এইচ আলিম, বগুড়া: লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫এ২ বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া উপশহরের মাহী সাওয়ার ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল ও লিও ক্লাব অব বগুড়া আইডিয়াল ও মাহী সাওয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১৬০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জনের চোখের ছানি অপারশেন করাতে গাক চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা প্রদান করা হবে। বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাচ্চু, ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, আব্দুল মতিন খান, আল্লামা তারিক বিন আমবিল্লাহ, শাহ মোঃ রেজাউল করিম, সালমা রহমান, খালিদ সাইফুল্লাহ, নুরুল আনোয়ার মন্টু, আবুল ইনকিলাব মো: সাজ্জাদুল হায়দার, রাশেদুল ইসলাম, মনিরুজ্জামান চাঁন, শাহান বারি, লিও মাহবুব হোসেন অন্তু, লিও মোঃ সংগ্রাম শেখ, লিও শফি উদ্দিন সানিম, লিও তৌহিদ।
আরো খবর পড়ুন :
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা
আরো খবর পড়ুন :
No comments:
Post a Comment