Sunday, January 14, 2018

বগুড়া দুপচাঁচিয়ায় শীতের উষ্ণতায় "ভিন্ন দৃষ্টির" শীতবস্ত্র বিতরণ।


তৌফিক হাসান হিমু, বগুড়াঃ 

বগুড়া, দুপচাঁচিয়া,  শীতের উষ্ণতা, ভিন্ন দৃষ্টি

'হৃদয়ের উষ্ণতায় উষ্ণ থাকবে শীতার্তরা উষ্ণতা নিয়ে ভিন্ন দৃষ্টি' এই শ্লোগানে ভিন্নদৃষ্টি কর্তৃক
আয়োজিত সুবিধাবঞ্চিতদের জন্য শীতের ইভেন্ট 'উষ্ণতা নিয়ে' এর প্রথমধাপ ১৩ জানুয়ারি শনিবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সম্পন্ন হয়।

উক্ত ইভেন্ট উপলক্ষ্যে অত্র এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ভিতর স্কুল সোয়েটার, ভ্যাসলিন এবং অসহায় মানুষদের ভিতর কম্বল, ভ্যাসলিন বিতরণ করা হয়।

সর্বমোট ৪০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিংকু রায় অর্ক(সভাপতি), মৃরাব (প্রতিষ্ঠাতা সহঃসভাপতি),
সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক রাহী।


এছাড়াও উপস্থিত ছিলেন সিজার, জনি, অভি, সাহেদ, শশী, শাহীন, মুহিত, সাদিয়া সহ ভিন্ন দৃষ্টি'র সদস্যবৃন্দ


অনন্য দের মাঝে উপস্থিত ছিলেন ভিন্ন দৃষ্টি এর উপদেষ্টা তৌফিক হাসান হিমু সহ আলোর দিশারী পরিবারের আহসান হাবিব বিভু, আদিত্ত্য কুমার ও স্পন্দন পরিবারের স্বেচ্ছাসেবীরা।

No comments:

Post a Comment