Wednesday, January 23, 2019

সারিয়াকান্দিরতে ৩টি বসতবাড়িতে আগুন

বগুড়া, বগুড়া সংবাদ, bogura news, bogra news, bograsangbad, sonatola news, sariyakandiya news,


বগুড়া উত্তর ডটকম: রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া এলাকায় তিনটি বসতবাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাসনাপাড়া গ্রামের সফিকুল ইসলামের বসতবাড়িতে আগুন লাগে। আগুন ক্রেমেই ছড়িয়ে পড়লে আশে পাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে অনুমানিক ৩ লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিলো বলে জানাগেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে এলাকাবাসী পানি দিয়ে দীর্ঘ সময় পরে আগুন নেভাতে সক্ষম হওয়ার পর গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে ঘটনাস্থলে আসেনি সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কোন ইউনিট।

No comments:

Post a Comment