বাবা হয়েছেন মুশফিকুর রহিম।
আজ সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে ছেলেসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত।
মুশফিকের বাবা আবদুল হামিদ এ সুসংবাদটি নিশ্চিত করেছেন। তিনি তাঁর নাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে নাতির জন্মের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন। আমিন!!!’
গতকালই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। দারুণ খেলেই ম্যাচটা বাঁচিয়েছে বাংলাদেশ। বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ছেলে ও স্ত্রীর পাশে থাকার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
No comments:
Post a Comment