বগুড়া উত্তর ডটকম: সদ্য চুরি হওয়া আলুবাহী ট্রাক মোবাইল ট্রাকিং করে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক ও ট্রাক চালকসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ আটক করেছে।
চুরির ২৬ দিনপর আলু ব্যবসায়ী আব্দুল খালেক বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চৌধুরীহাট থেকে ২শ’৩ বস্তা আলু কিনেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা গ্রামের মৃত গোলাম উদ্দিন প্রামাণিকের পুত্র আলু ব্যবসায়ী আব্দুল খালেক।
ওইদিন রাতেই একটি ভাড়া ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-২৭৭৪) করে ক্রয়কৃত আলু চট্টগ্রামের ইয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী আব্দুল খালেক।
পথিমধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় পৌঁছুলে ট্রাক চালক আলহাজ আলী (২৩) আলু ব্যবসায়ীকে জানায়, বিশ্রাম না নিয়ে একটানা গাড়ি চালিয়ে চট্টগ্রাম যাওয়া যাবে না। তাই বি-ব্লক এলাকায় একটি হোটেলে বিশ্রামে যান।
এর কিছু পরেই ট্রাকটি সাইড করে রাখার নামে চালক হোটেল থেকে বের হয়। আধা ঘণ্টা পার হওয়ার পরও চালক ফিরে না আসায় আলু ব্যবসায়ীর সন্দেহ হয় এবং তিনি হোটেল থেকে বের হয়ে দেখেন ট্রাক চালক আলুসহ ট্রাকটি নিয়ে উধাও হয়েছেন।
এরপর আলু ব্যবসায়ী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই সাধারণ ডায়েরীর সূত্রধরে শাজাহানপুর থানা পুলিশ গত শনিবার রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন আমান ফিড লিমিটেড এর ভিতর থেকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিবাড়ি সায়েদাবাদ গ্রামের শাজাহান আলীর পুত্র ট্রাক মালিক আল মাহমুদ আলী (৪০),
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সেনগাতী দক্ষিণপাড়া গ্রামের হানিফ আলীর পুত্র ট্রাক চালক আলহাজ আলী (২৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি সায়েদাবাদ গ্রামের গাজী মোল্লার পুত্র মোস্তফা (৩৪) কে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। আলু চুরির উদ্দেশ্যে তারা ট্রাকের প্রকৃত নম্বর ঘষা-মাজা করে পরিবর্তন করে দালাল অফিসে দেয় এবং সেখানে যে মোবাইল নম্বর দিয়েছে তা ছিল একটি ছিনতাই করা মোবাইল।
ট্রাক চুরির পর উক্ত ছিনতাই করা মোবাইল ফোনটি প্রতারকরা একটি ফাঁকা জমিতে ফেলে দেয়। এছাড়া হেলপার পরিচয়ে ট্রাক মালিক ট্রাকের সাথে ছিলেন। ব্যাপক তদন্ত ও মোবাইল ট্রাকিং প্রযুক্তি ব্যবহার করে খোয়া যাওয়া ট্রাক উদ্ধার এবং জড়িত ৩ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
No comments:
Post a Comment