Monday, January 7, 2019
শিবগঞ্জে গভীর নলকুপে সংযোগ নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন আহত
বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার
বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার
গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।
এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে।
এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Friday, January 4, 2019
বগুড়ার মহাস্থানে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ১
বগুড়ার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।
পরে বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিএডি নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত ১৫জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে।
এদের মধ্যে গোকুল ইউনিয়নের মেড় এলাকার বাসিন্দা অটো-ভ্যানচালক বুলু মিয়া (৫৫) এর অবস্থা আশংকাজনক। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সার্জেন্ট ফিরোজ আহম্মেদ জানান, দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। কারণ নিশ্চিত করে ব্যবস্থা নেওয়া হবে।
Sunday, December 9, 2018
সরকারি আজিজুল হক কলেজে রোকেয়া দিবস পালন
Saturday, December 8, 2018
বগুড়ায় শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব শীর্ষ নেতা
রাজনীতি আপিলেও বাতিল খালেদার মনোনয়নপত্র
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর করা হবে প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর হবে একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।