Showing posts with label ভিন্ন দৃষ্টি. Show all posts
Showing posts with label ভিন্ন দৃষ্টি. Show all posts

Monday, February 4, 2019

"এক পেরিয়ে দুই, চলো স্বপ্ন ছুঁয়""ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর এক বছর পূর্ন হলো

বগুড়া উত্তর ডটকম: "এক পেরিয়ে দুই, চলো স্বপ্ন ছুঁয়""ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর এক বছর পূর্ন হলো। গত ৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে মাত্র ২০ টি সুবিধাবঞ্চিত  শিক্ষার্থী নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি এর উদ্যোগে বগুড়া শহরের চেলোপাড়া রেলওয়ে বস্তি সংলগ্ন শিশু পার্কে শুরু হয়েছিল  এই পাঠশালা।


স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় ঠিক এক বছরের মাথায়  বর্তমানে পাঠশালার শিক্ষার্থী সংখ্যা ৬৪ জন। একই সাথে  শিশু শিক্ষার পাশাপাশি বয়স্কশিক্ষা সেবা দিয়ে যাচ্ছে ভিন্ন দৃষ্টি'র স্বেচ্ছাসেবীরা। শুধু শিক্ষায় না, শিক্ষার পাশাপাশি তাদের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে ভিন্ন দৃষ্টি।

ভিন্নদৃষ্টি'র পাঠশালা এর ১ম বর্ষ পূর্তি উপলক্ষে গতকাল ৩ ফেব্রুয়ারি পাঠশালাতে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়।উল্লেখ,  ভিন্ন দৃষ্টি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।  গত ৩ বছর যাবত তারা সুবিধাবঞ্চিতদের নিয়ে নানা ধরনের কাজ করে আসছে।


Thursday, February 22, 2018

"ভিন্ন দৃষ্টি" এখন একুশে বই মেলায়

অনলাইন ডেস্ক ঃ বগুড়াতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৮ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু হয়েছে। 

  বগুড়ায়-ভিন্ন-দৃষ্টি-একুশে-বই-মেলা 

২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ খোকন পার্ক সংলগ্ন চলবে এই মেলা। মেলাতে রয়েছে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" নামে একটি দোকান। 

গতকাল ২১শে ফেব্রুয়ারি বুধবার "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" দোকানে দেখা গেছে ছোটদের বিভিন্ন রকম গল্পের বই ক্রেতাদের কাছে প্রাধান্য পেয়েছে। এছাড়াও দোকান  আছে বিভিন্ন লেখকের নতুন ও জনপ্রিয় বই এবং শিশুদের জন্য ডিজিটাল লার্নিং পেনম্যাজিক বুকস। 

"ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর পরিচালক রিংকু রায় অর্ক  জানান, এই দোকানে বিক্রিত বইয়ের লাভের সম্পূর্ণ টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।  শহরের চেলোপারা চাষীবাজার সংলগ্ন  শিশুপার্ক এ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হয়। 

এখানে মোট ৩৯ জন শিশু আছে,  এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। আসুন আমাদের দোকানে। বই দেখুন, বই কিনুন। আমাদের দোকানে থাকছে সব ধরনের বই। আপনার কিনা বইয়ের টাকায় হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে।

Sunday, January 14, 2018

বগুড়া দুপচাঁচিয়ায় শীতের উষ্ণতায় "ভিন্ন দৃষ্টির" শীতবস্ত্র বিতরণ।


তৌফিক হাসান হিমু, বগুড়াঃ 

বগুড়া, দুপচাঁচিয়া,  শীতের উষ্ণতা, ভিন্ন দৃষ্টি

'হৃদয়ের উষ্ণতায় উষ্ণ থাকবে শীতার্তরা উষ্ণতা নিয়ে ভিন্ন দৃষ্টি' এই শ্লোগানে ভিন্নদৃষ্টি কর্তৃক