Friday, November 16, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি পলিটেকনিক্যাল “বগুড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি” (বিট) কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) কে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি থানা পুুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গোলা কেটে হত্যা

নিহত নাঈম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। এ ব্যপাপারে ৫বন্ধুকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তাকে নিসংশভাবে হত্যা করে সারিয়াকান্দি মাছ বাজার ও কালি মন্দিরের পূর্ব পার্শ্বে নিরঞ্জন শাহার গোয়াল ঘরের গলিতে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে নিহতের মা খবর পেয়ে সেখানে পৌঁছে তার ছেলেককে শনাক্ত করে।  

নিহতের মা নাজমা বেগম সংবাদিকদের জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় নাঈমের এক বন্ধু নাঈমকে ফোন করলে নাঈম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়ী ফিরেনি। রাতে নাঈমের কয়েক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমরা বিশ্বাস তাঁর বন্ধুরাই তাকে নিসংশভাবে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়েছে। আমি এর সর্বচ্চ শাস্তি চাই। আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখানে  অথবা এখানে

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, নাঈমের মায়ের দেওয়া অভিযোগে তার ৫বন্ধুকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর  তাদের কাছ থেকে ঘটনার সত্যতা বেড়িয়ে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। বেলা ১২টায় রিপোর্ট লেখার আগ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিতে নিচে কমেন্ট  করুন: 

এই বিভাগের আরো খবর:
পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
   

আরো খবর পড়তে ক্লিক করুন:  এখানে

নৌকায় উঠছে ১৬ দল, ধানের শীষে ১১

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ‘নৌকা’ ও বিএনপি নেতৃত্বাধীন জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছে।


সর্বশেষ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১৬টি। এর মধ্যে আটটি দল নিবন্ধিত। আর বিএনপি নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১১টি।

গত ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবে জোটভুক্ত এমন ১৫টি দলের নাম নির্বাচন কমিশনকে জানানো হয়। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১৫টি দল হচ্ছে—জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (বাসদের অনিবন্ধিত অংশ), জাতীয় পার্টি (জেপি মঞ্জু), ইসলামী ফ্রন্ট ( বাহাদুর শাহ), বাংলাদেশ জাসদ (আম্বিয়া), কৃষক শ্রমিক পার্টি ও তৃণমূল বিএনপি (হুদা)। 

এদিকে, গত ১১ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটের ময়দানে লড়বে। তখন তালিকায় আটটি দলের নাম দেওয়া হয়েছিল। 

এরপর গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের এক সভায় সিদ্ধান্ত হয়, ফ্রন্টের দলগুলোও অভিন্ন প্রতীক নিয়ে আগামী নির্বাচনে লড়াই করবে। 

তখন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়াই করবে এমন আরো তিনটি দলের নাম তালিকায় যুক্ত করা হয়। ফলে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১-তে। পরে গতকালই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়। 

‘ধানের শীষ’ প্রতীকে যে দলগুলো লড়াই করবে সেগুলো হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম—বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ।


আরো খবর পড়ুনঃ>>

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী 

 

আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

 

নির্বাচনে যাচ্ছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট

 

নির্বাচন করছেন না সাকিব

 

 

 

Thursday, November 15, 2018

আগুন দেওয়া যুবককে ধরিয়েদিন : পুলিশ

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে ধরিয়ে দিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

বুধবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ফেসবুক পেজে অগ্নিসংযোগকারী যুবকের ছবি প্রকাশ করে পুলিশের বিশেষ এই ইউনিটটি।  

বুধবার রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘নাগরিকদের অনুরোধ করছি, যে আগুন দিয়েছে তার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে। কেননা এ ধরনের অপরাধী সমাজের জন্য ক্ষতিকর। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ 

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য গণমাধ্যম প্রকাশ হয়। সেখানে দেখা যায়, হেলমেট পরা কালো রঙের শার্ট গায়ে এক যুবক একটি চেয়ার দিয়ে গাড়ির উপরে উঠে ভাঙচুর করছে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে গাড়িতে। 

এরপর ম্যাচ দিয়ে একজন আগুন ধরিয়ে দেয়। তাকে ধরে বা তথ্য দিতে পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের-০১৭১৩৩৭৩১৪৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

উল্লেখ্য, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী

আদমদীঘি প্রতিনিধি সাগর খান : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনে ধানের শীষ মার্কার মনোনয়ন পেতে ১০ জন নেতা ফরম সংগ্রহ করতে এখন ঢাকায়। 


সোমবার দলীয় মনোনয়ন সংগ্রহকারিদের মধ্যে আছেন সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাসুদা মোমিন ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বগুড়া-৩ আসনটি স্বাধীনতার পর থেকে বিএনপি’র জন্য বরাবরই ছিল উর্বর। ১৯৯১ইং থেকে ১৯৯৬ ইং এ আসনে আব্দুল মজিদ তালুকদার এবং তার মৃত্যুর পর ২০০১ ও ২০০৮ ইং সালে নির্বাচিত হন তার ছেলে আব্দুল মোমিন তালুকদার খোকা। 

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ মামলায় থাকায় আব্দুল মোমিন তালুকদার খোকা বর্তমানে পলাতক। ফলে তার বিকল্প হিসাবে তালুকদার পরিবার থেকে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নাম একক ভাবে শোনা গেলেও শেষ পযর্ন্ত খোকা তালুকদারের স্ত্রী’র নাম যুক্ত হল। 

এছাড়াও ধানের শীষের মনোনয়ন সংগ্রকারি হিসাবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, বগুড়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা হামিদুল হক হিরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মকলেছুর রহমান, আইনজীবী আতাউর রহমান মুক্তা, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ফিরোজ মোঃ কামরুল হাসান, জেলা শ্রমিক দলের উপদেষ্টা শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরি ওরফে আমের চৌধুরি, জেলা বিএনপি’র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও কেন্দ্রীয় নির্মান শ্রমিক দলের সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহম্মেদ।

 
 

বগুড়ার শেরপুরে এসএসসির ফরম পূরনে তিন গুন ফি আদায় সামিট স্কুল এন্ড কলেজের

শেরপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম : এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরন বাবদ সরকারি নির্ধারিত ফি’র তুলনায় তিন গুন ফি আদায় করছে সামিট স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ। শিক্ষার্থীদের ও অভিভাবকদের জিম্মি করে বিভিন্ন অজুহাতে এই ফি আদায় করছেন তারা।
 
 
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে অবস্থিত সামিট স্কুল এন্ড কলেজে এবার তিন বিভাগ মিলে সর্বমোট ২১৬ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। তাদের নিকট থেকে ফরম ফিলাম বাবদ ২৫০০ (দুই হাজার পাঁচশত টাকা), পরীক্ষার ফি বাবদ ৩০০ (তিনশত টাকা), উন্নয়ন ফি বাবদ ৫০০ (পাঁচশত টাকা), মোবাইল বিল বাবদ ৩০০ (তিনশত টাকা), পরীক্ষার প্রস্তুতি মূলক ক্লাস বাবদ ২৪০০ ( দুই হাজার চারশত টাকা) আদায় করছে। অথচ এবার শিক্ষা মন্ত্রনালয় থেকে এসএসসি পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ১৮০০ ( এক হাজার আটশত টাকা) নির্ধারন করে দেয়া হয়। 
 
এব্যাপারে (নাম প্রকাশে অনিশ্চুক) স্কুলের এক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে বলে, দুদকের নাম্বার ১০৬ ফোন দিয়েছি বন্ধ। সারাবছর ভালো ভাবে ক্লাস নিলে কোচিং করার কি দরকার। অত্র স্কুলের পরিচালনা পরিষদের সদস্য ওয়াহেদ স্যারের সামনে ফরম ফিলাপ করতে আসা এক শিক্ষার্থী বলে, আমাদের ঠিকমত ক্লাস হয় না। তাই কোচিং করতে হবে । ক্লাস হলে কোচিং এর কি দরকার?
 
সামিট স্কুল এন্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম লিপু মোবাইলে বলেন, আমারা ৬ হাজার টাকা ফি নিচ্ছি। ফরম পূরনে ২ হাজার কোচিং খরচ ৩ হাজার এবং গাড়ী ও অন্যান্য ভাড়া ১ হাজার টাকা। 
 
মঙ্গলবার বেলা ১১টায় স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাযায় ভিন্ন তথ্য। যারা স্কুলের গাড়ী ব্যবহার করে না তাদের কাছেও একই হারে ফি আদায় করছে। আগের তুলনায় ক্লাসে শিক্ষার্থীদের পড়ানো কম হয় বলে তারা জানান। আমাদের নাম দিয়েন না তাহলে স্যাররা গালাগালি করবে।
 
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ বলেন, বিষয়টি আমার জানা নাই। মাধ্যমিক শিক্ষা অফিসার কে বলছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে।

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন : ঢাকা থেকে অপহৃত ফাতেমাতুজ জহুরা (১৭) নামের এক গার্মেন্টস কর্মীকে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে অপহৃত ওই নারীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ধুনট থানা পুলিশ। 


পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমাতুজ জহুরা ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় তার পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে। 

গত ১২ নভেম্বর সে গার্মেন্টসে কাজ করতে যায়। কিন্ত এরপর সে বাসায় ফিরে না এলে তার পরিবারের লোকজন ঢাকার কাফরুল থানায় একটি জিডি করে। গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে গার্মেন্টস কর্মী ফাতেমাকে উদ্ধার করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা আগেই পালিয়ে যায়।


এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, অপহারনকারীরা ফাতেমাকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শৈলমারী গ্রাম থেকে পুলিশের সহযোগিতায় ফাতেমাকে উদ্ধার করা হলেও অপহরনকারীরা পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর পড়ুন : 

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 



বগুড়ায় বইপ্রেমী’র নতুন কমিটি গঠন

 বইপ্রেমী’র নতুন কমিটি গঠন “বই যেন হয় ভ্রাতৃত্বের বন্ধন” এই শ্লোগান কে সামনে রেখে নামাজগড়স্থ আভা হোমিও হেলথ এ বিকাল ৪ ঘটিকায় প্রতিটি বইপ্রেমী মানুষদের কে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য “বইপেমী’র” উদ্ভব । 

যাদের লক্ষ্য এই দেশের সবগুলো মানুষ একদিন বই পড়তে ভালোবাসবে বই কে বুঝবে বই কে নিজের ভিতরে লালন করবে । শুরুটা হয়েছিল মাত্র তিনজন থেকে সেখান থেকে আস্তে আস্তে তাদের শিশুকাল পাড় করছে, এরই মধ্যে গতকাল ১৫ ই নভেম্বর এক বিশেষ সভায় ঘোষণা করা হলো বইপ্রেমীর নতুন কমিটির । 
ডাঃ মাহফুজা আকতার সোহেলী কে সভাপতি ও পিয়াল সরকার কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিলেন সংগঠনটির পরিচালক তৌফিক হাসান হিমু । 
এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কেয়া খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগঠনের সদস্য মিল্টন মন্ডল, মাসুদ রানা জয় সহ আরো অনেকে।
ছবিতে বা থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিয়াল সরকার মাঝে সভাপতি ডাঃ মাহফুজা আকতার সোহেলী ডানে পরিচালক তৌফিক হাসান হিমু

Sunday, November 11, 2018

যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বিশাল র‌্যালী ও সমাবেশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিশাল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাতমাথা দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।  

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, সা: সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আকন্দ, 

সাবেক যুবনেতা সাইফুল ইসলাম বুলবুল, কামরুল মোর্শেদ আপেল, যুবনেতা আনোয়ার পারভেজ রুবন, আলহাজ শেখ, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম, মাহফুজুল আলম জয়, শাজাহান আলী, সোহরাব হোসেন সান্নু, পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ দেশ ও জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। মেধাভিত্তিক ও মূল্যবোধ সম্পন্ন আত্মনির্ভরশীল যুবসমাজ গড়তে কাজ করছে যুবলীগ। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের যুব সমাজের সার্বিক কল্যানে উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।