Tuesday, January 8, 2019

বগুড়ায় সকাল ৮ টায় মোবাইল শোরুমে চুরি। ২০ লক্ষ টাকা ক্ষতি


আল আমিন কম্প্লেক্স বগুড়া অবস্থিত একটি মোবাইলের শোরুম সর কার স্মার্ট গ্যালারি যাহা গত ৮ জানুয়ারী ২০১৯ সকাল আটটার সময় চুরি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল স্যামসাং সিম্ফোনি এম আই শাওমি মোবাইল।

শোরুমের মালিক জানিয়েছেন "কারো কাছে যদি চোরাই ফোন বা এই ধরণের মোবাইল বিক্রি করতে যায় তাহলে তাকে ধরিয়ে দেন, তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের মোবাইল নাম্বার দেয়া হলো, সঠিক সন্ধানকারী কে বড় ধরনের পুরস্কৃত করা হবে!   ০১৭১১৮৭৫১৮৬ ০১৭২৩১৪৩৩৩২


চুরির দৃশ্য সিসি টিভি ক্যামেরায় ধরা ভিডিও



আপনার এলাকার কোন রকম ঘটনা ঘটলে আমাদের কমেন্ট করে বা ফেসবুকে মেসেজ বা মেইলে করে ও জানাতে পারেন।
সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন।

চোরদের ধরিয়ে দিতে নিউজ টি শেয়ার করুন সবার সাথে। 

No comments:

Post a Comment