Thursday, January 31, 2019

প্রকাশ হয়েছে অপূর্ব, তাহসান ও নিশোর ‘দ্বিতীয় কৈশোর’ (ভিডিওসহ)

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশোর ‘দ্বিতীয় কৈশোর’ প্রকাশ হয়েছে। গত ২৩ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে।
  




এদিকে এটাই প্রথম  প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশো। ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’র মাধ্যমে তাদের তিনজনকে এক করেছেন নির্মাতা শিহাব শাহীন।  

জানা গেছে, ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মের কাহিনি।  নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এই তিন তারকাকে একসঙ্গে পাওয়া বেশ কঠিন। তবে গল্পের প্রয়োজনে প্রথমবারের মতো তারা এক হয়েছেন। নির্মাণের দিক দিয়ে কাজটি চলচ্চিত্রের আদলে করা হয়েছে।’ 

 তিনি আরও বলেন, ‘বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।’ 

 অপূর্ব, তাহসান ও আফরান নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান ও আবুল হায়াত প্রমুখ।  ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েব ফিল্মটি দেখতে নিচে  ক্লিক করুন

No comments:

Post a Comment