Saturday, November 17, 2018

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটে জঙ্গি স্টাইলে অফিস ভাংচুর, লুটপাট, মারপিট, মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের হোতা মোফাজ্জল হোসেন রঞ্জু ও ফেরদৌস আলম ফটুসহ অপরাধীদের গ্রেফতারের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১ টায় মার্কেটের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইতিপুর্বে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা সাধারণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। রঞ্জু ও ফটু বিএনপি-জামায়াতের অর্থযোগানদাতা। ইতিপূর্বে বগুড়ায় ঘটে যাওয়া অধিকাংশ নাশকতায় তারা অর্থযোগান দিয়েছে। আমাদের ধারণা তারা নিষিদ্ধ ঘোষিত কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। 

জনশ্রুতি রয়েছে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়া ও ফেরদৌস আলম ফটু রাজশাহী বিশ্ববদ্যালয়ের শিক্ষক জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত আসাদুল্লাহ গালিবকে নিয়মিত অর্থ যোগান দেয়। যা মার্কেট মালিকের কর্মচারিদের জিজ্ঞাসাবাদে সত্য ঘটনা বেরিয়ে আসবে। এ সংক্রান্ত একাধিক জিডি বগুড়া সদর থানায় করা রয়েছে। 

এসব সমাজ বিরোধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয়।

দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী ও কর্মচারি স্বার্থসংরক্ষন পরিষদের আহবায়ক সায়েদুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নূরুল ইসলাম নূরু, হাসান হামিদুর রহমান রাজু, রাশেদ খন্দকার চপল, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক পিন্টু, আব্দুর রাজ্জাক (অঙ্গভূষন), আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম রুমন, ফরহাদ হোসেন, লুটু, আজাদ, শহীদ, রিয়াল, সুলতান, সাজু, রফিক, শাহাদত, কর্মচারী নেতা ইসরাইল, স্বপন, ফেরদৌস, হেলাল, সমির দত্ত, মেহেদী, রাব্বি, গোপাল, বাবলা, আমিন, বিমান, জামরুল প্রমুখ।


 আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধিঃ রশিদুর রহমান রানা:  বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি কালে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ ডাকাত সদস্য আটক।শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটকজানা যায়, গতকাল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান-১, এসআই (নিঃ)

মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ খান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ ফোর্স সহ   শিবগঞ্জ আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের পশ্চিম পাশে কোয়াটার মাইল দুরে খুলুপুকুর নামক স্থান জনৈক মোঃ শামসুল হক এর পুকুর পারে ১২/১৩ জনের একটি ডাকাত দল সমবেত হইয়া পুকুর পারে বসিয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের শলাপরামর্শ করাকালীন  সময় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শিবগঞ্জ থানার আতাহার উত্তরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম এর পুত্র  মোঃ জাকারিয়া (৩৮),  একই গ্রামের আমিরুল ইসলাম এর পুত্র মোঃ নুর নবী (২৫), মৃত: গিয়াছ উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ মাসুদ রানা  আব্দুর রহিম, আতাহার দক্ষিণপাড়া গ্রামের পিতা-মৃত রহিম উদ্দিন, এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫০), আটমূল পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল কাজী এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (৩৫), নান্দুরা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আঃ খালেকমোশারফ হোসেন (৩৫), কুড়াহার আয়নাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিন প্রাং পুত্র মোঃ বাচ্চু প্রামানিক (৫০) কে আটক করে ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকৃতরা ডাকাত দলের সদস্য। তারা গরু চুরি সহ রোড ডাকাত করে  থাকে।


আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ১০ লাখ টাকা দাবী করে না পেয়ে ম্যনেজারকে মারপিট করে হামলা চালিয়ে ভাংচূর করে নগদ সাড়ে ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাটনার পাড়ার মৃত আলহাজ্ব শেখ সরিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ দেলওয়ারা বেগম তার মামলায় উল্লেখ করেন, কাটনার পাড়ার টিন পট্টির মৃতঃ মোছলেহ উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন ওরফে ধলা মিয়া (৫০), জেল খানা মোড়ের মৃতঃ তবিবর রহমানের পুত্র ফেরদৌস আলম ফটু (৫২), কাটনার পাড়ার সনজিব এর স্ত্রী মোছাঃ আমেনা বেগমম (৪৪), কাটনার পাড়ার আবুল হোসেন খোকনের স্ত্রী বিলকিস খাতুন (৪২), কাটনার পাড়া টিনপট্টির মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার স্ত্রী শান্তনা বেগম (৪০) সহ, অজ্ঞাত নামা ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, তার মালিকাধীন নবাববাড়ী রোডস্থ দেলওয়ালা শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫মতলায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অফিস রয়েছে। 

আসামী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়া ও আমেনা বেগম বাদীর নিয়োগ কৃত ম্যানাজার তৌহিদুল ইসলামের কাছে ১৩ নভেম্বর বিকাল ৫ টায় ১০ লক্ষ টাকা দাবী করে বলে ১ ঘন্টার মধ্যে টাকা পৌঁছি না দিলে পরিস্থিতি খুব খারাপ হবে, ম্যানেজার বিষয়টি বাদীকে জানালে বাদী ম্যানাজারকে বিবাদীগণকে টাকা দিতে নিষেধ করে। 

বিবাদীগণকে টাকা দিতে অস্বীকার করায় উল্লেখিত বিবাদীরা হাতে লাঠি সোটা নিয়ে বেআইনী জনতায় পূর্ব পরিকল্পিত মোতাবেক অজ্ঞাত নামা ৪-৫ জন গত বুধবার রাত সাড়ে ৯ টায় অনধিকার ভাবে ম্যানেজারের অফিস কক্ষে প্রবেশ করে পূর্বের দাবী কৃত টাকার জন্য গালি গালাজ করে এবং বিবাদীগণ ম্যানাজার তৌহিদুল ইসলামকে এলোপাথারী ভাবে কিল ঘুষি ও চর থাপ্পর মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম করে। 

এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি সোটা দ্বারা অফিসের চেয়ার, ফুলদানী ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। ম্যানাজারকে ভয়ভীতি প্রদর্শন করে ক্যাশ টেবিলের ড্রয়ার হতে সাড়ে ৭ লক্ষ টাকা ও অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজ পত্রাদি জোর পূর্বক বের করে নিয়ে যায়। 

বিবাদীগণ যাওয়ার সময় হুমকি দিয়ে ম্যানাজারকে বলে ১৫ নভেম্বর রাত্রি ৯ টায় মধ্যে ২০ লক্ষ টাকা না দিলে আমাকে ও আমার বাড়ীতে থাকা জামাই আনোয়ার হোসেন রানা ও মেয়ে আকিলা সরিফা সুলতানা খানমকে খুন করে দাবীকৃত টাকা আদায়সহ বাদীর মালিকাধীন সরিফ বিড়ি ফ্যাক্টরী, সরিফ সিএনজি ফিলিং স্টেশন, জোর পূর্বক দখল করবে মর্মে হুমকি প্রদান করে। 

বাদী মামলায় আরো উল্লেখ করেন এই বৃদ্ধ বয়সে তাকে আসামীগণ পরস্পর যোগসাজসে আমাকে মানসিক ভাবে বিপদগ্রস্থ ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে। 

উল্লেখ্য ইতিপূর্বে উক্ত মার্কেটের একাধিক ব্যবসায়ী ১ নং বিবাদী মোফাজ্জল হোসেন রঞ্জু ধলা মিয়ার বিরুদ্ধে সদর তানায় জিডি করেন।


 আরো খবর পড়ুনঃ

 >>>> বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>> ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

 >>> বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Friday, November 16, 2018

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম

ভাড়া করা পতিতাকে নিয়ে বিরোধের কারণেই টেক্সটাইল ডিপ্লোমার ছাত্র নাইম ইসলামকে গলাকেটে হত্যা করে তার বন্ধুরা। লাশ কেউ যেন চিনতে না পারে সেজন্যই পলিথিনের বস্তায় ভড়ে আগুনে পোড়ানো হয়। আর নিজেদেরকে আড়াল করতে তিন বন্ধু মিলে থানায় জিডি করতে যায়।

এ ঘটনায় থানায় জিডি করতে যাওয়া তিন বন্ধু ছাড়াও ছাত্রলীগ নেতাসহ আরও দুইজনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

আটককৃত ছাত্রলীগ নেতা অনন্ত শ্রাবণ বিশু সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আরেক জন নিহত নাইমের বন্ধু সাব্বির। বৃহস্পতিবার গভীর রাতে বিশুর বাড়িতেই নাইমকে গলাকেটে হত্যার পর পাশে কালি মন্দিরের পেছনে লাশ পোড়ানো হয়।

সারিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সকালে অজ্ঞাত হিসেবে নাইমের লাশ উদ্ধারের পর তার তিন বন্ধু মনির, অন্তর ও বাবু থানায় জিডি করতে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে তারা থানায় গিয়ে পুলিশকে জানায় বন্ধু নাইম তাদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে এসে নিখোঁজ হয়।

শুক্রবার সকালে থানায় যাওয়া তিন বন্ধুর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। এরই মধ্যে নাইমের মা নাজমা বেগম থানায় গিয়ে পোড়া লাশের পা দেখে তা শনাক্ত করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বন্ধুরা গলাকেটে হত্যা এবং লাশ পোড়ানোর কাহিনী বর্ণনা করে।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তিন বন্ধু বলেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাইমসহ চার বন্ধু সারিয়াকান্দিতে বেড়াতে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের আরেক বন্ধু সাব্বির মহাস্থান থেকে এক পতিতাকে ভাড়া করে নিয়ে যায়।

তারা সবাই মিলে সারাদিন যমুনা নদীতে বেড়ানোর পর সারিয়াকান্দি বাজারে তাদের আরেক বন্ধু ছাত্রলীগ নেতা বিশুর বাড়িতে যায়। সেখানে পতিতাকে নিয়ে বিরোধ দেখা দিলে চার বন্ধু নাইমের হাত-পা বাঁধে এবং বিশু গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

এরপর লাশ যেন কেউ চিনতে না পারে সেই উদ্দেশে বিশুর বাড়ির পাশে কালি মন্দিরের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে পলিথিনের বস্তায় ভড়ে আগুন দিয়ে পোড়ায়। সেই সঙ্গে নিজেদেরকে আড়াল করতে থানায় বন্ধু নাইম নিখোঁজ হয়েছে মর্মে জিডি করতে যায়।

উল্লেখ্য, খুনের শিকার নাইম ইসলাম (২২) গাবতলী থানার মড়িয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে এবং বগুড়া বিআইআইটি নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আটককৃত তার বন্ধুরাও একই প্রতিষ্ঠানের ছাত্র।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হবে।


এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা



বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে বেসরকারি পলিটেকনিক্যাল “বগুড়া ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি” (বিট) কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শাখার চতুর্থ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) কে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি থানা পুুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

 বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গোলা কেটে হত্যা

নিহত নাঈম গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। এ ব্যপাপারে ৫বন্ধুকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তাকে নিসংশভাবে হত্যা করে সারিয়াকান্দি মাছ বাজার ও কালি মন্দিরের পূর্ব পার্শ্বে নিরঞ্জন শাহার গোয়াল ঘরের গলিতে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে নিহতের মা খবর পেয়ে সেখানে পৌঁছে তার ছেলেককে শনাক্ত করে।  

নিহতের মা নাজমা বেগম সংবাদিকদের জানান, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় নাঈমের এক বন্ধু নাঈমকে ফোন করলে নাঈম মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে সে আর বাড়ী ফিরেনি। রাতে নাঈমের কয়েক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমরা বিশ্বাস তাঁর বন্ধুরাই তাকে নিসংশভাবে হত্যার পর আগুন লাগিয়ে পুড়িয়েছে। আমি এর সর্বচ্চ শাস্তি চাই। আপনার প্রতিষ্ঠান/পণ্যের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন এখানে  অথবা এখানে

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, নাঈমের মায়ের দেওয়া অভিযোগে তার ৫বন্ধুকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর  তাদের কাছ থেকে ঘটনার সত্যতা বেড়িয়ে আসলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে। বেলা ১২টায় রিপোর্ট লেখার আগ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

এই নিউজ সম্পর্কে আপনার মতামত দিতে নিচে কমেন্ট  করুন: 

এই বিভাগের আরো খবর:
পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
   

আরো খবর পড়তে ক্লিক করুন:  এখানে

নৌকায় উঠছে ১৬ দল, ধানের শীষে ১১

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ‘নৌকা’ ও বিএনপি নেতৃত্বাধীন জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছে।


সর্বশেষ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১৬টি। এর মধ্যে আটটি দল নিবন্ধিত। আর বিএনপি নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১১টি।

গত ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবে জোটভুক্ত এমন ১৫টি দলের নাম নির্বাচন কমিশনকে জানানো হয়। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১৫টি দল হচ্ছে—জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (বাসদের অনিবন্ধিত অংশ), জাতীয় পার্টি (জেপি মঞ্জু), ইসলামী ফ্রন্ট ( বাহাদুর শাহ), বাংলাদেশ জাসদ (আম্বিয়া), কৃষক শ্রমিক পার্টি ও তৃণমূল বিএনপি (হুদা)। 

এদিকে, গত ১১ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটের ময়দানে লড়বে। তখন তালিকায় আটটি দলের নাম দেওয়া হয়েছিল। 

এরপর গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের এক সভায় সিদ্ধান্ত হয়, ফ্রন্টের দলগুলোও অভিন্ন প্রতীক নিয়ে আগামী নির্বাচনে লড়াই করবে। 

তখন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়াই করবে এমন আরো তিনটি দলের নাম তালিকায় যুক্ত করা হয়। ফলে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১-তে। পরে গতকালই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়। 

‘ধানের শীষ’ প্রতীকে যে দলগুলো লড়াই করবে সেগুলো হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম—বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ।


আরো খবর পড়ুনঃ>>

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী 

 

আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

 

নির্বাচনে যাচ্ছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট

 

নির্বাচন করছেন না সাকিব

 

 

 

Thursday, November 15, 2018

আগুন দেওয়া যুবককে ধরিয়েদিন : পুলিশ

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে ধরিয়ে দিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

বুধবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ফেসবুক পেজে অগ্নিসংযোগকারী যুবকের ছবি প্রকাশ করে পুলিশের বিশেষ এই ইউনিটটি।  

বুধবার রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘নাগরিকদের অনুরোধ করছি, যে আগুন দিয়েছে তার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে। কেননা এ ধরনের অপরাধী সমাজের জন্য ক্ষতিকর। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ 

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য গণমাধ্যম প্রকাশ হয়। সেখানে দেখা যায়, হেলমেট পরা কালো রঙের শার্ট গায়ে এক যুবক একটি চেয়ার দিয়ে গাড়ির উপরে উঠে ভাঙচুর করছে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে গাড়িতে। 

এরপর ম্যাচ দিয়ে একজন আগুন ধরিয়ে দেয়। তাকে ধরে বা তথ্য দিতে পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের-০১৭১৩৩৭৩১৪৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

উল্লেখ্য, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী

আদমদীঘি প্রতিনিধি সাগর খান : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনে ধানের শীষ মার্কার মনোনয়ন পেতে ১০ জন নেতা ফরম সংগ্রহ করতে এখন ঢাকায়। 


সোমবার দলীয় মনোনয়ন সংগ্রহকারিদের মধ্যে আছেন সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাসুদা মোমিন ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বগুড়া-৩ আসনটি স্বাধীনতার পর থেকে বিএনপি’র জন্য বরাবরই ছিল উর্বর। ১৯৯১ইং থেকে ১৯৯৬ ইং এ আসনে আব্দুল মজিদ তালুকদার এবং তার মৃত্যুর পর ২০০১ ও ২০০৮ ইং সালে নির্বাচিত হন তার ছেলে আব্দুল মোমিন তালুকদার খোকা। 

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ মামলায় থাকায় আব্দুল মোমিন তালুকদার খোকা বর্তমানে পলাতক। ফলে তার বিকল্প হিসাবে তালুকদার পরিবার থেকে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নাম একক ভাবে শোনা গেলেও শেষ পযর্ন্ত খোকা তালুকদারের স্ত্রী’র নাম যুক্ত হল। 

এছাড়াও ধানের শীষের মনোনয়ন সংগ্রকারি হিসাবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, বগুড়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা হামিদুল হক হিরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মকলেছুর রহমান, আইনজীবী আতাউর রহমান মুক্তা, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ফিরোজ মোঃ কামরুল হাসান, জেলা শ্রমিক দলের উপদেষ্টা শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরি ওরফে আমের চৌধুরি, জেলা বিএনপি’র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও কেন্দ্রীয় নির্মান শ্রমিক দলের সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহম্মেদ।