Showing posts with label মৃত্যু. Show all posts
Showing posts with label মৃত্যু. Show all posts

Friday, November 16, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি পলিটেকনিক্যাল “বগুড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি” (বিট) কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) কে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি থানা পুুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গোলা কেটে হত্যা

নিহত নাঈম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। এ ব্যপাপারে ৫বন্ধুকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তাকে নিসংশভাবে হত্যা করে সারিয়াকান্দি মাছ বাজার ও কালি মন্দিরের পূর্ব পার্শ্বে নিরঞ্জন শাহার গোয়াল ঘরের গলিতে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে নিহতের মা খবর পেয়ে সেখানে পৌঁছে তার ছেলেককে শনাক্ত করে।  

নিহতের মা নাজমা বেগম সংবাদিকদের জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় নাঈমের এক বন্ধু নাঈমকে ফোন করলে নাঈম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়ী ফিরেনি। রাতে নাঈমের কয়েক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমরা বিশ্বাস তাঁর বন্ধুরাই তাকে নিসংশভাবে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়েছে। আমি এর সর্বচ্চ শাস্তি চাই। আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখানে  অথবা এখানে

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, নাঈমের মায়ের দেওয়া অভিযোগে তার ৫বন্ধুকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর  তাদের কাছ থেকে ঘটনার সত্যতা বেড়িয়ে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। বেলা ১২টায় রিপোর্ট লেখার আগ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিতে নিচে কমেন্ট  করুন: 

এই বিভাগের আরো খবর:
পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
   

আরো খবর পড়তে ক্লিক করুন:  এখানে

Sunday, November 11, 2018

বড় ভাইকে খুন করে দা হাতে থানায়

ঢাকার আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা দা হাতে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক।

শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান।
 
নিহত আবু তাহের (৪০) ওই এলাকায় মৃত ফজর আলীর ছেলে। মেজ ভাই জাহেদ আলীর (২৬) হাতে খুন হয়েছেন তিনি।
তাদের বোন হাসিনা বেগম জানান, পৈতৃক এক শতাংশ জমি বিক্রি করে বিদেশে যেতে চাইছিলেন আবু তাহের। এ নিয়ে বেশ কিছু দিন ধরে জাহেদ আলীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
তিন দিন আগে তাহের ওই জমি এক প্রতিবেশীর কাছে বিক্রির জন্য এক লাখ টাকায় বায়না করেন। সেই টাকা থেকে ৩০ হাজার টাকা খরচ করে বাকি ৭০ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।
হাসিনা বেগম বলেন, শনিবার রাতে তাহের ঘুমিয়ে পড়লে জাহেদ তার ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে। পরে পুলিশ এসে তাহেরের লাশ থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক জাবেদ মাসুদ বলেন, রক্তমাখা শরীরে, রক্তমাখা দা হাতে এক যুবক রাতে হঠাৎ থানায় উদয় হয়। “সে জানায় তার নাম জাহেদ আলী, ভাইকে খুন করে এসেছে। এখন আমরা যেন তাকে গ্রেপ্তার করি।পরে আমরা ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Wednesday, September 26, 2018

বগুড়ায় ট্রাক উল্টে মা-মেয়ে নিহত


বগুড়ার শাজাহানপুরে রডবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।   

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রাকটি উপজেলার ফটকি সেতুর কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়।   পরে স্থানীয়রা ট্রাক চালকসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও ট্রাকের ভেতরে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী নিচে চাপা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Sunday, September 23, 2018

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বর্ণকারের মৃত্যু

গোলাম রব্বানী শিপন: ২৩.সেপ্টেম্বর ২০১৮ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক স্বর্ণকার কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার পার আচলাই নামাপাড়া গ্রামের মুকুল মিয়ার পুত্র বাবু মিয়া (১৭) স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুকুল সে পার্শ্ববর্তী একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণকারের কাজ করত। 

এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ত্যাঁরের সাথে জরিয়ে পরে। এরপর স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোর স্বর্ণকার ছিল। 

স্বর্ণের কাজে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে অসাবধানতা বসত বিদ্যুতে জড়িয়ে তার আকষ্মিক মৃত্যু হয়। এদিকে কিশোর মিলনের আকষ্মিক মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম।

Monday, September 17, 2018

বগুড়ায় গর্ভবতী কে লাথিমেরে সন্তান নষ্ঠ করল দলনেতা



বগুড়া পৌরছাত্র দল সাধারন সম্পাদক রবিউল ইসলাম দারুন আসল ১৫(পনের) হাজার টাকার সুদ সহ ২০(বিশ) হাজার টাকা পরিশোধ হলেও অতিরিক্ত আরো দাবী কৃত ৩০(ত্রিশ) হাজার টাকা না দেয়ায় অগ্রগতি বহুমুখী সমিতি লোকজন গর্ভবতী মহিলার শাপলা বেগম (২১) এর পেটে লাথি মারে।

নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।

Friday, June 1, 2018

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১


র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। 

এসময়

Sunday, April 29, 2018

সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর, কাজিপুর ও কামারখন্দ উপজেলায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু


নিহতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার ছয়আনিপাড়া মহল্লার ফারুক হাসানের

Tuesday, April 10, 2018

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই  


বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই



 বগুড়া সদর উপজেলায় চালককে হত্যা করে অটোররিকশা ছিনতাইয়ের খবর দিয়েছে পুলিশ।  

সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, মটিডালি ধরমপুরে সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।  নিহত সাইদুর রহমান (৩৫) বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা।  

ওসি এমদাদ বলেন, “সাইদুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”  

পুলিশ অপরাধী শনাক্ত করে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।  লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

সদন থানার ওসি এমদাদ হোসেন জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৬০) উপজেলার জামগ্রাম তিলচপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই শামসুল হক ছুরিকাঘাত করলে আলতাফ ঘটনাস্থলেই মারা যান।
ওসি এমদাদ বলেন, পুলিশ আসামি ধরার জন্য অভিযান চলছে।
 লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে ............।। 

Sunday, April 8, 2018

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ববগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


নিহতরা হলেন- টেম্পুর যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশিবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।

আহত টেম্পু চালক দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৮৩৮) ও বগুড়াগামী সিএনজিচালিত অটোটেম্পুর (বগুড়া- থ-১১-৩৬২২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২জন অটোটেম্পু যাত্রী নিহত হয় এবং চালক আহত হন। আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দি জানান, নিহত ব্যক্তির মধ্যে রমজান আলী সরকার একজন কাঁচা তরিতরকারি ব্যবসায়ী।

ছেলের অটোটেম্পুতে করে কাঁচা তরিতরকারি নিয়ে সিংড়া গিয়ে বিক্রি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Tuesday, March 13, 2018

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ ৩ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটর সাইকেল দূর্ঘটনায়  ২ সহোদর সহ ৩ ছাত্র নিহত ।

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ 8 ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ জানান, মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র 

একই মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ওসমানপুর - বলাহার সড়কের সূজা মসজিদ ৪ মাথা নামক স্থানে  মোটর সাইকেল  নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়।  

অপর ৩ জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান (১৭) ও তার সহোদর  মিলনকে (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।  

অপর আহত খাদেমুল ইসলাম (১৫) স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে  চিকিৎসাধীন  রয়েছে।  

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ১ জন ছাত্র মৃত্যু বরণ করার কথা জানা গেছে।  

আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। নিহত হাসিবুর উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের পুত্র, আল ইমরান ও মিলন  

বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের পুত্র খাদেমুল একই গ্রামের নুর মোহাম্মাদের পুত্র বলে জানা গেছে।

তথ্য টি নিশ্চিত করেছেন নিহতদের  চাচাতো ভাই সোয়াই
 আলম , আজ সকাল  টায় জানাজা হবে।

Sunday, March 11, 2018

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন করেছে দিনাজপুরের ৫ বছরের শিশু পূজাকে..!!
ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন


সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে, সকালে বাড়ির কাছে ফেলে রেখে গিয়েছিলো তাকে.! বিচার হয়নি, বাকিটা ইতিহাস....... 

আশেপাশে রেল লাইন থাকলে হয়তো পূজার বাবাও মেয়েকে নিয়ে সেদিন আত্মহত্যা করতো.!!!  আচ্ছা... ছোট্ট ফাতেমার কি দোষ ছিলো.?? একটি ছোট শিশুকে তুলে নিয়ে গেল, ধর্ষন করলো.! 

বাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার বিনিময়ে পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত!! আমি মনে করি, রমজান আলী তার মেয়ে ফাতেমাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ভালোই করেছে.! কারন, যে পুলিশের কাছে সে বিচার চাইতে গিয়েছিল, সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে!!  

এটি দেখলে রমজান আলী হয়তো দুইবার আত্মহত্যা করতো..!! অবশ্য মেয়েটি এখনো আত্মহত্যা করেনি, ঢাকা মেডিকেলে ভর্তি আছে..! রমজান আলী থানা থেকে গিয়েছিলো ক্ষমতাসীন দলের অফিসে বিচার চাইতে.! কিন্তু সে হয়তো জানতো না, তার ঠিক ১ সপ্তাহ আগেই মুন্সীগঞ্জে এই ক্ষমতাশীল দলেরই এক মেম্বার VGF কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে ফাতেমার বয়সী আরেকটি বাচ্চাকে.!! 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিছানায় এখনো প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে শিশুটি.!! খবর নিয়ে দেখতে পারেন.! এটা জানতে পারলে হয়তো রমজান আলী আরো একবার সুইসাইড করতেন অতি দুঃখে.!! রমজান আলী আজ ইতিহাস হবার পথে.......  

গত পরশু দিনের কাহিনী তো বলাই হয়নি আপনাদের!! রাজধানীর জুরাইনে ১১ বছরের একটি মেয়েকে স্কুল কক্ষে আটকে রেখে ৮ জন মিলে রাতভর ধর্ষন করেছে.! মেয়েটির আত্মচিৎকার ৪ দেয়ালের বাইরে আসেনি বলে ভালোই হয়েছে..! 

বাইরে এলে রাষ্ট্র হয়তো তাঁর সেই চিৎকার শুনেও হাততালি-ই দিতো!!  আপনারা কি ঐ কাহিনীও ভুলে গেছেন??? বাসায় মা-মেয়েকে একা পেয়ে কিছু জানোয়ার বাসায় ঢুকে মা'কে বেঁধে রেখে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষন করেছিলো!! নিরুপায় মা বারবার চিৎকার করে বলেছিলো, 'বাবারা, ও ছোট, এক জন একজন করে যাও'! কেউই শুনেনি মায়ের আর্তনাদ!! 

বিচার হয়নি, হয়েছে ইতিহাস.....  কিন্তু এভাবে আর কত??? আর কত পূজা কিংবা ফাতেমারা ইতিহাস হবে? ফেভিকলের আঠাযুক্ত নরম গদির মানুষেরা মানবতাবাদী, প্রগতিশীল, সভ্য মানুষ। তাই তারা এসব আধুনিক সমাজের সামান্য দুষ্টামি বলে চালিয়ে দেয়। সুশীলেরাও আজ চুপ। চেতনাধারী অচেতনরা আজ অন্ধ।
..........
নিউজ অনলাইন ডেস্ক । 
নিউজ পড়ে কমেন্টশেয়ার করলে ভাল লাগে। আপনাদের মতামত জানাবেন।  

Thursday, March 1, 2018

ধুনটে ধান ক্ষেতে শ্রমিকের লাশ

বগুড়ার ধুনট উপজেলায় ধান ক্ষেত থেকে আবুল কালাম ওরফে হেমায়েত আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের চাপড়া গ্রামে বিলের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাম পটুয়াখালী জেলা সদরের কমলাপুর ইউনিয়নের ভরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুল কালাম বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেন নি তিনি।

সকালে বিলের ধান ক্ষেতে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ এমবিএইচ/এসআরএস

Tuesday, February 27, 2018

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১ , সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরপুর কলেজের শিক্ষার্থীরা।

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক প্রদর্শক এইচ এম সরোওয়ার্দী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শেরপুর পৌরশহরের প্রফেসরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সওদা-পাতি করে বাড়ি ফিরছিলেন নিহত সরোওয়ার্দী। 

রাস্তা পারাপারের সময় বগুড়াগামী (বগুড়া-ড-১১-০৮৫৬) একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক হোসেন আলীকে আটক করা হয়েছে। ট্রাক চালক দুপচাঁচিয়া উপজেলা সদরের তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।   

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শেরপুর কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজ রোডে গতিরোধক ও দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। 

পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

Sunday, February 25, 2018

এসএসসি পরীক্ষার্থীর আত্বহত্যা "স্যরি আম্মু, মাফ করে দিও"

স্যরি আম্মু, মাফ করে দিও  উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)   
এসএসসি পরীক্ষার্থী মেহিয়া আক্তার বাবলি তার মৃত্যুর জন্য হৃদয় নামে এক ছেলেকে দায়ী করে গেছে।

এসএসসি পরীক্ষার্থীর আত্বহত্যা  "স্যরি আম্মু, মাফ করে দিও"

বাবলি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যায়। যেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য হৃদয় দায়ী। স্যরি আম্মু, মাফ করে দিও।’  মেহিয়া আক্তার বাবলি ভারতেশ্বরী হোমস থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

দুটি পরীক্ষা বাকি থাকা অবস্থায় বাবলি বুধবার রাতে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী গ্রামের লোকমান হোসেনের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বাবলির মা পারুল বেগম বাদী হয়ে বাবলির সহপাঠী আছিয়া আক্তার জয়া, তার মা ফাতেমা আক্তার সুমি ও হৃদয়কে আসামি করে থানায় মামলা করেন।

মির্জাপুর থানা পুলিশ এ মামলায় বাবলির সহপাঠী জয়ার মা ফাতেমা আক্তার সুমিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।    

জানা গেছে, মেহিয়া আক্তার বাবলি ও তার সহপাঠী আছিয়া খাতুন জয়া ভারতেশ্বরী হোমসের ছাত্রী। জয়া বিক্রমপুরের লৌহজং এলাকার কলাপাড়া গ্রামের রফিক মিয়ার মেয়ে।

মেহিয়া আক্তার বাবলির মা পারুল বেগম ঢাকায় পার্লারের ব্যবসা করেন। স্বামী পরিত্যক্তা পারুল বেগম দ্বিতীয় স্বামী নিয়ে ঢাকায় বসবাস করেন।

গত মঙ্গলবার বাবলির মা ফোনে জয়ার মা ফাতেমাকে ১৫০ টাকা ভাড়া দিয়ে বাবলিকে ঢাকায় তার কাছে পাঠাতে বলেন। পরে ফাতেমা বেগম বাবলিকে টাকা দিলে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

বুধবার সন্ধ্যায় বাবলি মির্জাপুরের ভাড়া বাসায় ফিরে আসে এবং ড্রেস পরিবর্তনের কথা বলে মোবাইলে কথা বলতে বলতে তার কক্ষে ঢুকে।

সময় বেশি নেয়ায় ফাতেমা ও তার মেয়ে জয়ার সন্দেহ হয়। পরে বাসার মালিককে খবর দিলে দরজা ভেঙে বাবলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ বাবলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।     রোববার সকালে বাসার মালিক বাবলির ফাঁসি দেয়া কক্ষটি পরিষ্কার করতে গেলে বাবলির ক্লাসের একটি খাতা দেখতে পান।

পরে খাতার পাতা উল্টে একটি চিরকুট পান। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য হৃদয় দায়ী। স্যরি আম্মু.... মাফ করে দিও।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার সরকার বলেন, চিরকুট পাওয়ার বিষয়টি শুনেছি।

তবে এখনো হাতে পাইনি। চিরকুট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  এস এম এরশাদ/এএম/আরআইপি

এবার বিষধর সাপের মৃত্যু মানুষের কামড়ে

সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা কখনো শুনেছেন কি?

বিষধর সাপের মৃত্যু মানুষের কামড়ে

এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশের মরিনা জেলার সাবালপুর টেহসিলের পাছের গ্রামে।

ওই গ্রামের জালিম সিং কুশওহা নামের এক ব্যক্তি গতকাল শনিবার নিজের খামারে কালো রঙের একটি সাপ দেখতে পান।

তখন জালিম কিছুটা মাতাল অবস্থায় ছিলেন। তিনি সাপ ধরে কামড়ে দেন। এর কিছুক্ষণ পরই সাপটি মারা যায় আর জালিম জ্ঞান হারান।   পরে গ্রামবাসী অচেতন অবস্থায় কুশওহাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক রগভিন্দ্র যাদব বলেন, সাপটিকে কামড়ানোর পর ভয়ে ও আতঙ্কে অজ্ঞান হয়ে যান জালিম। আর সাপটি খুব বিষধর ছিল।

যদি বিষ তাঁর রক্তে প্রবেশ করত, তা কুশওহার জন্য মারাত্মক হতে পারত।  তবে কুশওহা সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি প্রতিশোধপরায়ণ হয়ে এক বিষধর সাপের মাথায় কামড় দেন। এতে সাপটি মারা যায়।
সুত্র: প্রজন্মমনিউজ / হাসান