Sunday, November 18, 2018

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই





নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই চলছে। এ আসনের বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক লাভের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।  


গত ২৮শে অক্টোবর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেনকে প্রার্থী ঘোষণা করে তাকে ভোট দেয়ার আহবান জানিয়েছে। 

অপরদিকে ৮ই নভেম্বর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী বিষয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে মনোনয়ন দিলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার কথা বলেছে। 

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ফরম উত্তোলন করে জমা দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেলালুর রহমান, কামাল উদ্দিন কবিরাজ, এ্যাড. রেজাউল হক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আহছানুল হক ও হাটকড়ই ডিগ্রী কলেজের অধ্যাপক জাহিদুর রহমান। 

১৪ দলের অন্যতম শরিকদল হচ্ছে জাসদ। সে কারণে বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রচেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ আসনে কে হবেন নৌকার মাঝি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৫৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮২৪ জন। 

এ আসনটি বিএনপির ফেভারিট আসন হিসেবে গণ্যকরা হয়। এ আসনে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, ততবারই জয়লাভ করেছে। তারপরেও আওয়ামী লীগ ও জাসদ এ আসনে এবার নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে জয়লাভ করতে চায়। 

এ দিকে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে তৎপর রয়েছে। এ আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীও থাকছে ভোট যুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাহালু-নন্দীগ্রাম সরগরম হয়ে উঠেছে। সব জায়গায় বইছে ভোটের হাওয়া।

শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে। মাঝিহট্ট ইউপির সৈয়দ দামগাড়া পশ্চিশ পাড়া গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র এনামুল হোসেন ও তার স্ত্রী মোছাঃ আলেয়া বেগম এবং মোজাম শেখের পুত্র তরিকুল শেখ, 

পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রেবেকা বিবি (৪০) ও তার পুত্র সজিব শেখ (১৭) কে গত ১৬ নভেম্বর দুপুরে কাপড় শুকানোর জন্য বাড়ির বাহিরে বের হলে উপরে উল্লেখিত ব্যাক্তিরা দেশীয় অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তাদের মারপিট করে। প্রতিপক্ষের মারপিটে মা ও ছেলে আহত হয়ে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় রেবেকার স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় এনামুল হোসেন, মোছাঃ আলেয়া বেগম ও তরিকুল শেখকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ১৮ নভেম্বর শিবগঞ্জ থানার এসআই আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বগুড়া কলেজ থিয়েটারের নবান্ন উৎসব-১৪২৫ উদযাপন

 “নবান্নের আনন্দে, জেগে উঠুক নতুনত্বে” এই স্লোগানে রবিবার সকাল এগার ঘটিকায় বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগিতায় সপ্তম বারের মত দিনব্যাপি নবান্ন উৎসব- ১৪২৫ সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবান্ন কথনে অংশগ্রহন করেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী মাহবুব হামিদ তারা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক ও ভারপ্রাপ্ত সম্পাদক শিক্ষক পরিষদের ফারুক আহমেদ, প্রফেসর পদমর্যাদার সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, কে, এম, মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক, আব্দুর রউফ। 

কলেজ থিয়েটারের সিনিয়র সহ: সভাপতি আরাফাত হোসেন এর সভাপতিত্বে এবং কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আমজাদ হোসেন শোভন ও নাট্যকর্মি সোহেল রানা এর যৌথ সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি।  এদিকে অনুষ্ঠানের শুরুতে বর্ণিল আনন্দ পদযাত্রাটি ঢাক-ঢোলের তালে তালে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। নবান্ন কথন শেষে উদ্বোধক ও অতিথিবৃন্দ উড়ান গাইনে ধান ভাঙ্গার মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করে। সাথে সাথে গান ভেসে আসে ” ও ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া…” 

এর পরেই ভেসে আসে সংস্কৃতজন এস. এম. বেলাল হোসেনের উদ্বোধনী সংগীত যা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়। এর পরেই আবৃত্তি নিয়ে উপস্থিত হন আবৃত্তিকার সুলতানা পারভীন শ্রাবণী ও কলেজ থিয়েটারের সাবেক সভাপতি কনক কুমার পাল অলক। কলেজ থিয়েটারের নাট্য কর্মিরা পরিবেশন করে ওসমান গণির রচনা ও তৌফিক হাসান ময়নার নির্দেশনায় নাটক “কাজির বিচার” ও সাইফুল ইসলাম বুলবুলের ভাবনায় ও নির্মল মাহাতো এর কোরিওগ্রাফে পালা “সংসার”। 

সবশেষে পরিবেশিত হয় কলেজ থিয়েটারের ফিউশন বাউল দলের পরিবেশনা।  এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যকর্মী রবিউল, মিঠু, যাদু, আশিক, বিলাস, সোহেল শাহ, নিবেস, ওয়াদুদ, আরমান, সাদ্দাম, তৌফিক, নির্মল, কায়েস, তিতুমীর, মুগদ্ধ, বিশাল, ফরহাদ, মাসুম, সাকিব, তারেক, সুমন, রনি, সাইফুল ইসলাম, ঐশী রায়, জুঁই, সাবা, মামুন প্রমুখ।  

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা

সাগর খান, আদমদীঘি প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৫৫) কে গত শুক্রবার রাতে গলা কেটে হত্যা ঘটনায় অজ্ঞাত নামা উল্লেখ করে শনিবার রাতেই আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যার সাথে জড়িত কাহাকে গ্রেফতার বা হত্যার অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা
উল্লেখ্য, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সখিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম শুক্রবার সন্ধ্যা রাতে ছেলে নাজমুল ইসলাম (১৯) কে সাথে নিয়ে চাঁপাপুর বাজারে যায়।

প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে পড়ে আসছি বলে ছেলে কে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু যথা সময়ে বাড়িতে না ফেরায় পরিবার পরিজন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার বাড়ির পাশে ধানের ক্ষেতে কৃষকরা নজরুলের জবাই করা লাশ দেখে বাড়িতে এবং থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহজাহান বাদী হয়ে অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, নজরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী ছিলেন জেল থেকে বের হয়ে আসার পর তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গত শনিবার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম (শাহীন) ও রবিউল কে সন্দেহ ভাবে আটক করেন। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটক শাহিন ও রবিউলের নামে অন্য মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা আছে তবে এই হত্যাকান্ডের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
 

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ায় লায়ন্স ক্লাবসের চক্ষু শিবির অনুষ্ঠিত

এইচ আলিম, বগুড়া: লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫এ২ বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া উপশহরের মাহী সাওয়ার ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

বগুড়ায় লায়ন্স ক্লাবসের চক্ষু শিবির অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল ও লিও ক্লাব অব বগুড়া আইডিয়াল ও মাহী সাওয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১৬০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জনের চোখের ছানি অপারশেন করাতে গাক চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। 

সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা প্রদান করা হবে। বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাচ্চু, ক্যাপ্টেন জাহিদুল ইসলাম, আব্দুল মতিন খান, আল্লামা তারিক বিন আমবিল্লাহ, শাহ মোঃ রেজাউল করিম, সালমা রহমান, খালিদ সাইফুল্লাহ, নুরুল আনোয়ার মন্টু, আবুল ইনকিলাব মো: সাজ্জাদুল হায়দার, রাশেদুল ইসলাম, মনিরুজ্জামান চাঁন, শাহান বারি, লিও মাহবুব হোসেন অন্তু, লিও মোঃ সংগ্রাম শেখ, লিও শফি উদ্দিন সানিম, লিও তৌহিদ।

 আরো খবর পড়ুন : 


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
 

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

 

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নাশকতা মামলার আসামীকে হাতেনাতে গ্রেফতার সহ পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করায় বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) জিয়া লতিফুল ইসলাম, এসআই রুম্মান হাসান এবং কনস্টেবল সোহেল রানাকে স্ব স্ব পদে জেলার শ্রেষ্ঠ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে।

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাদেরকে এই সম্মননা স্মারক প্রদান করেন। এসময় জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Saturday, November 17, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহরের বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) খুন হওয়ার কারন নারীঘটিত বলে পুলিশের ধারণা।
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার হারিয়ে যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল শনিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘাসক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে অন্তর শ্রাবণ বিষু, একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদৎ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির, একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর পড়ুন : 
 

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে

আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে
“নবান্নের আনন্দে,  জেগে উঠুক নতুনত্বে” এই স্লোগানে আগামিকাল (১৮.১১.১৮) রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগিতায়   সপ্তম বারের মত দিনব্যাপি নবান্ন উৎসব- ১৪২৫  সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। 

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী।  দিনব্যাপি আয়োজনে থাকছে আনন্দ পদযাত্রা, উদ্বোধন, নবান্ন কথন, নবান্নের গান, নৃত্য,  নাটক “কাজির বিচার”,  নবান্নের কবিতা, ফিউশান পালা “পরকীয়া”, নাটক ” একটি অবাস্তব গল্প” ও বিশেষ আকর্ষণ ফিউশন বাউল দলের লোকজ গানের পরিবেশনা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো। 
আগামিকাল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নবান্ন উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হবে