Saturday, February 24, 2018

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের কালুদাম এলাকার

আরএসএফ মডেল স্কুলের রোমান সরকার (৮) নামে ৩য় শ্রেণীর এক আবাসিক ছাত্রের রহস্যজনক মূত্যু হয়েছে।

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের  ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

রোমান সরকার বগুড়া সদর থানার নামুজা পালপাড়া গ্রামের মিলন সরকারের পুত্র। এবিষয়ে ওই স্কুলের দায়িত্বশীল কোন ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

ওই স্কুলের কর্মচারী নুর হাবিব জানান, স্কুলের অভিভাবক সমাবেশ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে রোমান সরকার স্কুল ক্যাম্পাসে কাজ করছিল।

একপর্যায়ে তিনি দেখতে পান কয়েকজন শিক্ষক তাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন। তিনিও শিক্ষকদেরকে সহযোগীতা করে রোমানকে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোমানকে নিয়ে আসলে তার সঙ্গে থাকা শিক্ষকরা পালিয়ে যান।

নিহতের পিতা মিলন সরকার জানান, কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি কিছুই জানেন না। তার ছেলে ওই স্কুলের আবাসিক ছাত্র ছিল।

শাজাহানপুর থানার এসআই রোম্মান হাসান জানান, শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে রোমানের লাশ পাওয়া গেছে। রোমান সরকার গলায় গামছা

পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্কুলের প্রিন্সিপ্যাল জানিয়েছেন। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বগুড়ার গোকুলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩ নিহত ১

গোলাম রব্বানী শিপন: মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শহরতলির গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় সনি (২৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়ার-গোকুলে-২-গ্রুপের-সংঘর্ষে-আহত-৩-নিহত-১

এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, ও তার স্ত্রী সালমা আকতার নিশা এবং সেচ্ছাসেবক দলের কর্মী আবদুল হাকিম। 

পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান কে আশংকাজন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। 

এ ঘটনায় বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান এর সাথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুলের বিরোধ চলে আসছিল। 

গত ২-৩ দিন পূর্বে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিপুলের গ্রুপের লোকজন সভাপতি মিজানুর রহমানের গ্রুপের ওপর বিবাদমান হামলা চালায়। 

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর গ্রুপের মিজানুর, তার স্ত্রী নিশা, আবদুল হাকিম ও কর্মী গোকুল মধ্যপাড়া গ্রামের জামাত আলীর ছেলে সনি আহত হন। 

পরে এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে ৩টার দিকে সেচ্ছাসেবক কর্মী সনি মারা যান। 

ওসি আরও বলেন, নিহত সনির লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শুক্রবার বিকাল নাগাদ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Friday, February 23, 2018

পাগলীটাও মা হয়েছে বাবা হয়নি কেউ!

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের মামলা হয়েছে ১৯১৪টি। প্রতি মাসে গড়ে ৩১৯টি মামলা। 

পাগলীটাও মা হয়েছে বাবা হয়নি কেউ!

যে সংখ্যা আগের বছরের তুলনায় ভয়াবহ। গত বছরের প্রথম ছয় মাসে গড়ে মামলা হয়েছে ৩১০টি।😰😰 . অন্যদিকে গত পাঁচ বছরে ধর্ষণের মামলা হয়েছে ১৮ হাজার ৯৮৭টি। তার মধ্যে ২০১৬ সালে ৩৭২৮টি, ২০১৫ সালে ৩৯৩০টি, ২০১৪ সালে ৩৬৯৫টি, ২০১৩ সালে ৩৯৫০ এবং ২০১২ সালে ৩৬৮৪টি।

এসব মামলায় প্রতিবছর মাত্র ৪ শতাংশ আসামির সাজা হয়েছে, বাকিদের অধিকাংশই অব্যাহতি পেয়েছে।😡😡  আমরা শিক্ষিত জাতি , আমাদের বিবেক , আর মানুষিকতা কোথায় নেমেছে ??? কোথায় আমাদের সভ্যতা , কোথায় আমাদের মনুষ্যত্ববোধ , কোথায় হারিয়ে গেছি । 😭😭

এই ধর্ষণময় সমাজ ব্যবস্থার জন্য কে দায়ি? 😞😞 কে নিবে এর দায়-ভার?-কার নেয়ার কথা ছিলো? 😞😞
হে সমাজ জবাব দে, -পাগলীর কুলে শিশু কি করে আসে? 
হে সমাজ জবাব দে,- পাগলী কি যৌনতা খুজেছিল রাতে?
হে সমাজ জবাব দে, -কি করে সন্তান এল পাগলীর গর্ভেতে? কি পরিচয়ে বড় হবে পাগলীর কোলের শিশু? হে সমাজ জবাব দে, - কত অনাচার হলে তুই একদিন জাগবি?😭😭  "হে মানবতা আজ তুমি কই" "এই সমাজ তোমাকে ছাড়া আজ অচল ও অত্যাচারী হয়ে পরেছে"😭😭

এটায় কি বাংলাদেশ ছিঃ ছিঃ উনার তো বিচার নাই কারন লোকটা তো পাগলী এতো কষ্ট জিবনে পাইনি

সংগ্রহীত

Thursday, February 22, 2018

নন্দীগ্রামে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যসহ গ্রেপ্তার ৪

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

নন্দীগ্রাম-মাদক-ব্যবসায়ী-ডাকাত দল-সদস্যসহ-গ্রেপ্তার-৪

পুলিশ জানিয়েছে, থানার এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফোকপাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৩৪) ও পৌর শহরের কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিল্পব (৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে একই রাতে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) পিএন সরকার ফোর্স নিয়ে পৃথক জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জয়পুরহাটের ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মৃত আসমত প্রামানিকের ছেলে রহিম বক্স (৫০) 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের মৃত: কাশেম আলীর ছেলে সাইফুল ইসলাম ভোলা (৪৫) কে গ্রেফতার করে। 

ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিএন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাজাহানপুরে নূরুন আইসিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের বেজোড়া দক্ষিণপাড়াস্থ নূরুন আইসিটি স্কুলে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর-নূরুন-আইসিটি-স্কুল-বার্ষিক-ক্রীড়া-প্রতিযোগিতা-অনুষ্ঠিত


আজ বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডা. এস.এম ইউনুস আলী সাকিদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ সামাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক সদস্য ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে 

বিশেষ অতিথি ছিলেন বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারা, ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, সমাজ সেবক শাজাহান আলী, ছামচুন-জয়গুন মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, শিক্ষানুরাগী এ.এফ.এম মামুনুর রশিদ বিপ্লব, রজনী স্টীল হাউসের স্বত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক, সাংবাদিক রমজান আলী রঞ্জু।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশিদ, রহিমা খাতুন সাথী, সাবরিনা খাতুন স্বরনী, সুমি আক্তার মেঘলা, পারভীন আক্তার শিলা, রুমানা আক্তার রুমা, জাকিয়া আক্তার, আয়েশা তাসনিম মিতা প্রমুখ।

Share this

বগুড়ায় ছাত্রীর শ্লিলতাহানীর ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ রহবল উচ্চ বিদ্যালয়ের আনোয়ার হোসেন রুবেল নামের এক লম্পট শিক্ষকের নারী কেলেংকারী ঘটনায় আটক করা হয়েছে।  

বগুড়া-ছাত্রী-শ্লিলতাহানী-ঘটনায়-স্কুল-শিক্ষক-গ্রেপ্তার

আনোয়ার হোসেন রুবেল উপজেলার কৃষনপুর মধুপুর গ্রামের আব্দুল হাইযের পুত্র এবং রহবল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ।  

সম্প্রতি পিকনিকে যাওয়া এক ছাত্রীকে বাসের মধ্য একা পেয়ে শ্লিলতাহানীর ঘটনায় ফুঁসে ওঠা শিক্ষার্থীরা স্কুলে তালালাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ক্লাক বর্জন করায় ওই শিক্ষককে আটক করে পুলিশ ।  

জানা গেছে , ইতি পূর্বে এলাকায় একাধিক নারী কেলেংকারী ঘটনার পরও শিক্ষকতায় যোগ দেন আনোয়ার হোসেন রুবেল । কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনী । পবিত্র পেশায় আশার পর সে বিভিন্ন সময়ে নারী কেলেংকারী ঘটনায় জরিয়ে পরে । 

এ নিয়ে বহুবার বিচার শালিশে তাকে সতর্ক করা হলেও লম্পট ওই শিক্ষক নিজেকে শোধরাতে পারেননি ।  তারই ধারাবাহিকতায় , গত ১৪ ফেব্রুয়ারী তারিখে স্কুলের বাৎসরিক পিকনিকের জন্য স্কুললের শিক্ষক শিক্ষার্থীরা ময়মনসিংহে গাড়ো পাহাড়ে যায় । 

সেখানে যাওয়ার পর সেখানে অশুস্থ্যবোধ করা এক ছাত্রীকে বাসে একা বসে থাকার সুযোগ নিয়ে তাকে শ্লিলতাহানী করার চেষ্টা করেন ওই শিক্ষক । বিষয়টি তৎক্ষনাৎ ভাবে টের পেয়ে তাকে হাতে নাতে আটক করা হয় । 

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা । পরে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার বিচারের নিশ্চিয়তা দিলে শান্ত হয় শিক্ষার্থী।  পিকনিক থেকে ফিরে আসার পর আবারো ওই শিক্ষকের বিচার দাবী করে সোচ্চার হয় শিক্ষার্থীরা । 

গত কয়েক দিনের চাপা ক্ষোভ অবশেষে বিস্ফোরন ঘটে বৃহস্পতিবার । এসময় শত শত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভে ফেঁটে পরে । অবস্থার বেগতিক দেখে শিক্ষক রুবেলকে সাসপেন্ড করার কথা জানান প্রধান শিক্ষক । 

কিন্তু তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় পুলিশে খবর দেয়া হয় । পরে শিবগঞ্জ মোকামতলা বিশেষ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক রুবেলকে আটক করে নিয়ে আসে।  

এ ব্যপারে মোকামতলা পুলিশ ফাঁড়ী পুলিশের ইনর্চাজ ইন্সপেক্টর মিজানুর রহমানের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, আটক শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে শিক্ষক রুবেলের বিচারের দাবীতে গোটা এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।  

সূত্র -এফএনএস

ডাক্তারের সামনেই দুইটি ডিম পাড়লো কিশোর!

মানুষ ডিম পেড়েছে! বিষয়টি বিস্ময়কর হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার  সাউথ সুলাওয়েসি প্রদেশের কাবুপাতেন গোয়া গ্রামে।  

ডাক্তারের সামনেই দুইটি ডিম পাড়লো কিশোর!


ওই গ্রামের বাসিন্দা ১৪ বছরের কিশোর আকমল ২০১৬ সালে থেকে এ পর্যন্ত ২০টি ডিম পেড়েছে। খবর ডেইলি মেইল। এ বিষয়টি নিয়ে চিন্তিত আকমলের পরিবার। তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের সামনেই দুইটি ডিম পেড়েছে আকমল। 

বর্তমানে ‘সায়েচ ইউসুফ সুংগুমিনাসা’ হাসপাতালে চিকিৎসা চলছে আকমলের। এদিকে এ ঘটনায় চিকিৎসকরা রীতিমতো অবাক। এক্সরে করে তার পেটের ভেতরে দুটি মুরগির ডিমের মতো বস্তুও খুঁজে পেয়েছেন তারা। পরে তার পায়ু পথে অপারেশন করে সেগুলো বের করে আনা হয়।


এ নিয়ে আকমলের বাবা রুসলি বলেন, তার ছেলে যেসব ডিম পাড়ছে সেগুলো ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ। 

হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ তাসলিম বলেন, আমাদের সন্দেহ আকমলের পায়ুপথ দিয়ে এগুলো ইচ্ছাকৃত ভাবে প্রবেশ করানো হয়েছে। তবে আমরা এ ধরনের কোনো কিছু পাইনি। বৈজ্ঞানিকভাবে মানুষের দেহের ভেতরে মুরগির ডিম সৃষ্টি হতে পারে না। মানুষের হজম প্রক্রিয়া বিবেচনায় এ অসম্ভব। 

তবে আকমলের বাবা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ছেলের শরীরে ডিম ঢোকানোর ঘটনা ঘটেনি। আর কেন তারা এটা করতে যাবেন?
সুত্র rtv

"ভিন্ন দৃষ্টি" এখন একুশে বই মেলায়

অনলাইন ডেস্ক ঃ বগুড়াতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৮ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু হয়েছে। 

  বগুড়ায়-ভিন্ন-দৃষ্টি-একুশে-বই-মেলা 

২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ খোকন পার্ক সংলগ্ন চলবে এই মেলা। মেলাতে রয়েছে "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" নামে একটি দোকান। 

গতকাল ২১শে ফেব্রুয়ারি বুধবার "ভিন্নদৃষ্টি'র পাঠশালা" দোকানে দেখা গেছে ছোটদের বিভিন্ন রকম গল্পের বই ক্রেতাদের কাছে প্রাধান্য পেয়েছে। এছাড়াও দোকান  আছে বিভিন্ন লেখকের নতুন ও জনপ্রিয় বই এবং শিশুদের জন্য ডিজিটাল লার্নিং পেনম্যাজিক বুকস। 

"ভিন্নদৃষ্টি'র পাঠশালা" এর পরিচালক রিংকু রায় অর্ক  জানান, এই দোকানে বিক্রিত বইয়ের লাভের সম্পূর্ণ টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।  শহরের চেলোপারা চাষীবাজার সংলগ্ন  শিশুপার্ক এ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হয়। 

এখানে মোট ৩৯ জন শিশু আছে,  এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। আসুন আমাদের দোকানে। বই দেখুন, বই কিনুন। আমাদের দোকানে থাকছে সব ধরনের বই। আপনার কিনা বইয়ের টাকায় হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে।