গাইবান্ধায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নির্যাতিতার বোন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার পাশের গ্রাম থেকে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যায় তার প্রেমিক আশিকুর। এ সময় স্থানীয় বখাটে মোস্তাক ও তার ৪ সহযোগী দু’জনকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় মোস্তাকের বাড়িতে আশিককে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে ৫ বখাটে। বর্তমানে মেয়েটি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে মামলা দায়ের পর অভিযান শুরু করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।-সূত্র: সময় নিউজ।
No comments:
Post a Comment