Tuesday, March 13, 2018

আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘির পল্লীতে একটি যুব সমবায় সমিতির লাগানো প্রায় শতাধিক গাছের মাথা ও মাঝখানে রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে কে বা কারা।


আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা 


গাছের সাথে এমন শত্রুতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের “কৈকুড়ি বেকার কল্যান যুব সমবায় সমিতি লিমিটেড” নামক সংগঠন বন বিভাগের সহায়তা ও নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গ্রামের নতুন ও গাছ কম থাকা রাস্তায় সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনদ গাছের চারা রোপন করে। 

বিপুল সংখ্যক গাছের চারা রোপনের এ ঘটনা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগালেও হাতে গোনা কিছু হিংসুটে মানুষেরা বিরোধীতা করে আসছিল। 

এর এক পর্যায়ে গত সোমবার রাতের আঁধারে রোপন করা গাছের চারা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র:  বগুড়া সংবাদ

হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা

সংবাদ হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা 

মার্চ ১২, ২০১৮,

হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা


হে আমার দেশ, পাঁচ দিনের জন্য বিদায়’ (টাটা মাই কান্ট্রি ফর ফাইভ ডেইস) বিমানের ওঠার আগে এভাবেই ফেসবুকে শেষ স্ট্যাটাস লিখেছিলেন পিয়াস রায়। 

বেলা ১টার সময় তিনি তার ফেসবুকে এই স্ট্যাটাস লেখেন। সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তার একজন যাত্রী ছিলেন পিয়াস।  

সোনামনি নামের আরেক নারী যাত্রী নেপালে তৃতীয়বার হানিমুন করতে যাচ্ছেন বলে তার ফেসবুকে বেলা ১২টার সময় উল্লেখ করেছেন। তিনি হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন তৃতীয় হানিমুন। 

মেহেদি হাসান অমির সঙ্গে নেপালের কাঠমান্ডু যাচ্ছি।  সোনামনির সঙ্গে থাকা আরেক যাত্রী এ্যানি প্রিয়ক দুপুর ১২টার সময় তার ফেসবুকে লিখেছেন, হযরত শাহজালাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুত। 

আমাদের জন্য দোয়া করবেন।  এদিকে আজ বিকালে তার ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায়, অনেকেই তাঁদের ফেসবুক টাইমলাইনে আহাজারি করছেন। বলছেন ফিরে এসো। কেউ বলছেন তোমরা কোথায়। 

প্লিজ কথা বলো। কিন্তু আট ঘণ্টা আগে পোস্ট দেয়া প্রিয়ক, এনি, অমি ও সোনামনি- কারো আইডি থেকেই কোনো প্রকার সাড়া পাওয়া যায় নি।  

এদিকে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। 

৯ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছে তারা।    ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিএস ২১১ নামের ফ্লাইটটি বিধ্বস্ত হয়। 

নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে ৪ ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিল। বিমানের ৩২ আরোহী বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি।  

ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ , ২৭ জন নারী ও দুইজন শিশু ছিলেন। ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।    

ত্রিভূবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, ২৫ জনকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই ৭ জনকে মৃত ঘোষণা করা হয়।  

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা ৫০টি মৃতদেহ উদ্ধার করেছি। জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।’ 

ওই সেনা মুখপাত্র জানান, নয়জনের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।

Sunday, March 11, 2018

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন করেছে দিনাজপুরের ৫ বছরের শিশু পূজাকে..!!
ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন


সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে, সকালে বাড়ির কাছে ফেলে রেখে গিয়েছিলো তাকে.! বিচার হয়নি, বাকিটা ইতিহাস....... 

আশেপাশে রেল লাইন থাকলে হয়তো পূজার বাবাও মেয়েকে নিয়ে সেদিন আত্মহত্যা করতো.!!!  আচ্ছা... ছোট্ট ফাতেমার কি দোষ ছিলো.?? একটি ছোট শিশুকে তুলে নিয়ে গেল, ধর্ষন করলো.! 

বাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার বিনিময়ে পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত!! আমি মনে করি, রমজান আলী তার মেয়ে ফাতেমাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ভালোই করেছে.! কারন, যে পুলিশের কাছে সে বিচার চাইতে গিয়েছিল, সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে!!  

এটি দেখলে রমজান আলী হয়তো দুইবার আত্মহত্যা করতো..!! অবশ্য মেয়েটি এখনো আত্মহত্যা করেনি, ঢাকা মেডিকেলে ভর্তি আছে..! রমজান আলী থানা থেকে গিয়েছিলো ক্ষমতাসীন দলের অফিসে বিচার চাইতে.! কিন্তু সে হয়তো জানতো না, তার ঠিক ১ সপ্তাহ আগেই মুন্সীগঞ্জে এই ক্ষমতাশীল দলেরই এক মেম্বার VGF কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে ফাতেমার বয়সী আরেকটি বাচ্চাকে.!! 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিছানায় এখনো প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে শিশুটি.!! খবর নিয়ে দেখতে পারেন.! এটা জানতে পারলে হয়তো রমজান আলী আরো একবার সুইসাইড করতেন অতি দুঃখে.!! রমজান আলী আজ ইতিহাস হবার পথে.......  

গত পরশু দিনের কাহিনী তো বলাই হয়নি আপনাদের!! রাজধানীর জুরাইনে ১১ বছরের একটি মেয়েকে স্কুল কক্ষে আটকে রেখে ৮ জন মিলে রাতভর ধর্ষন করেছে.! মেয়েটির আত্মচিৎকার ৪ দেয়ালের বাইরে আসেনি বলে ভালোই হয়েছে..! 

বাইরে এলে রাষ্ট্র হয়তো তাঁর সেই চিৎকার শুনেও হাততালি-ই দিতো!!  আপনারা কি ঐ কাহিনীও ভুলে গেছেন??? বাসায় মা-মেয়েকে একা পেয়ে কিছু জানোয়ার বাসায় ঢুকে মা'কে বেঁধে রেখে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষন করেছিলো!! নিরুপায় মা বারবার চিৎকার করে বলেছিলো, 'বাবারা, ও ছোট, এক জন একজন করে যাও'! কেউই শুনেনি মায়ের আর্তনাদ!! 

বিচার হয়নি, হয়েছে ইতিহাস.....  কিন্তু এভাবে আর কত??? আর কত পূজা কিংবা ফাতেমারা ইতিহাস হবে? ফেভিকলের আঠাযুক্ত নরম গদির মানুষেরা মানবতাবাদী, প্রগতিশীল, সভ্য মানুষ। তাই তারা এসব আধুনিক সমাজের সামান্য দুষ্টামি বলে চালিয়ে দেয়। সুশীলেরাও আজ চুপ। চেতনাধারী অচেতনরা আজ অন্ধ।
..........
নিউজ অনলাইন ডেস্ক । 
নিউজ পড়ে কমেন্টশেয়ার করলে ভাল লাগে। আপনাদের মতামত জানাবেন।  

Friday, March 9, 2018

বগুড়ায় যুবকের লিঙ্গ কেটে দিল হিজরা

বগুড়ায় সমকামিতায় পরিবারের বাঁধার কারনে এক যুবকের লিঙ্গ কেঁটে দিয়েছে ক্ষুব্ধ এক হিজরা

বগুড়ায় যুবকের লিঙ্গ কেটে দিল হিজরা

বগুড়ায় সমকামিতায় পরিবারের বাঁধা কারনে প্রতিহিংসা চরিতার্থ করতে রুবেল (২০)নামের এক যুবকের লিঙ্গ কেটে নিয়েছে তৃতীয় লীঙ্গের দাবীদার ক্ষুব্ধ এক হিজরা । 

নৃশংস ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সদরের ডাকুরচক রাজাপুর গ্রামে । 

 জানা গেছে , ভুক্তভোগি রুবেলের বাবা আনসার আলী ও বড় ভাই আরিফ অটো চালক। শহরের বৃন্দাবনপাড়া (পূর্বপাড়া) এলাকায় একটি ভাড়া বাড়ীতে বস্ববাস করতো তারা । 

রুবেল তার চাচার দোকানে কর্মচারী হিসাবে চাকুরী করতো ।  ইতি পূর্বে একই এলাকার আব্দুল মান্নানের ছেলে হিজরা সোহেল(৩০) এর সাথে রুবেলের গভীর সখ্যতা গড়ে ওঠে । তাদের দীর্ঘ দিনের মেলা মেশা ও গভীর সমপর্কের মাঝে বিয়েও করে সোহেল । 

তাদের ঘড়ে একটি কণ্যা সন্তানের জন্ম হলেও সোহেলের সে সংসার ভেঙ্গে যায় । এর কিছু দিন পর পারীবারিক চাপের কারনে রুবেল তার এক নিকট আত্বিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 

কিন্ত পরবর্তিতে সমকামিতার বিষয়টি জানাজানিতে তার সে সংসারও টেকেনি বেশী দিন । পরে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে রুবেলের ।  

এদিকে বিষয়টি আমলে নিয়ে গত গত কয়েক মাস আগে সদরের ডাকুরচক রাজাপুর এলাকায় স্থানান্তরিত হয় রুবেলের পরিবার । সেখানে বাড়ী করে সেখানেই চলে যায় তাদের গোটা পরিবার ।

 তার পর থেকেই কোন ভাবেই যেন সোহেলের সাথে রুবেল যেন দেখা সাক্ষাত মেলা মেশা করতে না পারে সে বিষয়ে রুবেলের পরিবার কড়া নজরদারী শুরু করে।  যে, কারনে রুবেলকে চোখে চোখে রাখতে তার চাচা তাকে শহরে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে রুবেলকে রেখে দেয় ।  

এতে করে সাঙ্ঘাতিক ভাবে ক্ষিপ্ত হয় হিজরা সোহেল । তার মনে প্রতিহিংসার জন্ম নেয় । সে সুযোগ খুঁজতে থাকে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য । তারই এক পর্যায়ে শুক্রবার সোহেল রাজাপুর এলাকায় যায় । 

দুপুরে জুম্মার নামাজের সময় সকলের অজান্তে রুবেলকে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায় সে । সেখানে বিশেষ মূহুর্তে মেলামেশার এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের লিঙ্গ গোড়া থেকে কেটে দেয় । 

পরে মূমুর্ষ অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ছিলিমপুর ফাঁড়ী ইনচার্জ টিএসআই আজিজ মন্ডল বিষয়টি প্রথমে এফএনএসকে নিশ্চিত করেন। 

পরে এব্যপারে রুবেলের পরিবার ও তার বড় ভাই জানায়, ঘটনার পর মোবাইল ফোনে সোহেল তাকে জানায়, তোর ভাইয়ের বিশেষ অঙ্গ কেটে নিয়ে গেলাম ,পারলে ওকে বাঁচা । 

একই সময়ে সে আরো হুমকি দেয় এই বলে যে, তোর ভাইয়ের কারনে আমার সংসার ভেঙ্গে গেছে ,তাই তোর ভাইয়ের এমন দশা করলাম । এবার সুযোগ পেলে তোকেও একই অবস্থা করব ।  

এদিকে হাসপাতালে চিকিৎসাধিন রুবেলের শরীরে অস্ত্র প্রচার করলেও অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে তার অবস্থা আশংকামুকত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

এদিকে শেষ খবর পর্যন্ত রুবেরের বাবা আনসার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছিলেন । সূত্র-এফএনএস

বগুড়া র‌্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল সহ ট্রাক আটক

বগুড়া র‌্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল  সহ ট্রাক আটক, চালক গ্রেফতার বগুড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে কাল পাথর ও বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ একটি ট্রাক আটক করা হয়েছে।

বগুড়া র‌্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল  সহ ট্রাক আটক

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক মোঃ আইয়ুব আলী (২৬)কে । গত বৃহস্পতিবার রাতে শহরের বারপুর এলাকার বগুড়া -রংপুর মহাসড়কে অভিযান কালে ট্রাক সহ ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করে র‌্যাব।

আটক ট্রাক চালক আইয়ুব আলী শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের হবিবর রহমানের ছেলে। র‌্যাব-১২, বগুড়া বিশেষ কোম্পানীর একটি সূত্রে সংবাদ সংস্থা

আমাদের কে জানানো হয় যে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযানকালে শহরের বাইপাস সড়ক-১, বারপুর এলাকায় একটি ট্রাকের গতীরোধ করে।

এসময় ওই ট্রাকে তল্লাশীকালে বিশেষ কায়দায় কাল পাথরের ভেতর লুকিয়ে বহন করার সময় ৪টি স্কুল ব্যাগের মধ্য থেকে ৩০০ বোতল ফেন্সিডিল আটক করা হয় ।

এসময় ফেন্সিডিল বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয় চালক আইয়ুব আলী কে । জব্দ করে ট্রাক টি ।

গ্রেফতারকৃত ট্রাক চালক তার ট্রাকে করে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য বহন করে বগুড়া সহ পার্শ্ববর্তী জেলা গুলোতে সরবরাহ করিয়া আসিতেছিল মর্মে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাচালানের জন্য বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল । সূত্র -এফএনএস

বায়তুল মোকাররম মার্কেটের আগুন

অনলাইন রিপোর্ট: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

জানালেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন।  আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে। 

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি। 


আজ (শুক্রবার) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পূর্ব পাশের মার্কেট কমপ্লেক্সের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বগুড়ার শাজাহানপুরে ইটভাটার ধোঁয়া ও ছাইয়ে জনজীবন অতিষ্ঠ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা - সুজাবাদ গ্রামবাসী ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের যন্ত্রনায় অতিষ্ট ।

বগুড়ার শাজাহানপুরে ইটভাটার ধোঁয়া ও ছাইয়ে জনজীবন অতিষ্ঠ

উল্লেখ্য যে এই মাদলা সুজাবাদ গ্রামে 10-12 টি ইট ভাটা রয়েছে । প্রায় সারা বছর ইট পোড়ানো হয় । এর মধ্য ডিসেম্বর থেকে মার্চ অব্দি সবচেয়ে বেশি ইট পোড়ানো হয় ।

ইট পোড়ানোর দরুন ইটভাটার ধোঁয়া ও ছাই আশেপাশে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পরে ।  এই ধোঁয়া ও ছাই কৃষক ভাইদের ধান আলু সহ যাবতীয় ফসল ফলাদি গাছের পাতায় পরে ফসল নষ্ট করে ফেলে ।

এইসব ইটভাটা গুলোতে কোন প্রকার চিমনির ব্যবস্থা নাই কিন্তু পরিবেশ সংরক্ষন আইনে ইটভাটাতে চিমনি ব্যবহারের নির্দেশ দেয়া আছে ।

এই ধোঁয়া ও ছাইয়ের জন্য শাজাহানপুরের সুজাবাদ - মাদলা গ্রামের আম - কাঁঠাল - লিচু সহ সকল ফলের মুকুল অনেক কম পরিমানে এসেছে । নেই বললেই চলে,

এত ক্ষতির পরও বন ও পরিবেশ মন্ত্রালয়ের কোন ভ্রুক্ষেপ নেই । শাজাহানপুর টিএনও স্যার ও সেই সাথে স্থানীয় পরিবেশ সংরক্ষণ কর্মকর্তা / ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।

সুন্দর কার্বণ মুক্ত পরিবেশ গড়ুন । post টি বেশি বেশি শেয়ার করুন যাতে গন্যমান্য ব্যক্তির চোখে পরে ।
-------- মেহেদী হাসান

Thursday, March 8, 2018

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। 

গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।