Showing posts with label bogra. Show all posts
Showing posts with label bogra. Show all posts

Sunday, November 18, 2018

বগুড়া কলেজ থিয়েটারের নবান্ন উৎসব-১৪২৫ উদযাপন

 “নবান্নের আনন্দে, জেগে উঠুক নতুনত্বে” এই স্লোগানে রবিবার সকাল এগার ঘটিকায় বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগিতায় সপ্তম বারের মত দিনব্যাপি নবান্ন উৎসব- ১৪২৫ সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবান্ন কথনে অংশগ্রহন করেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী মাহবুব হামিদ তারা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক ও ভারপ্রাপ্ত সম্পাদক শিক্ষক পরিষদের ফারুক আহমেদ, প্রফেসর পদমর্যাদার সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, কে, এম, মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক, আব্দুর রউফ। 

কলেজ থিয়েটারের সিনিয়র সহ: সভাপতি আরাফাত হোসেন এর সভাপতিত্বে এবং কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আমজাদ হোসেন শোভন ও নাট্যকর্মি সোহেল রানা এর যৌথ সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি।  এদিকে অনুষ্ঠানের শুরুতে বর্ণিল আনন্দ পদযাত্রাটি ঢাক-ঢোলের তালে তালে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। নবান্ন কথন শেষে উদ্বোধক ও অতিথিবৃন্দ উড়ান গাইনে ধান ভাঙ্গার মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করে। সাথে সাথে গান ভেসে আসে ” ও ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া…” 

এর পরেই ভেসে আসে সংস্কৃতজন এস. এম. বেলাল হোসেনের উদ্বোধনী সংগীত যা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। এর পরেই আবৃত্তি নিয়ে উপস্থিত হন আবৃত্তিকার সুলতানা পারভীন শ্রাবণী ও কলেজ থিয়েটারের সাবেক সভাপতি কনক কুমার পাল অলক। কলেজ থিয়েটারের নাট্য কর্মিরা পরিবেশন করে ওসমান গণির রচনা ও তৌফিক হাসান ময়নার নির্দেশনায় নাটক “কাজির বিচার” ও সাইফুল ইসলাম বুলবুলের ভাবনায় ও নির্মল মাহাতো এর কোরিওগ্রাফে পালা “সংসার”। 

সবশেষে পরিবেশিত হয় কলেজ থিয়েটারের ফিউশন বাউল দলের পরিবেশনা।  এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যকর্মী রবিউল, মিঠু, যাদু, আশিক, বিলাস, সোহেল শাহ, নিবেস, ওয়াদুদ, আরমান, সাদ্দাম, তৌফিক, নির্মল, কায়েস, তিতুমীর, মুগদ্ধ, বিশাল, ফরহাদ, মাসুম, সাকিব, তারেক, সুমন, রনি, সাইফুল ইসলাম, ঐশী রায়, জুঁই, সাবা, মামুন প্রমুখ।  

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা

সাগর খান, আদমদীঘি প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৫৫) কে গত শুক্রবার রাতে গলা কেটে হত্যা ঘটনায় অজ্ঞাত নামা উল্লেখ করে শনিবার রাতেই আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যার সাথে জড়িত কাহাকে গ্রেফতার বা হত্যার অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা
উল্লেখ্য, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সখিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম শুক্রবার সন্ধ্যা রাতে ছেলে নাজমুল ইসলাম (১৯) কে সাথে নিয়ে চাঁপাপুর বাজারে যায়।

প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে পড়ে আসছি বলে ছেলে কে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু যথা সময়ে বাড়িতে না ফেরায় পরিবার পরিজন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার বাড়ির পাশে ধানের ক্ষেতে কৃষকরা নজরুলের জবাই করা লাশ দেখে বাড়িতে এবং থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহজাহান বাদী হয়ে অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, নজরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী ছিলেন জেল থেকে বের হয়ে আসার পর তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গত শনিবার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম (শাহীন) ও রবিউল কে সন্দেহ ভাবে আটক করেন। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটক শাহিন ও রবিউলের নামে অন্য মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা আছে তবে এই হত্যাকান্ডের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
 

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ায় লায়ন্স ক্লাবসের চক্ষু শিবির অনুষ্ঠিত

এইচ আলিম, বগুড়া: লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫এ২ বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া উপশহরের মাহী সাওয়ার ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

বগুড়ায় লায়ন্স ক্লাবসের চক্ষু শিবির অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল ও লিও ক্লাব অব বগুড়া আইডিয়াল ও মাহী সাওয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১৬০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জনের চোখের ছানি অপারশেন করাতে গাক চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। 

সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা প্রদান করা হবে। বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাচ্চু, ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, আব্দুল মতিন খান, আল্লামা তারিক বিন আমবিল্লাহ, শাহ মোঃ রেজাউল করিম, সালমা রহমান, খালিদ সাইফুল্লাহ, নুরুল আনোয়ার মন্টু, আবুল ইনকিলাব মো: সাজ্জাদুল হায়দার, রাশেদুল ইসলাম, মনিরুজ্জামান চাঁন, শাহান বারি, লিও মাহবুব হোসেন অন্তু, লিও মোঃ সংগ্রাম শেখ, লিও শফি উদ্দিন সানিম, লিও তৌহিদ।

 আরো খবর পড়ুন : 


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
 

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

 

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নাশকতা মামলার আসামীকে হাতেনাতে গ্রেফতার সহ পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করায় বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) জিয়া লতিফুল ইসলাম, এসআই রুম্মান হাসান এবং কনস্টেবল সোহেল রানাকে স্ব স্ব পদে জেলার শ্রেষ্ঠ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে।

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাদেরকে এই সম্মননা স্মারক প্রদান করেন। এসময় জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Saturday, November 17, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহরের বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) খুন হওয়ার কারন নারীঘটিত বলে পুলিশের ধারণা।
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার হারিয়ে যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল শনিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘাসক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে অন্তর শ্রাবণ বিষু, একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদৎ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির, একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর পড়ুন : 
 

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে

আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে
“নবান্নের আনন্দে,  জেগে উঠুক নতুনত্বে” এই স্লোগানে আগামিকাল (১৮.১১.১৮) রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগিতায়   সপ্তম বারের মত দিনব্যাপি নবান্ন উৎসব- ১৪২৫  সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। 

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী।  দিনব্যাপি আয়োজনে থাকছে আনন্দ পদযাত্রা, উদ্বোধন, নবান্ন কথন, নবান্নের গান, নৃত্য,  নাটক “কাজির বিচার”,  নবান্নের কবিতা, ফিউশান পালা “পরকীয়া”, নাটক ” একটি অবাস্তব গল্প” ও বিশেষ আকর্ষণ ফিউশন বাউল দলের লোকজ গানের পরিবেশনা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো। 
আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটে জঙ্গি স্টাইলে অফিস ভাংচুর, লুটপাট, মারপিট, মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের হোতা মোফাজ্জল হোসেন রঞ্জু ও ফেরদৌস আলম ফটুসহ অপরাধীদের গ্রেফতারের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১ টায় মার্কেটের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইতিপুর্বে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা সাধারণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। রঞ্জু ও ফটু বিএনপি-জামায়াতের অর্থযোগানদাতা। ইতিপূর্বে বগুড়ায় ঘটে যাওয়া অধিকাংশ নাশকতায় তারা অর্থযোগান দিয়েছে। আমাদের ধারণা তারা নিষিদ্ধ ঘোষিত কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। 

জনশ্রুতি রয়েছে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়া ও ফেরদৌস আলম ফটু রাজশাহী বিশ্ববদ্যালয়ের শিক্ষক জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত আসাদুল্লাহ গালিবকে নিয়মিত অর্থ যোগান দেয়। যা মার্কেট মালিকের কর্মচারিদের জিজ্ঞাসাবাদে সত্য ঘটনা বেরিয়ে আসবে। এ সংক্রান্ত একাধিক জিডি বগুড়া সদর থানায় করা রয়েছে। 

এসব সমাজ বিরোধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয়।

দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী ও কর্মচারি স্বার্থসংরক্ষন পরিষদের আহবায়ক সায়েদুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নূরুল ইসলাম নূরু, হাসান হামিদুর রহমান রাজু, রাশেদ খন্দকার চপল, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক পিন্টু, আব্দুর রাজ্জাক (অঙ্গভূষন), আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম রুমন, ফরহাদ হোসেন, লুটু, আজাদ, শহীদ, রিয়াল, সুলতান, সাজু, রফিক, শাহাদত, কর্মচারী নেতা ইসরাইল, স্বপন, ফেরদৌস, হেলাল, সমির দত্ত, মেহেদী, রাব্বি, গোপাল, বাবলা, আমিন, বিমান, জামরুল প্রমুখ।


 আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধিঃ রশিদুর রহমান রানা:  বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি কালে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ ডাকাত সদস্য আটক।শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটকজানা যায়, গতকাল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান-১, এসআই (নিঃ)

মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ খান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ ফোর্স সহ   শিবগঞ্জ আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের পশ্চিম পাশে কোয়াটার মাইল দুরে খুলুপুকুর নামক স্থান জনৈক মোঃ শামসুল হক এর পুকুর পারে ১২/১৩ জনের একটি ডাকাত দল সমবেত হইয়া পুকুর পারে বসিয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের শলাপরামর্শ করাকালীন  সময় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শিবগঞ্জ থানার আতাহার উত্তরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম এর পুত্র  মোঃ জাকারিয়া (৩৮),  একই গ্রামের আমিরুল ইসলাম এর পুত্র মোঃ নুর নবী (২৫), মৃত: গিয়াছ উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ মাসুদ রানা  আব্দুর রহিম, আতাহার দক্ষিণপাড়া গ্রামের পিতা-মৃত রহিম উদ্দিন, এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫০), আটমূল পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল কাজী এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (৩৫), নান্দুরা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আঃ খালেকমোশারফ হোসেন (৩৫), কুড়াহার আয়নাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিন প্রাং পুত্র মোঃ বাচ্চু প্রামানিক (৫০) কে আটক করে ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকৃতরা ডাকাত দলের সদস্য। তারা গরু চুরি সহ রোড ডাকাত করে  থাকে।


আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ১০ লাখ টাকা দাবী করে না পেয়ে ম্যনেজারকে মারপিট করে হামলা চালিয়ে ভাংচূর করে নগদ সাড়ে ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাটনার পাড়ার মৃত আলহাজ্ব শেখ সরিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ দেলওয়ারা বেগম তার মামলায় উল্লেখ করেন, কাটনার পাড়ার টিন পট্টির মৃতঃ মোছলেহ উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন ওরফে ধলা মিয়া (৫০), জেল খানা মোড়ের মৃতঃ তবিবর রহমানের পুত্র ফেরদৌস আলম ফটু (৫২), কাটনার পাড়ার সনজিব এর স্ত্রী মোছাঃ আমেনা বেগমম (৪৪), কাটনার পাড়ার আবুল হোসেন খোকনের স্ত্রী বিলকিস খাতুন (৪২), কাটনার পাড়া টিনপট্টির মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার স্ত্রী শান্তনা বেগম (৪০) সহ, অজ্ঞাত নামা ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, তার মালিকাধীন নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অফিস রয়েছে। 

আসামী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়া ও আমেনা বেগম বাদীর নিয়োগ কৃত ম্যানাজার তৌহিদুল ইসলামের কাছে ১৩ নভেম্বর বিকাল ৫ টায় ১০ লক্ষ টাকা দাবী করে বলে ১ ঘন্টার মধ্যে টাকা পৌঁছি না দিলে পরিস্থিতি খুব খারাপ হবে, ম্যানেজার বিষয়টি বাদীকে জানালে বাদী ম্যানাজারকে বিবাদীগণকে টাকা দিতে নিষেধ করে। 

বিবাদীগণকে টাকা দিতে অস্বীকার করায় উল্লেখিত বিবাদীরা হাতে লাঠি সোটা নিয়ে বেআইনী জনতায় পূর্ব পরিকল্পিত মোতাবেক অজ্ঞাত নামা ৪-৫ জন গত বুধবার রাত সাড়ে ৯ টায় অনধিকার ভাবে ম্যানেজারের অফিস কক্ষে প্রবেশ করে পূর্বের দাবী কৃত টাকার জন্য গালি গালাজ করে এবং বিবাদীগণ ম্যানাজার তৌহিদুল ইসলামকে এলোপাথারী ভাবে কিল ঘুষি ও চর থাপ্পর মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম করে। 

এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি সোটা দ্বারা অফিসের চেয়ার, ফুলদানী ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। ম্যানাজারকে ভয়ভীতি প্রদর্শন করে ক্যাশ টেবিলের ড্রয়ার হতে সাড়ে ৭ লক্ষ টাকা ও অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজ পত্রাদি জোর পূর্বক বের করে নিয়ে যায়। 

বিবাদীগণ যাওয়ার সময় হুমকি দিয়ে ম্যানাজারকে বলে ১৫ নভেম্বর রাত্রি ৯ টায় মধ্যে ২০ লক্ষ টাকা না দিলে আমাকে ও আমার বাড়ীতে থাকা জামাই আনোয়ার হোসেন রানা ও মেয়ে আকিলা সরিফা সুলতানা খানমকে খুন করে দাবীকৃত টাকা আদায়সহ বাদীর মালিকাধীন সরিফ বিড়ি ফ্যাক্টরী, সরিফ সিএনজি ফিলিং স্টেশন, জোর পূর্বক দখল করবে মর্মে হুমকি প্রদান করে। 

বাদী মামলায় আরো উল্লেখ করেন এই বৃদ্ধ বয়সে তাকে আসামীগণ পরস্পর যোগসাজসে আমাকে মানসিক ভাবে বিপদগ্রস্থ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে। 

উল্লেখ্য ইতিপূর্বে উক্ত মার্কেটের একাধিক ব্যবসায়ী ১ নং বিবাদী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার বিরুদ্ধে সদর তানায় জিডি করেন।


 আরো খবর পড়ুনঃ

 >>>> বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>> ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

 >>> বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Friday, November 16, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি পলিটেকনিক্যাল “বগুড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি” (বিট) কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) কে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি থানা পুুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গোলা কেটে হত্যা

নিহত নাঈম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। এ ব্যপাপারে ৫বন্ধুকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তাকে নিসংশভাবে হত্যা করে সারিয়াকান্দি মাছ বাজার ও কালি মন্দিরের পূর্ব পার্শ্বে নিরঞ্জন শাহার গোয়াল ঘরের গলিতে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে নিহতের মা খবর পেয়ে সেখানে পৌঁছে তার ছেলেককে শনাক্ত করে।  

নিহতের মা নাজমা বেগম সংবাদিকদের জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় নাঈমের এক বন্ধু নাঈমকে ফোন করলে নাঈম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়ী ফিরেনি। রাতে নাঈমের কয়েক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমরা বিশ্বাস তাঁর বন্ধুরাই তাকে নিসংশভাবে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়েছে। আমি এর সর্বচ্চ শাস্তি চাই। আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখানে  অথবা এখানে

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, নাঈমের মায়ের দেওয়া অভিযোগে তার ৫বন্ধুকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর  তাদের কাছ থেকে ঘটনার সত্যতা বেড়িয়ে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। বেলা ১২টায় রিপোর্ট লেখার আগ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিতে নিচে কমেন্ট  করুন: 

এই বিভাগের আরো খবর:
পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
   

আরো খবর পড়তে ক্লিক করুন:  এখানে

Sunday, November 11, 2018

শাজাহানপুরে বাসের ধাক্কায় হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে। 


রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। 
তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে।রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। 
এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। 
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।

Saturday, October 13, 2018

শেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজীপুর এলাকায় শুক্রবার রাতে দুই কোচের মুখোমুখি সংঘর্ষে চালক আশিকুল আলম আকাশ (৩৫) নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছে।



শেরপুরে, সড়ক দূর্ঘটনায়, নিহত ১, আহত ১৫,
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী কোচ এনা পরিবহন (ঢাকা-মে-ব-১৫-৩৯১৬) শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রিবাহী কোচ মা-মনিকা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনা পরিবহন (ঢাকা-মে-ব-১১-১৬৮৭) গাড়ীটি মহাসড়কের পশ্চিম পাশে উল্টে যায়।

এ ঘটনায় চালক আশিকুল আলম আকাশসহ ১৬ জন যাত্রী অহত হয়। দুর্ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুল আলম আকাশ মারা যায়।

নিহত কোচ চালক আকাশ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়ার ছেলে বলে জানা গেছে। আহতরা হলো, কুড়িগ্রামের নাগেশ্বরীর আঞ্জুয়ারা বেগম (৩৫), সুরাইয়া খাতুন (১০), রংপুর সদরের ইমন হাসান (২৮), বিজয় কুমার (২৪), রায়হান ইসলাম (৪০), সেকেন্দার আলী (৪৪), মামনুর রশীদ (২২), গাইবান্ধার আল মামুন (৪০), বিনদি সরকার (৩৪), রংপুরের গঙ্গাচড়ার ফরহাদ হোসেন (৩৩), মিঠাপুকুরের রবিউল (২৯), কুড়িগ্রামের রাজারহাটের শামীম হোসেন (২২) , উলিপুরের মাজেদুল ইসলাম (১৮), অজ্ঞাত মহিলা (৩০) ও অজ্ঞাত পুরুষ (১৮)।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, দুর্ঘটনায় এনা পরিবহনের বাসটি মহাসড়কের পশ্চিমপার্শ্বে উল্টে যায়। এতে গুরুতর আহত চালককে হাসপাতালে নেবার সময় তার মৃত্যু হয়। বাকিদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

Wednesday, September 26, 2018

বগুড়ায় ট্রাক উল্টে মা-মেয়ে নিহত


বগুড়ার শাজাহানপুরে রডবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।   

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রাকটি উপজেলার ফটকি সেতুর কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়।   পরে স্থানীয়রা ট্রাক চালকসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও ট্রাকের ভেতরে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী নিচে চাপা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

"তীর" এর নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার এর উদ্যেগে “গাড়িদহ পাবলিক স্কুল এন্ড কলেজ” শেরপুর বগুড়ায় এক বিশ্ব নদী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মূূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর সভাপতি জনাব মোঃ আরাফাত রহমান। 

আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ শাহরিয়ার আলম বাবু। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাড়িদহ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ্র। উক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নদীর গুরুত্ব তুলে ধরে বিষদ আলোচনা করা হয়। নদী ও পরিবেশ দুষনরোধে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন “তীর” এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চেতী খাতুন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ মুনজিলা খাতুন, রাকিবুল ্ইসলাম, হোসেন রহমাান, আতিকুল ইসলাম, অমিত ও মুকিম মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবেশ, জীববৈচিত্র ও নদী বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

Sunday, September 23, 2018

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বর্ণকারের মৃত্যু

গোলাম রব্বানী শিপন: ২৩.সেপ্টেম্বর ২০১৮ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক স্বর্ণকার কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার পার আচলাই নামাপাড়া গ্রামের মুকুল মিয়ার পুত্র বাবু মিয়া (১৭) স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুকুল সে পার্শ্ববর্তী একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণকারের কাজ করত। 

এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ত্যাঁরের সাথে জরিয়ে পরে। এরপর স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোর স্বর্ণকার ছিল। 

স্বর্ণের কাজে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে অসাবধানতা বসত বিদ্যুতে জড়িয়ে তার আকষ্মিক মৃত্যু হয়। এদিকে কিশোর মিলনের আকষ্মিক মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম।

Saturday, September 22, 2018

বগুড়ায় ৩১ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক বগুড়া:  আর মাত্র দেড় থেকে দুই মাস পরেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতির জন্য এই সময়টাতেই শিক্ষার্থীদের বেশি মনোযোগী হওয়ার কথা।



কিন্তু বন্যার পানিতে বিদ্যালয় ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে তেমনি অভিভাবকরাও এ দুর্যোগ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বগুড়া জেলার ৩টি উপজেলায় ৩১টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষা বিভাগের হিসেব অনুযায়ী, যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চল বেষ্টিত এই তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলা।

এই উপজেলায় সোমবার পর্যন্ত ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাধ্যমিক একটি। সোনাতলা উপজেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। অপরদিকে ধুনট উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে পাঠদান।


সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ২১টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে ১০টি বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে পাঠদান বন্ধ রয়েছে। তবে প্লাবিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উঁচু স্থানে কোনো বাড়িতে নিয়ে গিয়ে শিক্ষা দেয়া হচ্ছে। 

বিশেষ করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের পাঠদানের চেষ্টা চলছে। এই উপজেলায় মাধ্যমিকে কর্ণিবাড়ি ইউনিয়নের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

সারিয়াকান্দি উপজেলার ঘুগুমারী এলাকার বাসিন্দা ও এক স্কুলছাত্রের অভিভাবক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষার বাকি আর মাত্র দেড়মাস। আর এখনোই বন্যার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তারা ভালো ফলাফল করতে পারবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত। শিক্ষকদের উচিৎ এসব শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়ার। লিমন বাসার/আরএ/জেআইএম

Tuesday, September 18, 2018

আদমদীঘিতে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, কৃত্রিম সংকেট কৃষক

বগুড়ার আদমদীঘিতে চলতি আমন মৌসুমে কিছু অসাধু ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা ইউরিয়া সার সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছে এমন অভিযোগ উঠেছে। কতিপয় অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ীরা ঘরে সার নেই, জমাট বাঁধানো সার বলে কৃত্রিম সংকট করে এ অঞ্চলের প্রান্তিক কৃষকদের ঠকিয়ে তাদের নিকট বেশি দামে সার বিক্রয় করছে। ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করেই এ সব জমাট বাঁধানো বিভিন্ন কোম্পানীর ইউরিয়া সার প্রতি বস্তায় ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রয় করে আসছে।
ফলে জমাট বাঁধানো সার বেশি দামে ক্রয় করে প্রতারিত ও আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে এলাকার কৃষকরা। তাছাড়া জমাট বাঁধা সারের গুণগত মান নিয়েও দেখা দিয়েছে অনেক প্রশ্ন। এ সব সার জমিতে প্রয়োগ করে কোন ফল পাচ্ছে না কৃষকরা। আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ইউরিয়া ও নন ইউরিয়া সার ক্রয়-বিক্রয়ের জন্য উপজেলায় বিসিআইসির ডিলার রয়েছে মোট ১০ জন ও সাব-ডিলার (কার্ডধারী সার ব্যবসায়ী) রয়েছে প্রায় ১৮ জন এবং কার্ডধারী কীটনাশক বিক্রেতা রয়েছে পাইকারী ১৭, খুচরা ১৪৭ জন।
ফলে বাজারে সারের কোন সংকট নেই। তবে খুচরা সার ব্যবসায়ীরা বেশী দাম ও ওজনে কম দেয়ার বিষয়ে কৃষকরা অভিযোগ তুলেছেন। বিএডিসি ১৫ জন বিসিআইসি ১০ খুচরা ৫৫ জন। এলাকার কৃষক ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশী চায়না, সৌদি/আবুধাবি, আমেরিকা থেকে আমদানী করা বিভিন্ন প্রকারের ইউরিয়া সার হওয়ায় বিপাকে ও প্রতারণার স্বীকার হচ্ছেন কৃষকরা। কৃষকরা আরোও বলেন যত প্রকারেরই সার হোক না কেন সরকারের বেঁধে দেয়া দাম তো একই।
তাছাড়া সারে বিভিন্ন ভেজাল ও ডিএপি বাংলাদেশী সারের বস্তায় ৪/৫ কেজি ওজনে কম দিয়ে নিজস্ব সেলাই মেশিনে সেলাই করে প্রতি বস্তা ৫০ কেজি স্থলে ৪৫ কেজি বিক্রয় করে থাকে এমন অভিযোগও রয়েছে। খোদ ডিলাররা এ সব সারের বস্তা সরকারের বেঁধে দেয়া মূল্য ৮০০ টাকার ইউরিয়া সার ৮৩০ টাকা থেকে ৮৫০ টাকায় বিক্রয় করছে বলে স্থানীয় কৃষকরা জানান। বাজারে খোঁজ নিয়ে এর সত্যতাও মিলেছে। উপজেলার সদর ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষকরা জানান, ইউরিয়া সার সরকারের বেঁধে দেয়া দামের চাইতে অনেক বেশি দামে ডিলারদের নিকট থেকে সার নিয়ে এসে খুচরা ব্যবসায়ী আরো বেশি দামে বিক্রি করছে।
তাছাড়া এসব জমাট বাঁধানো সার জমিতে প্রয়োগ করে কোন কাজ হচ্ছে না বলে তারা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা ডিলার জানান, দেশী বস্তায় বিদেশী সার ভরে প্রতি বস্তায় কম দেয়া ও দামের হেরফের সব তুঘলকি কারবার হয়ে থাকে অনেক ডিলারের ঘর থেকে, আমাদের করার কিছু নেই। এতে আমরা ব্যসায়ীরাও মার খাচ্ছি।
উপজেলার নসরতপুর বাজারের মেসার্স মঙ্গল সাহা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী, মের্সাস নুরুল ইসলাম ট্রের্ডাসের স্বত্বাধীকারী ও মের্সাস রুমা কৃষি ভান্ডারের স্বত্বাধীকারী জানান, বিদেশী ইউরিয়ার বস্তা খারাপ হওয়ায় বস্তা পরিবর্তন করতে হয় অনেক সময়। তাছাড়া বস্তায় বাফার গুদাম থেকেই অনেক সময় সার কম দেয়া হয়। তাদের ঘরে বর্তমানে ভালো কোন সার নেই যা আছে সব জমাট বাঁধানো নষ্ট সার। কৃত্রিম সংকট ও দামের ব্যাপারে তাদের কে জিজ্ঞাসা করলে তারা জানান, চলতি ভরা মৌসুমে সার ঠিকমত পাওয়া যায় না তাই অনেক ডিলাররা একটু বেশি দাম নিয়ে থাকে।
এতে কৃষকরা ক্ষতি গ্রস্থ হবেন না বলে তারা জানান। এ ব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুজ্জামান বেশি দামে সার বিক্রি ও জমাট বাঁধা সার বিক্রির কথা স্বীকার করে বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গোপনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। কোন ব্যবাসায়ীর বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা জেনেছি বাফার গুদাম থেকেই এ ধরনের জমাট বাঁধা সার দেওয়া হচ্ছে ডিলাদের মাঝে।

এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় ।। আদমদীঘিতে হঠাৎ বালি খাওয়া পাগলের আর্বিভাব

অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। হঠাৎ করেই এলাকায় আর্বিভাব হয়েছে এক পাগলের। সে যেখানেই বালির স্তুপ দেখছে সেখানেই বালির স্তুপের উপরে বসে ডান হাত দিয়ে সমানে শুধু বালিই খেয়ে যাচ্ছেন। তার বাম হাত নেই। পরনে ছিল শুধু ছেঁড়া ফাঁকা প্যান্ট ও শার্ট। 

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের পুরাতন কৃষি ব্যাংকে সামনে পাকা রাস্তার ধারে। আর এই ঘটনা স্বচোক্ষে এক নজর দেখার জন্য ভীড় করছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার সকালে উপজেলার সদরে হঠাৎ করে আর্বিভাব ঘটে নাম না জানা এক পাগলের। সে কোন কথা বলে না। শুধু বিভিন্ন স্থানে ঘুরে ফিরে যেখানে বালির স্তুপ দেখছে সেই বালির স্তুপের উপরে বসে সমানে খেয়ে যাচ্ছেন শুধু বালি আর বালি। আর মাঝে মধ্যে সে বালি মিশ্রিত হাত দিয়ে উৎসুক জনতার হাতে বালি ঘুষে দিচ্ছে। অবাক করা কান্ড হলো সেই বালি মিশ্রিত হাত থেকে বেলি ফুল আতরের সু-ঘ্রাণ ছড়াচ্ছে। তার এ সব কর্মকান্ড দেখে স্থানীয়রা হতবাক। 

আবার অনেকে মনে করছেন ঘটনাটি অলৌকিক। আবার উৎসুক জনতা তাকে টাকা দিতে চাইলেও সে টাকা গ্রহণ করছে না বা কারো কাছ থেকে কোন খাবারও গ্রহণ করছে না। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এ দৃশ্য এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে শত শত উৎসুক জনতা। উপজেলার পুরাতন কৃষি ব্যাংকের সামনে ওই পাগল একটি বালির স্তুপের উপরে বসে সমানে বালি খেয়ে যাচ্ছেন। 

সে মাঝে মধ্যে উৎসুক জনতার হাতে বালি ঘুষিয়ে দিলে বালি মিশ্রিত হাত থেকে আতরের সুগন্ধি ছড়াচ্ছে। এ দিকে এ ঘটনাকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এক সাংবাদিক আনোয়ার হোসাইন বলেন, এই রকম ঘটনা আজ পর্যন্ত কোথাও দেখেনি এবং এ রকম কথাও শুনেনি। এটি একটি অলৌকিক ঘটনা। 

সাগর খান

ধুনটে মানাস নদী পারাপারে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই গ্রামবাসীর ভরসা

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের মানাস নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। আর নদীতে পানি বাড়লে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ এলাকাবাসীদের নদী পারাপার হতে হয়।
সরেজমিনে জানাযায়, গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের পাশ দিয়ে বহমান মানাস নদী। স্থানীয় লোকজন ঐ নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মান করেছে। প্রতিদিন ঐ সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্নভাবে চিকাশী, জোড়শিমুল, গোসাইবাড়ী, পূর্ব গুয়াডহুরী ও গজারিয়া গ্রামের শিক্ষার্থী সহ হাজারো লোকজন যাতায়াত করে। সাঁকোর উপর দিয়ে লোকজন পারাপার হলেও মালামাল ও কৃষি পন্য পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হয়।
এছাড়া অতিরিক্ত চলাচলের কারনের সাঁকোটি মাঝে মধ্যে ভেঙ্গে গেলে বা নদীতে পানি বৃদ্ধি পেলে নৌকায় পারাপার হতে হয়। নড়বড়ে সাঁকোটির উপর দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরাও ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। পূর্ব গুয়াডহুরি গ্রামের শিক্ষক আতাউর রহমান বলেন, এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের গোসাইবাড়ী কলেজ ও স্কুলে যাতায়াত করতে হয়।
এছাড়া মালামাল ও কৃষিপন্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গোসাইবাড়ী মনিং সান স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শ্রী সুফল কুমার বলেন, স্কুলে যেতে এই সাঁকোর উপর দিয়েই পারাপার হতে হয়। তবে নদীতে পানি বাড়লে নৌকায় করে যেতে আরো দূর্ভোগ বেড়ে যায়। উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ওই নদীর উপর ব্রীজ নির্মানের জন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হবে।
ইমরান হোসেন ইমন

বগুড়া আ: হ: কলেজে আরও ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর প্রস্তাব

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নতুন করে আরও ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, খোদ শিক্ষা মন্ত্রণালয়ই কলেজটিতে নতুন নতুন বিষয়ে অনার্স কোর্চ চালু করতে আগ্রহী। 


এজন্য মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে চলতি বছরের ১১ জুলাই অধ্যক্ষের কাছে নির্ধারিত ছকে তথ্য