বগুড়ার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।
পরে বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিএডি নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত ১৫জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে।
এদের মধ্যে গোকুল ইউনিয়নের মেড় এলাকার বাসিন্দা অটো-ভ্যানচালক বুলু মিয়া (৫৫) এর অবস্থা আশংকাজনক। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সার্জেন্ট ফিরোজ আহম্মেদ জানান, দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। কারণ নিশ্চিত করে ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment