Showing posts with label Bogra-Sadar. Show all posts
Showing posts with label Bogra-Sadar. Show all posts

Tuesday, March 13, 2018

আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘির পল্লীতে একটি যুব সমবায় সমিতির লাগানো প্রায় শতাধিক গাছের মাথা ও মাঝখানে রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে কে বা কারা।


আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা 


গাছের সাথে এমন শত্রুতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের “কৈকুড়ি বেকার কল্যান যুব সমবায় সমিতি লিমিটেড” নামক সংগঠন বন বিভাগের সহায়তা ও নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গ্রামের নতুন ও গাছ কম থাকা রাস্তায় সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনদ গাছের চারা রোপন করে। 

বিপুল সংখ্যক গাছের চারা রোপনের এ ঘটনা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগালেও হাতে গোনা কিছু হিংসুটে মানুষেরা বিরোধীতা করে আসছিল। 

এর এক পর্যায়ে গত সোমবার রাতের আঁধারে রোপন করা গাছের চারা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র:  বগুড়া সংবাদ

Thursday, March 8, 2018

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। 

গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

Monday, March 5, 2018

বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

বগুড়া ৪র্থ আমৃড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০কেজি গাঁজার চালান আটক করা হয়েছে । 
বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে  ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

এসময় মাদক পাচারের সঙ্গে জরিত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২জনকে ।  

গ্রেপ্তারকৃতরা হল, লালমনিরহাট জেলা সদরের উভয় সাং- ফুলগাছ (চাপার মোড় দক্ষিণ পার্শ্ব)এলাকার আঃ মালেক (৫০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম (৩২), পিতা- মৃত আছির উদ্দিন ।  

বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারার সদরের একটি সূত্রে বলা হয় , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম এর নেতৃত্বে গত রবিবার রাত ব্যাপী অভিযান পরিচালনাকালে উক্ত ব্যাটালিয়নের 

একটি অপারেশনাল টিম শহরের বগুড়া রংপুর মহাসড়কের ভান্ডারী মেগা সিটির সামনের এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 
উক্ত সময়ে তারা ৪০ কেজি গাঁজা সহ উল্লেকিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিগনরে বিরুদ্ধে এ সংক্রান্তে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল । সূত্র -এফএনএস

Tuesday, February 27, 2018

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ

২৭ ফ্রেরুয়ারী, গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ   বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে এবার বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া-ঢাকা-রুটে-সকল-বাস-চলাচল-বন্ধ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের সবগুলো কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। 

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম নিরাপদ নিউজকে জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচদিন ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন। 

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। 

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। 

এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা। 

এরপরই বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো। 

আচমকা এমন সিদ্ধান্তে চরম দূর্ভোগ ও বিপাকে পড়েছে ঢাকাগামী শত শত যাত্রীগন।