Thursday, November 15, 2018

বগুড়ায় বইপ্রেমী’র নতুন কমিটি গঠন

 বইপ্রেমী’র নতুন কমিটি গঠন “বই যেন হয় ভ্রাতৃত্বের বন্ধন” এই শ্লোগান কে সামনে রেখে নামাজগড়স্থ আভা হোমিও হেলথ এ বিকাল ৪ ঘটিকায় প্রতিটি বইপ্রেমী মানুষদের কে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য “বইপেমী’র” উদ্ভব । 

যাদের লক্ষ্য এই দেশের সবগুলো মানুষ একদিন বই পড়তে ভালোবাসবে বই কে বুঝবে বই কে নিজের ভিতরে লালন করবে । শুরুটা হয়েছিল মাত্র তিনজন থেকে সেখান থেকে আস্তে আস্তে তাদের শিশুকাল পাড় করছে, এরই মধ্যে গতকাল ১৫ ই নভেম্বর এক বিশেষ সভায় ঘোষণা করা হলো বইপ্রেমীর নতুন কমিটির । 
ডাঃ মাহফুজা আকতার সোহেলী কে সভাপতি ও পিয়াল সরকার কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিলেন সংগঠনটির পরিচালক তৌফিক হাসান হিমু । 
এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কেয়া খান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী সংগঠনের সদস্য মিল্টন মন্ডল, মাসুদ রানা জয় সহ আরো অনেকে।
ছবিতে বা থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিয়াল সরকার মাঝে সভাপতি ডাঃ মাহফুজা আকতার সোহেলী ডানে পরিচালক তৌফিক হাসান হিমু

No comments:

Post a Comment