Sunday, April 29, 2018

সকালেই নেমে এলো সন্ধ্যা

রাজধানী ঢাকায় সকাল বেলায় নেমে আসে সন্ধ্যা! কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। প্রায় ৩০ মিনিট পর সকাল ৯টায় কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা।

সকালেই নেমে এলো সন্ধ্যা 


ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ  জানান, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। সেই সঙ্গে বৃষ্টি। 
তিনি আরও জানান, রোববার সকালে প্রায় আধণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের আরও অনেক স্থানে বৃষ্টি হয়েছে। এরমধ্যে নেত্রকোণায় ৪৫ মিলিমিটার, ময়মনসিংহে ৪০ মিলিমিটার, নওগাঁর বদলগাছিতে ৩০ মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে ২৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি এবং সর্মনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১৯.৮ ডিগ্রি।

Tuesday, April 24, 2018

পরিবেশবাদী সংগঠন “তীর”এর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত

হাদিসুর রহমান ( কলেজ প্রতিনিধি ) ঃ “শিখো, কর, শেখাও, পরিবেশ-বাঁচাও” স্লোগানকে বুকে ধারণ করে পরিবেশবাদী সংগঠন “তীর” এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজকের বিষয় ছিল পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা।

পরিবেশবাদী সংগঠন “তীর”এর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত



পরিবেশবাদী সংগঠন “তীর”, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর আলোচনা সভায় উপস্তিত ছিলেন “তীর” এর সভাপতি মিজানুর রহমান , সাধারন সম্পাদক আরাফাত হোসেন, এছাড়াও সি পি এন টেক ইন্সিটিউট এর পরিচালক ও তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন।  

“তীর” এর সাধারন সম্পাদক আরাফাত হোসেন বলেন, “সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কে পাখিদের জন্য সংরক্ষিত এলাকা করতে চাই”। এছাড়াও তিনি পাখিদের বসবাসের জন্য কাঠের ও মাটির বাসা গাছে গাছে লাগানোর উদ্যোগ নেন, এবং অতি তারাতাতি পাখি শিকার রোধে সাইনবোর্ড লাগাবেন বলে ঘোষণা করেন। তিনি ছোটদের পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা দিতে স্কুলে স্কুলে গিয়ে তীর এর কর্মীদের আলোচনা করার আহ্বান জানান।  

“তীর” এর সভাপতি মিজানুর রহমান বলেন, “আমরা একদিন থাকবনা, তোমাদের কে এক হয়ে কাজ করতে হবে”। তিনি সৃতিকাতর হয়ে বলেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে তীর কে এতদূর আনতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে”।  

এছাড়াও উক্ত কর্মশালায় বক্তব্য দেন তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন, তিনি বলেন “পরিবেশ কে পরিচ্ছন্ন করার আগে আমাদের নিজেদের কে পরিচ্ছন্ন করতে হবে , স্মার্টনেস আনতে হবে”। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।  

পরিবেশবাদী সংগঠন “তীর” এর মিটিং শেষে অধ‍্যক্ষ্য মোঃ শাহজাহান আলী স্যার বলেন- “ক্যম্পাসে যারা গরু চড়ায় তাদের গরু সহ ধরে নিয়ে আসো, দোকানদারদের কলেজে ময়লা ফেলা বন্ধ কর কথা না শুনলে তাদের কলেজে ডুকতে দিবা না। এতে তোমাদের উপর যদি কোন আঘাত আসে তবে তার আগে আমাকে আঘাত করতে হবে। কলেজকে পরিচ্ছন্ন রাখতে আমি তোমাদের পাশে আছি।”  

কর্মশালায় উপস্থিত ছিলেন তৌফিক হাসান হিমু, মো. হাদিসুর রহমান , রাশেদুল, জাহিদ হাসান, আসিকুর, আল হাসিব , বরকত , বোরহান, আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।

Monday, April 23, 2018

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত

হাদিসুর রহমান, ( বগুড়া ) প্রতিনিধি :  ২৩ শে এপ্রিল ২০১৮  বিশ্ব ব্যাপি পালিত হয় "বই দিবস" তার’ই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত হয় ।  

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত


অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোফাজ্বল হোসেন ( মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি)  অনুষ্ঠান টি উপস্থাপনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আ,ন,ম এহসান আলী। সভাপতি সাহেব তাঁর বক্তবে বলেন, "বর্তমান সরকার শিক্ষার উপর যেভাবে কাজ করছেন এভাবে চললে কিছু দিনের মাঝেই বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে মাথা উচু করে দাড়াতে পারবে"।  

এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ।  এসময় বক্তব্য রাখেন গ্রীন ওয়ার্ল্ডের পরিচালক জনাব তৌফিক হাসান তিনি বলেন,  "বই একমাত্র জিনিস যা বর্তমান সমাজ কে ঠিক রাখতে পারে বর্তমান এই নেশার জগৎ কে দূরে সরে রাখতে পারে"  তাই বেশি বেশি বই পড়া সবার উচিৎ বলেই তিনি মনে করেন ।    

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  গ্রীন ওয়ার্ল্ডের উপ পরিচালক মাসুদ রানা জয়, মোঃ আবুজার, শাহীন মাহমুদ ভান্ডারী সহ  অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।    অনুষ্ঠানে এলাকার গুণীজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

Saturday, April 21, 2018

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

হাদিসুর রহমান  : বর্ণিল আয়োজনে বগুড়া, কাহালু উপজেলার ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান “ভালশুন উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে উৎসব অনুষ্ঠিত হয়েছে।       

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

এ উপলক্ষে শিক্ষার্থীদের পুনর্মিলনীর অয়োজন করেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০ টাই অনুষ্ঠানের উদ্বোধনী করেন অনুষ্ঠানের সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুরু হয়, এর পর  বর্ণিল আনন্দ শোভাযাত্রা,  স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল দিনভর। সবকিছু ছাপিয়ে এই আয়োজন রূপ নেয় নবীণ প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায়। শুক্রবার  সকালে স্কুল প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত হয় এই উৎসব।  

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গণ থেকে নতুন ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন যা শোভাযাত্রাটি ভালশুন বাজার হয়ে স্কুল মাঠে এসে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

বিদ্যালয়ের অভ্যন্তরে মূল মঞ্চ তৈরিসহ পুরো স্কুলকে বর্ণিল সাজে সাজিয়ে  স্কুলের ৭০ বছর পূর্তিকে স্মরণীয় করতে সবকিছুই করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবে স্কুলের ১৯৪৭ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  উৎসবে যোগ দেয়া সরকারি চাকুরীজীবী সহ বিভিন্ন স্থানে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের স্মৃতিকথা যেন ফুরোতেই চায় না। সবকিছু ছাপিয়ে এটি একটি মহামিলন মেলায় পরিণত হয়েছে। 


সেইস্কুল জীবনের সহপাঠীদর সাথে অনেকদিন পর প্রাণ খুলে কথা বলতে পারা, স্কুল জীবনের ওইসব মধুর দিনগুলো আজ যেন ফিরে এসেছে। প্রাণের টানে মায়ার বাঁধনে আজ আবার সবাই একসাথে মিলিত হতে পারার আনন্দটাই যেন আলাদা।  

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জান্নাতুন বাকী মিনু, স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন প্রাক্তন অধ্যক্ষ  মুজিবুর রহমান, মো: বেলাল হোসেন, শিক্ষা অফিসার, সোনাতলা, প্রাক্তন অধ্যক্ষ মো আবুল কালাম আজাদ, আনোয়ার ইসলাম, রব্বানী, জাহিদুল ইসলাম, হযরত আলী, মকবুল হোসেন, আঃ সাত্তার, আঃ রইস, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন,  সাজ্জাদুর রহমান, আশরাফুদ্দলা ( ডলার ) সহ অনেকেই।  উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ রহমান সহ বর্তমান ও প্রক্তন শিক্ষক বৃন্দ । 

এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল বারী মরিচ, জুলফিকার আলী সুইট,  মেসবাউল হক, শহিদুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম রানা, সহ অনেকেই ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুখস্মৃতির মধুময় মিলনমেলা শেষ হয় রাত ৮টায়।

Tuesday, April 17, 2018

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

মোঃ হাদিসুর রহমান  (বগুড়া ) প্রতিনিধি : ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" এই শ্লোগান কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১ টায়  সরকারি আজিজুল হক বগুড়া, এ কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: শাহজাহান আলী  (অধ্যক্ষ স:আ:হক কলেজ)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: ফজলুর হক উপধ্যক্ষ স: আ: হক কলেজ ।

সভাপতিত্ব করেন : প্রফেসর মো: আনোয়ারুল ইসলাম  সম্পাদক,  শিক্ষক পরিষদ,  স: আ: হক কলেজ বগুড়া। এ সময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন বক্তারা ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস" উপলক্ষে বক্তব্য প্রদান করেন।  অবশেষে সভাপতি মহোদয়ের বক্তব্য দিয়েই আলোচনা সভা শেষ হয়। 

Monday, April 16, 2018

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন

হাদিসুর রহমান  : বগুড়ার কাহালু উপজেলা “কল্যাপাড়া আনয়ারুল উলম ফাযিল মাদ্রাসা” হতে ২০১৭ সালের দাখিল পরীক্ষায় GPA-৫ সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন। ১ জন মেধা (Talent) এবং ২ জন সাধারনে, বৃত্তি প্রাপ্ত ছাত্ররাঃ

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন
মোঃ সাব্বরি আহমেদ (ট্যালেন্টপুল),
মোঃ মোস্তাকিম হোসাইন(সাধারণ),
মোঃ জাকারিয়া হোসেন (সাধারণ)।
উল্লেখ্য যে, মোঃ সাব্বির আহমেদ রাজশাহী বিভাগের মধ্যে ২য় স্থান অধিকার করে। এছাড়াও প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে পাশ করে বের হয়ে যাচ্ছে ।

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

এস আই সুমন মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়া সদরের গোকুল চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক বগুড়া সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু কর্তৃক ছাত্রীর নগ্ন ভিডিও ধারন আলোচিত সেই লম্পট শিক্ষক আজ সোমবার বগুড়া আদালতে সেচ্ছায় আত্ন সমর্ম্পন  করলে আদালত তাকে জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

ঐ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘ ২ বছর পূর্ব থেকে তার সাথে দৌহিক সম্পর্ক গড়ে তুলে লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু মোবাইলে নগ্ন  ভিডিও ধারণ করে রাখে। ভিডিওটি গত কয়েকদিন পূর্বে প্রকাশ পেলে  ৮ই এপ্রিল  রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা লম্পট বাবুর ফাঁসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা ৩০ মি: পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে।

সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ( ওসি)এমদাদ হোসেন, ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট শিক্ষক বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান, ছাত্রী মীম আক্তার, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশা মনির সাথে কথা বললে তারা জানান, লম্পট নারী লোভী হায়েনা লাইব্রেরীয়ান শিক্ষক ওমর ফারুক বাবুর ফাসী চাই। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান, বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে ভুক্ত ভোগী ঐ ছাত্রীর পিতা সরলপুর পশ্চিম পাড়া গ্রামের ডাবলু মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবরে লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছিলেন ।

এব্যাপারে সচেতন অভিভাবক মহল ও এলাকাবাসী অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়ে আসছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জোর প্রচেস্টা চালিয়ে আসছিলেন ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী ও অভিভাবক মহল ফুৃসে উঠছিলেন।

এ ঘটনায় জড়িত সেই লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু আজ সোমবার সেচ্ছায় বগুড়া আদালতে আত্ন সম্পর্পন করলে পুলিশ রিমান্ডের আবেদন করলে কোর্ট তাকে ২ দিনের রিমান্ডে দিয়ে  জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

এ ব্যাপারে সচেতন এলাকাবাসী ও অভিভাবক মহল লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবুর কঠোর শাস্তির দাবী জানান।

Sunday, April 15, 2018

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ মাটিডালী ক্রীড়া চক্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়।  শনিবার দুপুরে উক্ত ফাইনাল ম্যাচে মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার বনাম উত্তরপাড়া সুপার কিংস্ অংশ গ্রহন করে। 

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। উত্তরপাড়া সুপার কিংস ব্যাট করতে নেমে ৭ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৯৩ রান সংগ্রহ করে। 

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার ৯৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৭৩ রান সংগ্রহ করে ম্যাচ গুঠিয়ে যায়। 

উত্তরপাড়া সুপার কিংস ২৩ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর শেরোপা লাভ করে ইস্তিয়াক আহমেদ তুষার এবং ৩২২ রান ও ১০ টি ইউকেট নিয়ে টুনামেন্ট সেরা হয় সৈয়দ রাসেল। 

হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী ও পাতারে বাড়ি চ্যালেঞ্জার এর দলীয় অধিনায়ক মেহেদী হাসানের আমন্ত্রনে এবং ইয়াকুব ইসলাম মিঠুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মেজবাহুল হামিদ মেজবা। 

উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ,সমাজ সেবক, মাটিডালী ক্রীড়া চক্রের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, মাটিডালী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফারুকুল হাসান ফারুকসহ অত্র ক্লাবের সকল সদস্য ও অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।