Thursday, February 22, 2018

"ভিন্ন দৃষ্টি" এখন একুশে বই মেলায়

অনলাইন ডেস্ক ঃ বগুড়াতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৮ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু হয়েছে। 

  বগুড়ায়-ভিন্ন-দৃষ্টি-একুশে-বই-মেলা 

২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ খোকন পার্ক সংলগ্ন চলবে এই মেলা। মেলাতে রয়েছে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" নামে একটি দোকান। 

গতকাল ২১শে ফেব্রুয়ারি বুধবার "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" দোকানে দেখা গেছে ছোটদের বিভিন্ন রকম গল্পের বই ক্রেতাদের কাছে প্রাধান্য পেয়েছে। এছাড়াও দোকান  আছে বিভিন্ন লেখকের নতুন ও জনপ্রিয় বই এবং শিশুদের জন্য ডিজিটাল লার্নিং পেনম্যাজিক বুকস। 

"ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর পরিচালক রিংকু রায় অর্ক  জানান, এই দোকানে বিক্রিত বইয়ের লাভের সম্পূর্ণ টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।  শহরের চেলোপারা চাষীবাজার সংলগ্ন  শিশুপার্ক এ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হয়। 

এখানে মোট ৩৯ জন শিশু আছে,  এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। আসুন আমাদের দোকানে। বই দেখুন, বই কিনুন। আমাদের দোকানে থাকছে সব ধরনের বই। আপনার কিনা বইয়ের টাকায় হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে।

No comments:

Post a Comment