বগুড়া উত্তর ডটকম (মোশাররফ হোসেন, সোনাতলা সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রাজ্জাক পিন্টু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানার এসআই কামাল পারভেজ জানান মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাঁসরাজ গ্রামের আনসার গাড়িয়ালের বাড়ির পাশে রাস্তার ওপর বটগাছের নীচ থেকে চাল ভর্তি একটি বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ পিন্টুকে আটক করা হয়।
তিনি আরো জানান ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারা মোতাবেক আটককৃত পিন্টুর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানো হয়েছে। সে সোনাতলা উপজেলার ভিকনেরপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দিন বেপারীর ছেলে। বস্তার চালগুলো থানায় জব্দ করে রাখা হয়েছে।
No comments:
Post a Comment