Monday, September 17, 2018

বগুড়ায় গর্ভবতী কে লাথিমেরে সন্তান নষ্ঠ করল দলনেতা



বগুড়া পৌরছাত্র দল সাধারন সম্পাদক রবিউল ইসলাম দারুন আসল ১৫(পনের) হাজার টাকার সুদ সহ ২০(বিশ) হাজার টাকা পরিশোধ হলেও অতিরিক্ত আরো দাবী কৃত ৩০(ত্রিশ) হাজার টাকা না দেয়ায় অগ্রগতি বহুমুখী সমিতি লোকজন গর্ভবতী মহিলার শাপলা বেগম (২১) এর পেটে লাথি মারে।

নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।

আদমদীঘিতে যুবককে মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা,গ্রামবাসির চেষ্টায় উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবককে হাত পা ও মুখ বেধে মাটি চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে গ্রামবাসির চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছে ওই যুবক । ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার দমদমা গ্রামে। আহত যুবক সুমন হোসেন বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গ্রামবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে

৯ম থেকে ১৩তম গ্রেডে চাকরির ক্ষেত্রে কোটা না রাখার সুপারিশ

৯ম থেকে ১৩তম গ্রেডে চাকরির ক্ষেত্রে কোটা না রাখার সুপারিশ প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম থেকে ১৩তম গ্রেডে চাকরির ক্ষেত্রে) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। এ–সংক্রান্ত প্রতিবেদন আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমাও দিয়েছে কমিটি।  
কোটা সংস্কার, বাতিল ও

ধুনটে যমুনার পানিতে জমির ফসল নিমজ্জিত: পানিবন্দি শতাধিক পরিবার

ধুনটে যমুনার পানিতে জমির ফসল নিমজ্জিত: পানিবন্দি শতাধিক পরিবার বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার অব্যাহত পানি বৃদ্ধিতে চরের ৫৭ সেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে চরের শতাধিক পরিবার। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, গত কয়েক দিনের অব্যাহত পানি বৃদ্ধিতে

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

বগুড়ার সারিয়াকান্দিতে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে উপজেলার যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  রবিবার বিকালে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীতে পানি বাড়ায় দুটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ৬২২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। শতাধিক পরিবার পানি বন্দি হয়ে

Thursday, August 9, 2018

Dhaka Attack ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সেরা গান যেটি

ঢাকা অ্যাটাক হল ২০১৭ সালের বাংলাদেশি রোমাঞ্চকর নাট্যধর্মী চলচ্চিত্র।


Dhaka Attack এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী

Wednesday, August 1, 2018

‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’

‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে’ 

>> জাবালে নূর গাড়ির চালক গ্রেফতার, রুট পারমিট বাতিল 
>> নয় দফা দাবির সবগুলো ইমপ্লিমেন্টের ব্যবস্থা নিচ্ছি 
>> অবরোধের সুযোগে স্বার্থান্বেষী মহল ভাঙচুর, গাড়ি পোড়াচ্ছে 
>> বিশেষ অনুরোধ ছাত্র-ছাত্রীরা যেন ঘরে ফিরে যায় : 



স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের নয় দফা দাবি ‘যৌক্তিক’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তিনি বলেন,

Saturday, July 28, 2018

বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে?


“বাঘ প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাঘের সংখ্যা প্রকাশ করবে সরকার। তবে বাঘের সংখ্যা বাড়তে পারে।”
বিশ্ব বাঘ দিবস

আগামীকাল রবিবার ২৯ জুলাই দেশে ৮ম বারের মতো পালিত হতে যাচ্ছে বিশ্ব বাঘ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ‘বাঘ প্রকল্প’ ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা শুরু করে। মাঠ পর্যায়ের প্রাথমিক এ কাজ মে মাসে শেষ হয়। ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বাঘের সংখ্যা বাড়বে না, কমবে-সে সম্পর্কে

দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা - সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি

আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস টাঙ্গুয়ার হাওরে দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা:  সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি 


দেড় দশকেও গড়ে উঠেনি ইকো ট্যুরিজম সুবিধা - সুরক্ষিত হয়নি পরিবেশ-প্রকৃতি
হাবিব সরোয়ার আজাদ: দেশী-বিদেশী লাখ লাখ পর্যটক ও ভ্রমণ পিপাসুদের দৃষ্টি এখন রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশী এবং পরিবেশ-প্রকৃতির দিকে। কিন্তু গত দেড় দশক ধরে সংরক্ষণ মেয়াদে এ হাওরের আয়তন বাড়ালেও আন্তর্জাতিক জীববৈচিত্রের অনন্য জলাধার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র বৃদ্ধি পায়নি তেমনি ইকোট্যুরিজম সুবিধাও গড়ে উঠেনি অন্যদিকে সুরক্ষিত হয়নি হাওরের

Thursday, July 26, 2018

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত


বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।

 নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

Wednesday, July 25, 2018

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম 

মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,

Sunday, July 22, 2018

পরিচয়পত্রের গুরুত্বও সর্বস্তরের নাগরিক বুঝে ওঠেনি - রফিক আহমদ খান

পনের বছর আগে (২০০৩) প্রথম মালয়েশিয়া গিয়ে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতাম। সাথে কাজ করতো মালয়েশিয়ান ছেলে মেয়েরাও। কাজের ফাঁকে ফাঁকে গল্পে আলাপে কত কথা হতো। হাজারো কথার ভিড়ে জাতীয় পরিচয়পত্রের কথাও ওঠে আসত মাঝেমাঝে। 


 পরিচয়পত্রের গুরুত্বও সর্বস্তরের নাগরিক বুঝে ওঠেনি - রফিক আহমদ খান
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছি
আমাদের জাতীয় পরিচয়পত্র নেই বলে ওরাই প্রসঙ্গটা উঠাত। কারণ, ওরা ইতিমধ্যে জেনে গেছে আমাদের কোনো আইসি (জাতীয় পরিচয়পত্র কার্ড) নেই। তাদের আইসি আছে, ইন্দোনেশিয়ানদের আইসি আছে। শুধু আছে তা নয়, সে দেশের সব নাগরিকদের অবশ্যই আইডি কার্ডটি সব সময় বহন করতে হয়। আমরা বিদেশিরা যেমন সে দেশে পথেঘাটে চলতে পাসপোর্ট বহন করি। দেশে আমাদের কোনো নাগরিক পরিচয়পত্র নেই এ জন্য ওরা আমাদের লজ্জা দিতে। আমাদের

Wednesday, July 18, 2018

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া : ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই আলোকে কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসাতে ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন



বুধবার সকাল ১০ টায়

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া: সরকারি আজিজুল হক কলেজে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্বরণে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় । বুধবার বেলা ১২ টা এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার ।

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক স্যার, সহ

Friday, June 22, 2018

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত,দীর্ঘ প্রতিক্ষিত রেলওয়ে ওভারপাসটি উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার পদুয়ার বাজারে অবস্থিত,দীর্ঘ প্রতিক্ষিত রেলওয়ে ওভারপাসটি উদ্বোধন করেন। 

please hit the "subscribe" button for more awesome videos.


                comilla poduar bazar railway overpass

Friday, June 1, 2018

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

গাইবান্ধায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।     
প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ

সোমবার সন্ধ্যায় নির্যাতিতার বোন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার পাশের গ্রাম থেকে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায় তার প্রেমিক আশিকুর। এ সময় স্থানীয় বখাটে মোস্তাক ও তার ৪ সহযোগী দু’জনকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।  চাঁদা দিতে না পারায় মোস্তাকের বাড়িতে আশিককে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে ৫ বখাটে। বর্তমানে মেয়েটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে মামলা দায়ের পর অভিযান শুরু করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।-সূত্র: সময় নিউজ।