Sunday, February 25, 2018

বগুড়ায় শ্রমিকের বিদ্যুত তারের সংস্পর্শে ঝলসে গেলো শরীর

বগুড়ায় উচ্চ ক্ষমতা সমপন্ন বিদ্যুৎ তারের সংস্পর্শে এক শ্রমিকের গোটা শরীর ঝলছে গেছে।

বগুড়ায় শ্রমিকের বিদ্যুত তারের সংস্পর্শে ঝলসে গেলো শরীর

বগুড়ায় নির্মান কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫)নামের এক শ্রমিক হাসপাতালে এখন মৃত্যুর সাথে লড়ছে ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া এলাকায় । তার অবস্থা আশংকাজনক । আহত আনোয়ার হোসেন সদরের এরুলিয়া এরুলিয়া এলাকায় জবেদ আলীর পুত্র ।

বিষয়টি নিশ্চিৎ করে ছিলিমপুর ফাঁড়ী পুলিশের ইনচার্জ টিএসআই আজিজ মন্ডল সংবাদ সংস্থা কে জানান, আনোয়ার হোসেন জেলা পরিষদের একটি কাজ করার সময় অসাবধানতা বস্বত পাশের উচ্চ ক্ষমতা সমপন্ন বিদু্যূৎ সঞ্চালন তারের সংস্পর্শে চলে যান ।

এতে করে তার গোটা শরীর ঝলছে যায় । পরে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

হাসপাতালের একটি সূত্রে বলা যে , উচ্চ ক্ষমতা সমপন্ন বিদ্যুৎ সঞ্চলন তারের সাথে সংস্পর্শে তার শরীরের প্রায় ৮০শতাংশ জায়গা পুড়ে গেছে । সূত্র -এফএনএস

No comments:

Post a Comment