২০১৮ এর শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো এবং পরবর্তীতে নির্বাচন থেকে সরে আসা নিয়ে গণমাধ্যমে আলোচনায় ছিলেন হিরো আলম।
সিংহ মার্কায় দাঁড়ানো ব্যতিক্রমী এই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে জমে উঠেছিলো বিভিন্ন আলোচনা-সমালোচনা। তবে নির্বাচনের পরে নায়িকা পপিকে বিয়ে করতে চেয়ে আবারো আলোচনায় উঠে এলেন তিনি।
একটি 'ইউটিউব শো'তে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করেন তিনি। সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক 'ইউটিউব শোয়ে' অংশ নিয়ে হিরো আলম এ ইচ্ছা পোষণ করেন।
ওই ভিডিওতে হিরো আলম বলেন, বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা 'বিয়ে করুম', 'বিয়ে করুম' বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি।
সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান?
জবাবে হিরো আলম বলেন, পপির কথাই বলি। 'খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।' এখনও বিয়ে করতেছে না।
এ সময় কলকাতা থেকেও তাকে অনেকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বলে জানান তিনি। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হিরো আলম বলেন, না আমার স্ত্রী সন্তান আছে বিয়ে করব না।'
No comments:
Post a Comment