Thursday, January 24, 2019

বগুড়া জলেশ্বরীতলায় “জিভে জল” রেষ্টুরেন্টের উদ্বোধন


বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত জলেশ্বরীতলায় সম্পূর্ন ভিন্নধমী আধুনিক সাজে পরিবার পরিজন নিয়ে রসনা বিলাস মেটানোর মনোমুগ্ধকর পরিবেশে সর্বোত্তম সেবা দেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে “জিভে জল” নামের নতুন একটি রেষ্টুরেন্ট । 


বুধবার (২৩ জানুয়ারি ) সন্ধ্যায় শহরের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে নতুন রেষ্টুরেন্ট “জিভে জল “ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মাসুদুর রহমান মিলন ।

এর আগে “জিভে জল” এর ব্যবস্থাপণা পরিচালক ইসতিয়াক হায়দার এর পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্নেল (অবঃ) ফতেহ আলম ইবনে তাবিব । বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, সাবেক সাংসদ নূরুল ইসলাম ওমর , জ্বলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা সহ প্রমুখ । 
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন উল্লেখযোগ্য দিক সম্পর্কে অতিতিদেও অবহিত করেন “জিভে জল” এর ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক হায়দার, ক্রিয়েটিভ ডিরেক্টর হিল্লোল তৌহিদ, পরিচালকবৃন্দেও মধ্যে মমতা আলম, মিথিলা নাহিদ , মোঃ মঞ্জুর মোর্শেদ ও আজমি আকতার ।
“জিভে জল” এর চেয়ারম্যান কর্নেল (অবঃ) ফতেহ আলম ইবনে তাবিব জানান, বগুড়ায় অনেক রেষ্টুরেন্টের ভেিড় এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রমি পরিবেশ এবং খাবারের মেন্যুতে ভিন্নতা নিয়ে আসবে । বিশেষ করে এই রেষ্টুরেন্টে কাবাব , বিভিন্ন ধরনের নান সহ ভিন্ন ভিন্ন স্বাদের মানসম্মত রুচিমীল দেশী বিদেমি কাবার গ্রাহকদেও সরবরাহ করবে । সেইসাথে হোম ডেলিভারি সার্ভিস থাকবে । 
এককথায় রাজধানী ঢাকা সহ দেশ বিদেশের বড় বড় শহরের রেষ্টুরেন্টের খাবারের স্বাদ বগুড়াতেই ঘরে বসেই গ্রহণ করতে পারবেন ইচ্ছে করলেই । জিভে জল সেই সুযোগটি করে দিতেই যাত্রা শুরু করলো ।
ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক হায়দার জানান, গ্রাহকদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার পরিবেশনের নিশ্চয়তা দিয়ে যাত্রা শুরু করা এই রেষ্টুরেন্টের রান্নাঘরটি উন্মুক্ত রাখা হয়েছে । যাতে করে যে কোন গ্রাহক তার খাবারটি কোন পরিবেশে তেরি হচ্ছে সেটি পর্যবেক্ষণ করতে পারেন । সেইসাথে থাকছে একঝাঁক দক্ষ কর্মি , যারা গ্রাহকের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কাজ করবে । 
জিভে জল রেষ্টেুরেন্টে একবার যিনি আসবেন , খাবার খাবার পর সত্যিই তার জিভে যেন জল লেগে থাকে পুনরায় আসবার জন্য এমটিই নিশ্চিত করার ইচ্ছে রয়েছে কর্তৃপক্ষের ।

নন্দীগ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া উত্তর ডটকম (ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় নাহিদ আকতার সুমন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার ওমরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। গত বুধবার রাতে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 






স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে নাহিদ আকতার সুমনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সুমনের আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে ৫ম শ্রেণির দুই ছাত্র গ্রেফতার

বগুড়া উত্তর ডটকম: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নয় বছর বয়সী এক বাক প্রতিবন্ধীকে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।




এ ঘটনায় সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতার হলেন, সদর উপজেলার মনিরামপুর গ্রামের দুলালের ছেলে আবির হাসান আশিক (১০) ও একই গ্রামের আশাদুলের ছেলে সিহাব ওরফে সৌরভ (১১)। তারা দুজনই একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।

ধর্ষিতার মায়ের অভিযোগ, রোববার বিকেলে তার নয় বছর বয়সী বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গুদাম ঘরে নিয়ে যায় অভিযুক্ত আশিক ও সৌরভ। সেখানে নিয়ে গিয়ে ওই শিশুকে পাশবিক নির্যাতন করে তারা। পরে ওই শিশু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারকে জানালে পরিবারের লোকজন রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হানিফ বাসের ধাক্কায় মেডিকেলের চিকিৎসক নিহত




আবারও এক চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। তিনি প্রান্তিক দুর্গত জনপদে অসহায় মানুষকে সেবা দিতেন। সেই কাজ করে বাসায় ফিরছিলেন। কিন্তু ঘাতক হানিফের বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। ঘটেছে অকাল প্রয়াণ। তার নাম ডা. জোবিদুল হক ফাহাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

তরুণ এই চিকিৎসক প্রাণ দিলেন মানবতার কর্তব্য করে। কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে মটর সাইকেলে ফেরার পথে হানিফ বাসের ধাক্কায় নিহত হন। নিহত ডা. জোবিদুল হক ফাহাদ (২৭) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন। 

বুধবার রাত পৌনে ১০ টার দিকে সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান জানান। তিনি বলেন, ফরহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ফিরছিলেন। 

তিনি হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই রুটে চলাচলকারী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে সেটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

হিরো আলম সুস্থ আছে, মৃত্যুর গুজব ছাড়বেন না

আপনিও যেকোন মুহুর্তে অসুস্থ হতে পারেন, তাই বলে জীবিত মানুষকে ইন্তেকাল দেখিয়ে মিথ্যা গুজব কেন ?
হিরো আলম সুস্থ আছে, ভালো আছে।
- - - -



সোমবার (২১ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান ও নবনির্বাচিত কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিরো আলমকে ফুলেল সংবর্ধনা দেয় সংগঠনের ঢাকা মহানগর মিরপুর জোন কমিটির নেতৃবৃন্দ। এরপর সংগঠনের অর্ধশত নেতৃবৃন্দ সহ হিরো আলম ঘুরতে যায় সংসদ ভবনের পাশেই নব থিয়েটারে।

নব থিয়েটারে প্রবেশের আগেই হিরো আলমের শতশত ভক্ত ছুটে আসে। হিরো আলমের অসংখ্য ভক্তরা ছবি তুলতেছিল। এসময় হঠাতই হিরো আলম অসুস্থ হয়ে পড়ে, সেখানে আমিও ছিলাম।।

সেখান থেকে উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় হিরো আলমকে অচেতন অবস্থায় আল রাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালের ডাক্তারের রেফার করলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকেও রেফার করা হয় অন্য হাসপাতালে।

পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হিরো আলমকে ভর্তি করা হয়। সাথে সাথে ডাক্তারো যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং হিরো আলম খুব দ্রুত সুস্থ হয়। হিরো আলমের পাশে থেকে সব ধরণের সহযোগিতা করেছেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ। হিরো আলমের জ্ঞান ফেরা পর্যন্ত সবাই সেখানে উপস্থিত ছিল। হিরো আলম বাসায় ফিরেছে, বর্তমানে সে সুস্থ আছে, ভালো আছে।

এটাই ছিল ওই দিনের বাস্তব সত্য ঘটনা। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো ‘হিরো আলম মারা গেছে’, হিরো আলমকে হত্যা’, হিরো আলমের হত্যার বিচার চাই’,। এরকম মিথ্যা বানোয়াট কথাবার্তা  খুবই দুঃখজনক। আপনিও যেকোন মুহুর্তে অসুস্থ হতে পারেন, তাই বলে জীবিত মানুষকে ইন্তেকাল দেখিয়ে মিথ্যা গুজব কেন ?

Wednesday, January 23, 2019

নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ - মির্জা ফখরুল ইসলাম

বগুড়ায় মীর্জা ফখরুল ইসলাম – ৩০ ডিসেম্বর দেশে প্রকৃত পক্ষে দেশে কোন নির্বাচনই হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন






বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বর দেশে প্রকৃত পক্ষে দেশে কোন নির্বাচনই হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচন আমরা সম্পুর্ণরুপে প্রত্যাক্ষান করেছি। 

বগুড়ার কয়েকটি আসনের নির্বাচন ই পাল্টিয়ে ফেলা হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়। এই নির্বাচন বাতিল করতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না। 

এই সরকার বিশ্বাস করে যে করেই হোক ক্ষমতায় বসতে হবে। আমাদের অনেকগুলো কাজের মধ্যে আছে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা, দেশের নেতাকর্মীদের হামলা মামলা থেকে রক্ষা করা। সেই সাথে গণতন্ত্রকে বজায় রাখা। আমাদের ঐক্যবদ্ধ ই থাকতে হবে। 

বুধবার দুপুরে ঢাকা যাওয়ার পথে বগুড়ার হোটেল মম ইন-এ যাত্রা বিরতীকালে সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের পরিচালনায় আযোজিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সভাপতি পৌর মেয়র এ্যাডঃ মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জি এম সিরাজ, রেজাউল করিম বাদশা, মাহবুব উল শাহীন, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, আব্দুল খালেকসহ সিনিয়র নেতৃবৃন্দ।শুভেচ্ছা সভায় মীর্জা ফখরুল বলেন, দেশে এখন এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশের গণতন্ত্র প্রিয় মানুষ , মন খুলে কথা পর্যন্ত বলতে পারছেনা। 

নির্বাচনের আগে সারাদেশে দলের নেতা কর্মিদের ওপর যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন হয়েছে, নির্বাচনের পরও তা’ অব্যাহত রয়েছে। মীর্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।



নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ - মির্জা ফখরুল ইসলাম

প্রতিদিন তাজা নিউজ পেতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ

প্রতিদিন  বস্তুনিষ্ঠ খবর দেখতে ভিজিট করুন :
http://www.bogurauttor.com


Like comment share

#Bogurauttor
#bogurauttorTv
#Bogurauttor.com

সোনাতলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

বগুড়া উত্তর ডটকম (মোশাররফ হোসেন, সোনাতলা  সংবাদদাতাঃ  বগুড়ার সোনাতলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রাজ্জাক পিন্টু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোনাতলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

থানার এসআই কামাল পারভেজ জানান মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাঁসরাজ গ্রামের আনসার গাড়িয়ালের বাড়ির পাশে রাস্তার ওপর বটগাছের নীচ থেকে চাল ভর্তি একটি বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ পিন্টুকে আটক করা হয়। 

তিনি আরো জানান ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারা মোতাবেক আটককৃত পিন্টুর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানো হয়েছে। সে সোনাতলা উপজেলার ভিকনেরপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দিন বেপারীর ছেলে। বস্তার চালগুলো থানায় জব্দ করে রাখা হয়েছে।

সারিয়াকান্দিরতে ৩টি বসতবাড়িতে আগুন

বগুড়া, বগুড়া সংবাদ, bogura news, bogra news, bograsangbad, sonatola news, sariyakandiya news,


বগুড়া উত্তর ডটকম: রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া এলাকায় তিনটি বসতবাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসনাপাড়া গ্রামের সফিকুল ইসলামের বসতবাড়িতে আগুন লাগে। আগুন ক্রেমেই ছড়িয়ে পড়লে আশে পাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে অনুমানিক ৩ লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিলো বলে জানাগেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে এলাকাবাসী পানি দিয়ে দীর্ঘ সময় পরে আগুন নেভাতে সক্ষম হওয়ার পর গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে ঘটনাস্থলে আসেনি সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কোন ইউনিট।