Tuesday, January 8, 2019

ফেসবুকে ‘ফরোয়ার্ড’ করার বিপদ

অনলাইন ডেস্ক: ফেসবুকে ‘ফরোয়ার্ড’ করার বিপদ  ফেসবুকের মেসেঞ্জারে কারও কাছ থেকে কিছু পেলে সঙ্গে সঙ্গে কন্টাক্ট তালিকার সব বন্ধুর কাছে ফরোয়ার্ড করে দেন? সাইবার বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করেছেন। সাইবার দুর্বৃত্তরা ফেসবুক ঘিরে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে।  



ফেসবুকে নতুন ধরনের প্রতারণা শুরু করেছে সাইবার দুর্বৃত্তরা। তারা বন্ধুর ছদ্মবেশে মেসেঞ্জার ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীকে বলছে, ‘আপনার অ্যাকাউন্ট কেউ ক্লোন করেছে। সেখান থেকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি। দ্রুত এটি ঠিক করে নিন। আর সচেতন থাকতে এ বার্তা সব বন্ধুকে জানিয়ে দিন।’ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি বেশ পুরোনো একটি হোক্স বা ভুয়া বার্তার নতুন সংস্করণ। কেউ ফেসবুকে এ ধরনের বার্তা পাঠালে তাতে বিশ্বাস করবেন না। অ্যাকাউন্ট ক্লোন হওয়া নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে, সেটি কাজে লাগানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা।   

উইজটিভি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ঘিরে নতুন যে হোক্স ছড়াচ্ছে, সেটি মূলত কপি পেস্ট হোক্স। এ ধরনের ভুয়া বার্তা ছড়িয়ে ব্যবহারকারীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। এ ধরনের বার্তা পেলে তা আপনার কন্টাক্ট লিস্টে থাকা বন্ধুদের ফরোয়ার্ড করবেন না।  

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপসের কর্মীরা এ প্রসঙ্গে বলেছেন, ফেসবুক দুর্বৃত্তদের অ্যাকাউন্ট ক্লোন করার ভয়ে অনেকেই এ বার্তা পাঠান।  যাঁরা অ্যাকাউন্ট ক্লোন হওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন, তাঁরা পরিচিত কয়েকজন বন্ধুর কাছে নতুন অ্যাকাউন্ট থেকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে কি না, তা জেনে নিতে পারেন। আপনার নাম ও তথ্য দিয়ে ফেসবুকে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখে নিতে পারেন। 

এ ধরনের কোনো ঘটনা ঘটলে ফেসবুকের কাছে অভিযোগ পাঠাতে পারেন। এ বিষয়ে অন্য বন্ধুদের কাছে বার্তা দেওয়ার প্রয়োজন নেই।  এর আগে গত বছরের অক্টোবর মাসে ফেসবুক ঘিরে নতুন একটি হোক্স বা ভুয়া বার্তা ছড়িয়ে পড়ে। তাতে ফেসবুকের অ্যাকাউন্ট ‘ক্লোন’ বা নকল করা হচ্ছে—এমন ভুয়া বার্তা ছড়িয়ে ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে সতর্ক করে ফেসবুক।  

ফেসবুক জানায়, অনেকের কাছে সতর্কতামূলক একটি বার্তা যাচ্ছে। যাতে বলা হচ্ছে, আপনার অ্যাকাউন্টের মতো আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ফেসবুকে। বার্তাটি অন্যকে ফরোয়ার্ড করুন। অনেকেই না বুঝে অন্যদের কাছে বার্তাটি পাঠাচ্ছেন। ফলে, বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এতে অনেকের মধ্যে তাঁদের অ্যাকাউন্ট বেহাত হওয়ার ভয় কাজ করছেন।  বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে এ ধরনের ভাঁওতাবাজির কোনো পোস্ট বা লিংকে কখনো ক্লিক করবেন না।  

ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের ভাঁওতাবাজি পোস্ট সম্পর্কে ডব্লিউএসওয়াইআর টিভিকে বলেছে, এটা পুরোপুরি হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট। যাঁরা এ ধরনের কোনো বার্তা পাবেন, তাঁরা এতে ক্লিক করবেন না। এর পরিবর্তে ফেসবুকে আপনার নাম দিয়ে সার্চ করে দেখবেন, সত্যিই আপনার নাম বা ছবি ব্যবহার করে হুবহু কোনো অ্যাকাউন্ট তৈরি হয়েছে কি না। যদি ভুয়া অ্যাকাউন্ট দেখেন, তবে ফেসবুককে সে অ্যাকাউন্ট সম্পর্কে জানান।  

ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে ফেসবুককে না জানালে দুর্বৃত্তরা প্রতারণা করে বন্ধুদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বা নজরদারি করতে পারে।  ফেসবুকে অভিযোগ জানানোর লিংক  ফেসবুকে সাহায্য পাতা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ ফেব্রুয়ারি

আগামী ১ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নিতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।এ ছাড়া-পরবর্তী দুই মাসের মধ্যে মৌখিক পরীক্ষার শেষ করা হবে।


প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ড. মো. আবু হেনা মোস্তফা কামাল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।এবার প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ লাখের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। সারা দেশে ১২ হাজার আসনের বিপরীতে তারা এ ভর্তিযুদ্ধে বসবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী ১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শেষ করা হয়েছে।এ ছাড়া-পরবর্তী দুই মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানা গেছে।আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে নিয়োগসংক্রান্ত সভা বসার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। লিখিত পরীক্ষার পর নতুন করে আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে সূত্রে জানা গেছে।

জানা গেছে, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আলোকে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস ও পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস চাওয়া হয়। 

লিখিত পরীক্ষায় আসনপ্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুই নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

বগুড়ায় সকাল ৮ টায় মোবাইল শোরুমে চুরি। ২০ লক্ষ টাকা ক্ষতি


আল আমিন কম্প্লেক্স বগুড়া অবস্থিত একটি মোবাইলের শোরুম সর কার স্মার্ট গ্যালারি যাহা গত ৮ জানুয়ারী ২০১৯ সকাল আটটার সময় চুরি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল স্যামসাং সিম্ফোনি এম আই শাওমি মোবাইল।

শোরুমের মালিক জানিয়েছেন "কারো কাছে যদি চোরাই ফোন বা এই ধরণের মোবাইল বিক্রি করতে যায় তাহলে তাকে ধরিয়ে দেন, তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের মোবাইল নাম্বার দেয়া হলো, সঠিক সন্ধানকারী কে বড় ধরনের পুরস্কৃত করা হবে!   ০১৭১১৮৭৫১৮৬ ০১৭২৩১৪৩৩৩২


চুরির দৃশ্য সিসি টিভি ক্যামেরায় ধরা ভিডিও



আপনার এলাকার কোন রকম ঘটনা ঘটলে আমাদের কমেন্ট করে বা ফেসবুকে মেসেজ বা মেইলে করে ও জানাতে পারেন।
সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন।

চোরদের ধরিয়ে দিতে নিউজ টি শেয়ার করুন সবার সাথে। 

চির নিদ্রায় শায়িত হলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ইউসুফ



গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার (বগুড়া): হাজার হাজার মানুষের চোখের জলে চির বিদায় নিলেন সড়ক দূর্ঘটনায় নিহত বগুড়া শিবগঞ্জের রায়নগর পশ্চিমপাড়া গ্রামের মরহুম মমতাজ উদ্দীন প্রোং এর পুত্র হাজী কল্যাণ সমিতির সদস্য ও দেশ বরেন্য মোয়াল্লেম লাকী হজ্জ কাফেলার প্রতিনিধি আলহাজ্ব ইউসুফ আলী প্রাং (৪৫)। মঙ্গলবার সকাল ১০টায় তাঁর নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজা নামাজের পূর্বে কান্নায় ভেঙে পড়েন মরহুমের অত্যন্ত আপনজন ও হাজারো মুসাল্লীগন। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে। 



উল্লেখ্য, সোমবার সকাল ১০টায় উপজেলার চন্ডিহারা চকপাড়া নামক ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে মুহুর্তেই পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারি ২০১৮ তারিখ ২১.০০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন হুকুম আলী বাসষ্ট্যান্ড মোড়স্থ মোস্তফা ট্রেডার্স প্রোপাইটার মোঃ কামরুল হাসান এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা, ০১টি মটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন, ০৭টি সীম এবং নগদ ৬,৭৫০/- টাকাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ বিপ্লব মন্ডল (২৮), পিতা মোঃ আয়নাল মন্ডল , সাং একডালা থানা ও জেলা সিরাজগঞ্জ, ২। শ্রী তাপস মন্ডল (২৭), পিতা শ্রী প্রভাত মন্ডল, সাং উত্তর শাহাপাড়া, থানা শেরপুর জেলা বগুড়া বগুড়াদ্বয়কে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে আসামী ৩। মোঃ বাবু (২৬), পিতা অজ্ঞাত, সাং গোপালনগর, থানা ধুনট জেলা বগুড়া কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Monday, January 7, 2019

শিবগঞ্জে গভীর নলকুপে সংযোগ নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন আহত

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কিচক সালদহ গ্রামে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দু‘পক্ষে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। এতে নারীসহ উভয় পক্ষের অনন্তঃ ১০জন আহত হয়ে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসি সুত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের সালদহ গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে সাবেক মেম্বার মোঃ খয়বর আলী বিগত ২০১৪ সালে উপজেলা সেচকমিটির অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহন করেন। 

একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ফয়জার রহমান নিজ নামে গত ২০১৮ সালে উপজেলা সেচ কমিটির নিকট গভীর নলুকুপ স্থাপনের আবেদন ও অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে খয়বর মেম্বারের গভীর নলকুপ থেকে মাত্র ৫০০ফিট দুরত্বে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহনের সিএমও গ্রহন করেন। এদিকে খয়বর আলী ফয়েজের গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ না দিতে নিষেধাজ্ঞা চেয়ে সম্প্রতি আদালতে মামলা করেন। 

উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গভীর নলকুপ কার্যক্রমে নিষেধজ্ঞা দিয়েছে।এদিকে সোমবার দুুপরে ফয়জার ও তার লোকজন জোরপূর্বক পল্লীবিদ্যুতের লাইমনেদের দিয়ে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্ঠা করে এতে দু‘পক্ষের মধ্যে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। দেশি অস্ত্র ও লাঠির আঘাতে নারীসহ অনন্তঃ ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, খয়বরের ছেলে হিরু(২৮), বড় ভাই আয়বর(৫৫), আয়বরের স্ত্রী সেলিনা(৩৩) ও সুফিয়া। 

প্রতিপক্ষের ইউসুফের ছেলে ফয়জার(২৯), ও আমিরুল, আব্দুল জলিলের ছেলে শাহ জালাল(১৬), ইউসুফের স্ত্রী ফয়জান বিবি(৫৫), আব্দুল জলিলের স্ত্রী জাহেরা(৩৫) ও রাজা মিয়ার স্ত্রী দুলুফা বেগম(৩৩)। স্থানীয়রা অহতদের উদ্ধার করে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অহতদের মধ্যে হিরু ও ফয়জার রহমানের অবস্থা অশংক্ষা জনক বলে চিকিৎসক জানিয়েছে।

এ ব্যাপারে সাবেক মেম্বার স্থানীয় আ‘লীগ নেতা মোঃ খয়বর আলী সাংবাদিককে জানান, তার ডিপটিউবল আগে অনুমোদন নেওয়া তাই তার সীমানার মধ্যে নিয়ম বৈহিভূত কোনো আইনেই তারা ডিপটিউবল স্থাপন করতে পারে না। এরপরও তিনি আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে।


এব্যাপারে ইউসুফ আলী জানান, উপজেলা সেচ কমিটির অনুমোদন পেয়ে তারা গভীর নলকুপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগের সিএমও পেয়েছেন। তাই তারা গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দিবেন। এ ব্যাপারে মোকামতলা পল্লীবিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কোন নিষেধাজ্ঞার চিঠিপত্র তারা পাননি।

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।

এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। 

এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
 
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Friday, January 4, 2019

বগুড়ার মহাস্থানে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ১

বগুড়ার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।

পরে বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিএডি নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি  জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত ১৫জনকে  উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে।

এদের মধ্যে গোকুল ইউনিয়নের মেড় এলাকার বাসিন্দা অটো-ভ্যানচালক বুলু মিয়া (৫৫) এর অবস্থা আশংকাজনক। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সার্জেন্ট ফিরোজ আহম্মেদ জানান, দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। কারণ নিশ্চিত করে ব্যবস্থা নেওয়া হবে।