Monday, February 19, 2018

আপনার সিমটি 4G কিনা এখনই জেনে নিন

4G, Grameenphone, Robi, Banglalink, airtel, Bogra News

গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকে *১২১*৩২৩২# ডায়াল করলেই ফিরতি বার্তায় সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন। 

রবির গ্রাহকদের এ জন্য ডায়াল করতে হবে *১২৩*৪৪# ... ডায়াল করলেই ফিরতি বার্তায় সিমটি ফোরজি কি না, তা জানতে পারবেন। 

বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে খুদে বার্তা পাঠালে ফিরতি বার্তায় ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন। 

টেলিটক তাদের ব্যবহারকারীদের জন্য এখনো এ ধরনের কোনো সেবা চালু করেনি।

আমাদের নিউজ গুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেনধন্যবাদ 
........ ........ ........

No comments:

Post a Comment