Monday, January 15, 2018

বগুড়ার গোকুলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ২ চালক আহত

 (বগুড়া) প্রতিনিধি: মহাস্থানের অদূরে বগুড়ার সদরের গোকুল হল বন্দর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে পাথর বোঝাই ট্রাক ও সোয়াবিন তেল বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে উভয় যানের ২ চালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা দিক থেকে সৈয়দপুর গামী একটি সোয়াবিন তেল বোঝাই ট্রাক (ঢাকা- মেট্রো- ট-১৪-৫৭৮২) ও পঞ্চগড় থেকে  কুষ্টিয়া মেহেরপুর গামী পাথর বোঝাই ট্রাক (চুয়াডাঙ্গা- ট-১১-০৩২৬) মহাস্থান অতিক্রম করে গোকুল এলাকায় পৌঁছিলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে চাকা বিছিন্ন হয়ে যায়। আহত হয় ২ ট্রাকের চালক। তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করে দেয়। এ দূর্ঘটনার পর রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এই দূর্ঘটনার কারণ হিসাবে এলাকাবাসী ঘনকুয়াশা ও চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানো কে দায়ি করছেন।

No comments:

Post a Comment