Wednesday, January 23, 2019

নতুন রুপে এলো মেসেঞ্জার



ছবি- ফেইসবুক
নতুন নকশায় আনা হয়েছে ফেইসবুক মেসেঞ্জার। গত বছর মে মাসেই ফেইসবুকের এফ৮ ডেভেলপার সম্মেলনে এই আপডেটটি আনার ঘোষণা দেওয়া হয়েছিল।

ঘোষণার পর আপডেটটি আনতে অনেকটাই সময় নিয়েছে ফেইসবুক। এবার আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের কাছে আপডেট পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়েছে।

চ্যাটিং আরও সহজ করতেই নতুন করে নকশা করা হয়েছে মেসেঞ্জার। এবার নকশায় বার্তাগুলোকে আবারও সামনে এবং মাঝখানের দিকে আনা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
গত অক্টোবর মাসেই এটি উন্মুক্ত করা শুরু করে ফেইসবুক। কিন্তু সেটি করা হয় শুধু ফেইসবুকের ‘পোর্টাল’ ভিডিও চ্যাটিং ডিভাইসের জন্য।
নতুন নকশায় লক্ষ্যণীয় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো- আগের নয়টি ট্যাবকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে যাতে ইন্টারফেইসটি দেখতে পরিচ্ছন্ন লাগে।
আগের মতোই সব ফিচার রাখা হয়েছে। কিন্তু এবারে বেশিরভাগ ফিচারই ‘ফোর-ডট’ আইকনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ গেইম, বট এবং রিমাইন্ডারের মতো ফিচারগুলো এখন আর সামনে দেখা যাবে না।

No comments:

Post a Comment