Tuesday, February 27, 2018

বগুড়া-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ

২৭ ফ্রেরুয়ারী, গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ   বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে এবার বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া-ঢাকা-রুটে-সকল-বাস-চলাচল-বন্ধ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের সবগুলো কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। 

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম নিরাপদ নিউজকে জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচদিন ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন। 

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। 

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। 

এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা। 

এরপরই বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো। 

আচমকা এমন সিদ্ধান্তে চরম দূর্ভোগ ও বিপাকে পড়েছে ঢাকাগামী শত শত যাত্রীগন।

Sunday, February 25, 2018

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

বগুড়ায় বানিজ্য মেলা-২০১৮ উদ্ভোধন করা হয়েছে। 

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক  বাণিজ্য মেলার উদ্বোধন

গতকাল রাতে মাস ব্যাপী এই মেলার উদ্ভোথন করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম। 

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রিজের আয়োজনে ও বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সার্বিক সহযোগীতায় মেলার উদ্ধোধনী আয়োজন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদান কালে তিনি  বলেছেন, 

বগুড়ায় এই বাণিজ্য মেলার মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে ও আগমী বগুড়ায় নতুন নতুন বাণিজ্য ব্যবসা মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে।   

শহরের খান্দার এলাকার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাছুদার রহমান মিলনের সভাপতিত্বে ১১ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম । 

এর আগে তিনি ,ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মাস ব্যাপী মেলার উদ্ভোদ্ধন করে।  

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক  বাণিজ্য মেলার উদ্বোধন

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন, 

বেনারসী গ্লোবাল ইভেন্ট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান,এ্যাড: মকবুল হোসেন মকুল, অব কমার্সের সহ সভাপতি এম আর জুয়েল, মাহফুজুল ইসলাম রাজ সহ প্রমুখ।  

উল্লেখ্য , এবারের মেলার উদ্ভোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার পুলিশ সুপার উপস্থিত না  থাকায় উদ্ভোধনী আয়োজনে বেশ কিছুটা সংকির্নতা অনুভব করেছেন আয়োজক ও উপস্থিত সর্বস্তরের দর্শক বৃন্দ ।   সূত্র-এফএনএস

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

নাজমুল হোসেন (১৬), বগুড়া শহরের রেলস্টেশনের পাশের বস্তিতে নেই কোনো পয়ঃনিষ্কাষণের ব্যবস্থা। পানিও আনতে হয় দূর থেকে।

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

বস্তিটিতে পঞ্চাশটির বেশি পরিবারে কয়েকশ মানুষের বাস। যার এক তৃতীয়াংশ শিশু।

তাদের পানি টেনে আনতে হয় অন্য এলাকা থেকে। আর শৌচকর্ম করেন যেখানে সেখানে। নারীরা ভুগছেন বেশি।

দিন এনে দিন খাওয়া এসব মানুষের মৌলিক অধিকার দূরে থাক, প্রাকৃতিক নিত্যকর্মের মতো কাজের জন্য অন্ধকার বা ঝোপঝাড়ের আড়াল খুঁজতে হয় বলে জানান একজন নারী।

অনেক দূর থেকে পানি টেনে আনতে কষ্ট হয় বলে জানায় একটি শিশু।

অপর শিশু জানায়, তারা রেলপথের ওপরেই মলত্যাগ করে। খুব অভাব আর কষ্টের সাথে পানি ও শৌচাগারের কষ্টের কথা বলেন আরেক নারী।

এ ব্যাপারে শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী হ্যালোকে জানান, এসব সমস্যা সমাধান করার কথা তার নয়। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশা দেন।

সুনির্দিষ্ট তথ্য জানতে পারলে, শিশুদের এসব সংকটের সমাধান করতে ও শিশুদের আনন্দদায়ক পরিবেশ দিতে চেষ্টা করবেন জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।

এসএসসি পরীক্ষার্থীর আত্বহত্যা "স্যরি আম্মু, মাফ করে দিও"

স্যরি আম্মু, মাফ করে দিও  উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)   
এসএসসি পরীক্ষার্থী মেহিয়া আক্তার বাবলি তার মৃত্যুর জন্য হৃদয় নামে এক ছেলেকে দায়ী করে গেছে।

এসএসসি পরীক্ষার্থীর আত্বহত্যা  "স্যরি আম্মু, মাফ করে দিও"

বাবলি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যায়। যেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য হৃদয় দায়ী। স্যরি আম্মু, মাফ করে দিও।’  মেহিয়া আক্তার বাবলি ভারতেশ্বরী হোমস থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

দুটি পরীক্ষা বাকি থাকা অবস্থায় বাবলি বুধবার রাতে মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী গ্রামের লোকমান হোসেনের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বাবলির মা পারুল বেগম বাদী হয়ে বাবলির সহপাঠী আছিয়া আক্তার জয়া, তার মা ফাতেমা আক্তার সুমি ও হৃদয়কে আসামি করে থানায় মামলা করেন।

মির্জাপুর থানা পুলিশ এ মামলায় বাবলির সহপাঠী জয়ার মা ফাতেমা আক্তার সুমিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।    

জানা গেছে, মেহিয়া আক্তার বাবলি ও তার সহপাঠী আছিয়া খাতুন জয়া ভারতেশ্বরী হোমসের ছাত্রী। জয়া বিক্রমপুরের লৌহজং এলাকার কলাপাড়া গ্রামের রফিক মিয়ার মেয়ে।

মেহিয়া আক্তার বাবলির মা পারুল বেগম ঢাকায় পার্লারের ব্যবসা করেন। স্বামী পরিত্যক্তা পারুল বেগম দ্বিতীয় স্বামী নিয়ে ঢাকায় বসবাস করেন।

গত মঙ্গলবার বাবলির মা ফোনে জয়ার মা ফাতেমাকে ১৫০ টাকা ভাড়া দিয়ে বাবলিকে ঢাকায় তার কাছে পাঠাতে বলেন। পরে ফাতেমা বেগম বাবলিকে টাকা দিলে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

বুধবার সন্ধ্যায় বাবলি মির্জাপুরের ভাড়া বাসায় ফিরে আসে এবং ড্রেস পরিবর্তনের কথা বলে মোবাইলে কথা বলতে বলতে তার কক্ষে ঢুকে।

সময় বেশি নেয়ায় ফাতেমা ও তার মেয়ে জয়ার সন্দেহ হয়। পরে বাসার মালিককে খবর দিলে দরজা ভেঙে বাবলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ বাবলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।     রোববার সকালে বাসার মালিক বাবলির ফাঁসি দেয়া কক্ষটি পরিষ্কার করতে গেলে বাবলির ক্লাসের একটি খাতা দেখতে পান।

পরে খাতার পাতা উল্টে একটি চিরকুট পান। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য হৃদয় দায়ী। স্যরি আম্মু.... মাফ করে দিও।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার সরকার বলেন, চিরকুট পাওয়ার বিষয়টি শুনেছি।

তবে এখনো হাতে পাইনি। চিরকুট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  এস এম এরশাদ/এএম/আরআইপি

এবার বিষধর সাপের মৃত্যু মানুষের কামড়ে

সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর ঘটনা কখনো শুনেছেন কি?

বিষধর সাপের মৃত্যু মানুষের কামড়ে

এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে ভারতের মধ্য প্রদেশের মরিনা জেলার সাবালপুর টেহসিলের পাছের গ্রামে।

ওই গ্রামের জালিম সিং কুশওহা নামের এক ব্যক্তি গতকাল শনিবার নিজের খামারে কালো রঙের একটি সাপ দেখতে পান।

তখন জালিম কিছুটা মাতাল অবস্থায় ছিলেন। তিনি সাপ ধরে কামড়ে দেন। এর কিছুক্ষণ পরই সাপটি মারা যায় আর জালিম জ্ঞান হারান।   পরে গ্রামবাসী অচেতন অবস্থায় কুশওহাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক রগভিন্দ্র যাদব বলেন, সাপটিকে কামড়ানোর পর ভয়ে ও আতঙ্কে অজ্ঞান হয়ে যান জালিম। আর সাপটি খুব বিষধর ছিল।

যদি বিষ তাঁর রক্তে প্রবেশ করত, তা কুশওহার জন্য মারাত্মক হতে পারত।  তবে কুশওহা সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি প্রতিশোধপরায়ণ হয়ে এক বিষধর সাপের মাথায় কামড় দেন। এতে সাপটি মারা যায়।
সুত্র: প্রজন্মমনিউজ / হাসান

বগুড়ায় শ্রমিকের বিদ্যুত তারের সংস্পর্শে ঝলসে গেলো শরীর

বগুড়ায় উচ্চ ক্ষমতা সমপন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে এক শ্রমিকের গোটা শরীর ঝলছে গেছে।

বগুড়ায় শ্রমিকের বিদ্যুত তারের সংস্পর্শে ঝলসে গেলো শরীর

বগুড়ায় নির্মান কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫)নামের এক শ্রমিক হাসপাতালে এখন মৃত্যুর সাথে লড়ছে ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় । তার অবস্থা আশংকাজনক । আহত আনোয়ার হোসেন সদরের এরুলিয়া এরুলিয়া এলাকায় জবেদ আলীর পুত্র ।

বিষয়টি নিশ্চিৎ করে ছিলিমপুর ফাঁড়ী পুলিশের ইনচার্জ টিএসআই আজিজ মন্ডল সংবাদ সংস্থা কে জানান, আনোয়ার হোসেন জেলা পরিষদের একটি কাজ করার সময় অসাবধানতা বস্বত পাশের উচ্চ ক্ষমতা সমপন্ন বিদু্যূৎ সঞ্চালন তারের সংস্পর্শে চলে যান ।

এতে করে তার গোটা শরীর ঝলছে যায় । পরে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

হাসপাতালের একটি সূত্রে বলা যে , উচ্চ ক্ষমতা সমপন্ন বিদ্যুৎ সঞ্চলন তারের সাথে সংস্পর্শে তার শরীরের প্রায় ৮০শতাংশ জায়গা পুড়ে গেছে । সূত্র -এফএনএস

হিন্দু ধর্ম ত্যাগ করে চার সদস্যর ইসলাম ধর্ম গ্রহণ

অনলাইন ডেক্স : বরিশাল জেলার উজিরপুর পৌর এলাকার একটি পরিবারের চার সদস্যর সকলেই সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

হিন্দু ধর্ম ত্যাগ করে চার সদস্যর ইসলাম ধর্ম গ্রহণ

তারা হলেন, পৌর এলাকার ৫নং ওয়ার্ডের নিত্যানন্দ গুহের পুত্র উজ্জ্বল গুহ (৩৫) বর্তমান নাম মোঃ আবদুর রহমান ও তার স্ত্রী শিল্পী রানী দাস (২৮) 

বর্তমান নাম ফাতেমা বেগম, পুত্র সান গুহ (৭) বর্তমান নাম মোঃ হাসান, প্রান্ত গুহ (১) বর্তমান নাম মোঃ হোসাইন। 

পূর্বের নাম ও ধর্ম ত্যাগের পাশাপাশি নওমুসলিম আবদুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পিতা-মাতাসহ পৈত্রিক ভিটেবাড়ি ছেড়ে সকল আত্মীয় স্বজনদের সাথে সম্পূর্নরূপে যোগাযোগ বিছিন্ন করে দিয়েছেন। 

সূত্রমতে, বেশ কয়েক বছর ধরে উজ্জ্বল গুহ বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে শুরু করে। 

একপর্যায়ে সে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী বরিশাল ভাটিখানা আব্দুর রাজ্জাকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মইনুল ইসলামের মাধ্যমে কালিমা পাঠ করে এবং 

একই বছরের ৩০ আগস্ট বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সনাতন (হিন্দু) ধর্ম ও নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করে। 

এর কিছুদিন পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে একইভাবে নওমুসলিম আবদুর রহমানের স্ত্রী ও তার দুই সন্তান সনাতন (হিন্দু) ধর্ম ও নাম পরিবর্তন করে ইসলাম গ্রহন করেন। 

তবে বিষয়টি এতোদিন বিভিন্ন কারনে গোপন রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছেন নওমুসলিম মোঃ আবদুর রহমান। 

তিনি বলেন, ইসলাম গ্রহণ করে আমি অনেক সুখ ও শান্তিতে আছি। সঠিকভাবে যেন ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন মেনে চলতে পারি তার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। 

ওই পরিবারটি ইসলাম ধর্ম গ্রহণ করায় উজিরপুরের ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 

পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সুত্্র : এফএনএস

Saturday, February 24, 2018

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

ফলোআপঃ বগুড়ার গোকুলে  রাম দায়ের কোপে নিহত সেচ্ছাসেবক দল নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ 

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ছ'মিল বন্দরে যুবদল ও সেচ্ছাসেবক দলের দলীয় কোন্দলে প্রতিপক্ষের রাম দা'য়ের কোপে নিহত 

ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সনি'র জানাযার নামাজ শনিবার বাদ আছর গোকুল মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

জানাযার নামাজে অংশ গ্রহন করেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, 

জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইমুম ইসলাম, 

সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক শফিকুল ইসলাম শফিক,ছাত্রনেতা নাহিদ,যুবনেতা বুলু মিয়া,

সাংবাদিক এস আই সুমন সহ মরহুমের আত্নীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীবৃন্দ ও এলাকার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। 

জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু মরহুম সনি'র আত্নার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান,

সেই সাথে সনি'র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।