের বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) খুন হওয়ার কারন নারীঘটিত বলে পুলিশের ধারণা।
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার হারিয়ে যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল শনিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘাসক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে অন্তর শ্রাবণ বিষু, একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদৎ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির, একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর পড়ুন : 
 

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধিঃ রশিদুর রহমান রানা:  বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি কালে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ ডাকাত সদস্য আটক।শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটকজানা যায়, গতকাল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান-১, এসআই (নিঃ)

মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ খান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ ফোর্স সহ   শিবগঞ্জ আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের পশ্চিম পাশে কোয়াটার মাইল দুরে খুলুপুকুর নামক স্থান জনৈক মোঃ শামসুল হক এর পুকুর পারে ১২/১৩ জনের একটি ডাকাত দল সমবেত হইয়া পুকুর পারে বসিয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের শলাপরামর্শ করাকালীন  সময় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শিবগঞ্জ থানার আতাহার উত্তরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম এর পুত্র  মোঃ জাকারিয়া (৩৮),  একই গ্রামের আমিরুল ইসলাম এর পুত্র মোঃ নুর নবী (২৫), মৃত: গিয়াছ উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ মাসুদ রানা  আব্দুর রহিম, আতাহার দক্ষিণপাড়া গ্রামের পিতা-মৃত রহিম উদ্দিন, এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫০), আটমূল পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল কাজী এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (৩৫), নান্দুরা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আঃ খালেকমোশারফ হোসেন (৩৫), কুড়াহার আয়নাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিন প্রাং পুত্র মোঃ বাচ্চু প্রামানিক (৫০) কে আটক করে ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকৃতরা ডাকাত দলের সদস্য। তারা গরু চুরি সহ রোড ডাকাত করে  থাকে।


আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ১০ লাখ টাকা দাবী করে না পেয়ে ম্যনেজারকে মারপিট করে হামলা চালিয়ে ভাংচূর করে নগদ সাড়ে ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাটনার পাড়ার মৃত আলহাজ্ব শেখ সরিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ দেলওয়ারা বেগম তার মামলায় উল্লেখ করেন, কাটনার পাড়ার টিন পট্টির মৃতঃ মোছলেহ উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন ওরফে ধলা মিয়া (৫০), জেল খানা মোড়ের মৃতঃ তবিবর রহমানের পুত্র ফেরদৌস আলম ফটু (৫২), কাটনার পাড়ার সনজিব এর স্ত্রী মোছাঃ আমেনা বেগমম (৪৪), কাটনার পাড়ার আবুল হোসেন খোকনের স্ত্রী বিলকিস খাতুন (৪২), কাটনার পাড়া টিনপট্টির মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার স্ত্রী শান্তনা বেগম (৪০) সহ, অজ্ঞাত নামা ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, তার মালিকাধীন নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অফিস রয়েছে। 

আসামী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়া ও আমেনা বেগম বাদীর নিয়োগ কৃত ম্যানাজার তৌহিদুল ইসলামের কাছে ১৩ নভেম্বর বিকাল ৫ টায় ১০ লক্ষ টাকা দাবী করে বলে ১ ঘন্টার মধ্যে টাকা পৌঁছি না দিলে পরিস্থিতি খুব খারাপ হবে, ম্যানেজার বিষয়টি বাদীকে জানালে বাদী ম্যানাজারকে বিবাদীগণকে টাকা দিতে নিষেধ করে। 

বিবাদীগণকে টাকা দিতে অস্বীকার করায় উল্লেখিত বিবাদীরা হাতে লাঠি সোটা নিয়ে বেআইনী জনতায় পূর্ব পরিকল্পিত মোতাবেক অজ্ঞাত নামা ৪-৫ জন গত বুধবার রাত সাড়ে ৯ টায় অনধিকার ভাবে ম্যানেজারের অফিস কক্ষে প্রবেশ করে পূর্বের দাবী কৃত টাকার জন্য গালি গালাজ করে এবং বিবাদীগণ ম্যানাজার তৌহিদুল ইসলামকে এলোপাথারী ভাবে কিল ঘুষি ও চর থাপ্পর মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম করে। 

এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি সোটা দ্বারা অফিসের চেয়ার, ফুলদানী ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। ম্যানাজারকে ভয়ভীতি প্রদর্শন করে ক্যাশ টেবিলের ড্রয়ার হতে সাড়ে ৭ লক্ষ টাকা ও অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজ পত্রাদি জোর পূর্বক বের করে নিয়ে যায়। 

বিবাদীগণ যাওয়ার সময় হুমকি দিয়ে ম্যানাজারকে বলে ১৫ নভেম্বর রাত্রি ৯ টায় মধ্যে ২০ লক্ষ টাকা না দিলে আমাকে ও আমার বাড়ীতে থাকা জামাই আনোয়ার হোসেন রানা ও মেয়ে আকিলা সরিফা সুলতানা খানমকে খুন করে দাবীকৃত টাকা আদায়সহ বাদীর মালিকাধীন সরিফ বিড়ি ফ্যাক্টরী, সরিফ সিএনজি ফিলিং স্টেশন, জোর পূর্বক দখল করবে মর্মে হুমকি প্রদান করে। 

বাদী মামলায় আরো উল্লেখ করেন এই বৃদ্ধ বয়সে তাকে আসামীগণ পরস্পর যোগসাজসে আমাকে মানসিক ভাবে বিপদগ্রস্থ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে। 

উল্লেখ্য ইতিপূর্বে উক্ত মার্কেটের একাধিক ব্যবসায়ী ১ নং বিবাদী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার বিরুদ্ধে সদর তানায় জিডি করেন।


 আরো খবর পড়ুনঃ

 >>>> বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>> ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

 >>> বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Friday, November 16, 2018

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম

ভাড়া করা পতিতাকে নিয়ে বিরোধের কারণেই টেক্সটাইল ডিপ্লোমার ছাত্র নাইম ইসলামকে গলাকেটে হত্যা করে তার বন্ধুরা। লাশ কেউ যেন চিনতে না পারে সেজন্যই পলিথিনের বস্তায় ভড়ে আগুনে পোড়ানো হয়। আর নিজেদেরকে আড়াল করতে তিন বন্ধু মিলে থানায় জিডি করতে যায়।

এ ঘটনায় থানায় জিডি করতে যাওয়া তিন বন্ধু ছাড়াও ছাত্রলীগ নেতাসহ আরও দুইজনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

আটককৃত ছাত্রলীগ নেতা অনন্ত শ্রাবণ বিশু সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আরেক জন নিহত নাইমের বন্ধু সাব্বির। বৃহস্পতিবার গভীর রাতে বিশুর বাড়িতেই নাইমকে গলাকেটে হত্যার পর পাশে কালি মন্দিরের পেছনে লাশ পোড়ানো হয়।

সারিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সকালে অজ্ঞাত হিসেবে নাইমের লাশ উদ্ধারের পর তার তিন বন্ধু মনির, অন্তর ও বাবু থানায় জিডি করতে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে তারা থানায় গিয়ে পুলিশকে জানায় বন্ধু নাইম তাদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে এসে নিখোঁজ হয়।

শুক্রবার সকালে থানায় যাওয়া তিন বন্ধুর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। এরই মধ্যে নাইমের মা নাজমা বেগম থানায় গিয়ে পোড়া লাশের পা দেখে তা শনাক্ত করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বন্ধুরা গলাকেটে হত্যা এবং লাশ পোড়ানোর কাহিনী বর্ণনা করে।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তিন বন্ধু বলেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাইমসহ চার বন্ধু সারিয়াকান্দিতে বেড়াতে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের আরেক বন্ধু সাব্বির মহাস্থান থেকে এক পতিতাকে ভাড়া করে নিয়ে যায়।

তারা সবাই মিলে সারাদিন যমুনা নদীতে বেড়ানোর পর সারিয়াকান্দি বাজারে তাদের আরেক বন্ধু ছাত্রলীগ নেতা বিশুর বাড়িতে যায়। সেখানে পতিতাকে নিয়ে বিরোধ দেখা দিলে চার বন্ধু নাইমের হাত-পা বাঁধে এবং বিশু গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

এরপর লাশ যেন কেউ চিনতে না পারে সেই উদ্দেশে বিশুর বাড়ির পাশে কালি মন্দিরের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে পলিথিনের বস্তায় ভড়ে আগুন দিয়ে পোড়ায়। সেই সঙ্গে নিজেদেরকে আড়াল করতে থানায় বন্ধু নাইম নিখোঁজ হয়েছে মর্মে জিডি করতে যায়।

উল্লেখ্য, খুনের শিকার নাইম ইসলাম (২২) গাবতলী থানার মড়িয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে এবং বগুড়া বিআইআইটি নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আটককৃত তার বন্ধুরাও একই প্রতিষ্ঠানের ছাত্র।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হবে।


এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা



বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি পলিটেকনিক্যাল “বগুড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি” (বিট) কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) কে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি থানা পুুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গোলা কেটে হত্যা

নিহত নাঈম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। এ ব্যপাপারে ৫বন্ধুকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তাকে নিসংশভাবে হত্যা করে সারিয়াকান্দি মাছ বাজার ও কালি মন্দিরের পূর্ব পার্শ্বে নিরঞ্জন শাহার গোয়াল ঘরের গলিতে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে নিহতের মা খবর পেয়ে সেখানে পৌঁছে তার ছেলেককে শনাক্ত করে।  

নিহতের মা নাজমা বেগম সংবাদিকদের জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় নাঈমের এক বন্ধু নাঈমকে ফোন করলে নাঈম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়ী ফিরেনি। রাতে নাঈমের কয়েক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমরা বিশ্বাস তাঁর বন্ধুরাই তাকে নিসংশভাবে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়েছে। আমি এর সর্বচ্চ শাস্তি চাই। আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখানে  অথবা এখানে

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, নাঈমের মায়ের দেওয়া অভিযোগে তার ৫বন্ধুকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর  তাদের কাছ থেকে ঘটনার সত্যতা বেড়িয়ে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। বেলা ১২টায় রিপোর্ট লেখার আগ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিতে নিচে কমেন্ট  করুন: 

এই বিভাগের আরো খবর:
পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
   

আরো খবর পড়তে ক্লিক করুন:  এখানে

Thursday, November 15, 2018

আগুন দেওয়া যুবককে ধরিয়েদিন : পুলিশ

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে ধরিয়ে দিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

বুধবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ফেসবুক পেজে অগ্নিসংযোগকারী যুবকের ছবি প্রকাশ করে পুলিশের বিশেষ এই ইউনিটটি।  

বুধবার রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘নাগরিকদের অনুরোধ করছি, যে আগুন দিয়েছে তার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে। কেননা এ ধরনের অপরাধী সমাজের জন্য ক্ষতিকর। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ 

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য গণমাধ্যম প্রকাশ হয়। সেখানে দেখা যায়, হেলমেট পরা কালো রঙের শার্ট গায়ে এক যুবক একটি চেয়ার দিয়ে গাড়ির উপরে উঠে ভাঙচুর করছে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে গাড়িতে। 

এরপর ম্যাচ দিয়ে একজন আগুন ধরিয়ে দেয়। তাকে ধরে বা তথ্য দিতে পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের-০১৭১৩৩৭৩১৪৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

উল্লেখ্য, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন : ঢাকা থেকে অপহৃত ফাতেমাতুজ জহুরা (১৭) নামের এক গার্মেন্টস কর্মীকে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে অপহৃত ওই নারীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ধুনট থানা পুলিশ। 


পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমাতুজ জহুরা ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় তার পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে। 

গত ১২ নভেম্বর সে গার্মেন্টসে কাজ করতে যায়। কিন্ত এরপর সে বাসায় ফিরে না এলে তার পরিবারের লোকজন ঢাকার কাফরুল থানায় একটি জিডি করে। গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে গার্মেন্টস কর্মী ফাতেমাকে উদ্ধার করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা আগেই পালিয়ে যায়।


এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, অপহারনকারীরা ফাতেমাকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শৈলমারী গ্রাম থেকে পুলিশের সহযোগিতায় ফাতেমাকে উদ্ধার করা হলেও অপহরনকারীরা পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর পড়ুন : 

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 



Sunday, November 11, 2018

বড় ভাইকে খুন করে দা হাতে থানায়

ঢাকার আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা দা হাতে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক।

শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান।
 
নিহত আবু তাহের (৪০) ওই এলাকায় মৃত ফজর আলীর ছেলে। মেজ ভাই জাহেদ আলীর (২৬) হাতে খুন হয়েছেন তিনি।
তাদের বোন হাসিনা বেগম জানান, পৈতৃক এক শতাংশ জমি বিক্রি করে বিদেশে যেতে চাইছিলেন আবু তাহের। এ নিয়ে বেশ কিছু দিন ধরে জাহেদ আলীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
তিন দিন আগে তাহের ওই জমি এক প্রতিবেশীর কাছে বিক্রির জন্য এক লাখ টাকায় বায়না করেন। সেই টাকা থেকে ৩০ হাজার টাকা খরচ করে বাকি ৭০ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।
হাসিনা বেগম বলেন, শনিবার রাতে তাহের ঘুমিয়ে পড়লে জাহেদ তার ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে। পরে পুলিশ এসে তাহেরের লাশ থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক জাবেদ মাসুদ বলেন, রক্তমাখা শরীরে, রক্তমাখা দা হাতে এক যুবক রাতে হঠাৎ থানায় উদয় হয়। “সে জানায় তার নাম জাহেদ আলী, ভাইকে খুন করে এসেছে। এখন আমরা যেন তাকে গ্রেপ্তার করি।পরে আমরা ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Monday, April 16, 2018

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

এস আই সুমন মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়া সদরের গোকুল চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক বগুড়া সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু কর্তৃক ছাত্রীর নগ্ন ভিডিও ধারন আলোচিত সেই লম্পট শিক্ষক আজ সোমবার বগুড়া আদালতে সেচ্ছায় আত্ন সমর্ম্পন  করলে আদালত তাকে জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

ঐ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘ ২ বছর পূর্ব থেকে তার সাথে দৌহিক সম্পর্ক গড়ে তুলে লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু মোবাইলে নগ্ন  ভিডিও ধারণ করে রাখে। ভিডিওটি গত কয়েকদিন পূর্বে প্রকাশ পেলে  ৮ই এপ্রিল  রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা লম্পট বাবুর ফাঁসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা ৩০ মি: পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে।

সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ( ওসি)এমদাদ হোসেন, ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট শিক্ষক বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান, ছাত্রী মীম আক্তার, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশা মনির সাথে কথা বললে তারা জানান, লম্পট নারী লোভী হায়েনা লাইব্রেরীয়ান শিক্ষক ওমর ফারুক বাবুর ফাসী চাই। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান, বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে ভুক্ত ভোগী ঐ ছাত্রীর পিতা সরলপুর পশ্চিম পাড়া গ্রামের ডাবলু মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবরে লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছিলেন ।

এব্যাপারে সচেতন অভিভাবক মহল ও এলাকাবাসী অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়ে আসছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জোর প্রচেস্টা চালিয়ে আসছিলেন ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী ও অভিভাবক মহল ফুৃসে উঠছিলেন।

এ ঘটনায় জড়িত সেই লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু আজ সোমবার সেচ্ছায় বগুড়া আদালতে আত্ন সম্পর্পন করলে পুলিশ রিমান্ডের আবেদন করলে কোর্ট তাকে ২ দিনের রিমান্ডে দিয়ে  জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

এ ব্যাপারে সচেতন এলাকাবাসী ও অভিভাবক মহল লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবুর কঠোর শাস্তির দাবী জানান।