আবারও এক চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু। তিনি প্রান্তিক দুর্গত জনপদে অসহায় মানুষকে সেবা দিতেন। সেই কাজ করে বাসায় ফিরছিলেন। কিন্তু ঘাতক হানিফের বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। ঘটেছে অকাল প্রয়াণ। তার নাম ডা. জোবিদুল হক ফাহাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ ৫৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তরুণ এই চিকিৎসক প্রাণ দিলেন মানবতার কর্তব্য করে। কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে মটর সাইকেলে ফেরার পথে হানিফ বাসের ধাক্কায় নিহত হন। নিহত ডা. জোবিদুল হক ফাহাদ (২৭) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান জানান। তিনি বলেন, ফরহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ফিরছিলেন।
তিনি হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই রুটে চলাচলকারী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে সেটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
No comments:
Post a Comment