বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১ , সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরপুর কলেজের শিক্ষার্থীরা।
বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক প্রদর্শক এইচ এম সরোওয়ার্দী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শেরপুর পৌরশহরের প্রফেসরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সওদা-পাতি করে বাড়ি ফিরছিলেন নিহত সরোওয়ার্দী।
রাস্তা পারাপারের সময় বগুড়াগামী (বগুড়া-ড-১১-০৮৫৬) একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক হোসেন আলীকে আটক করা হয়েছে। ট্রাক চালক দুপচাঁচিয়া উপজেলা সদরের তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শেরপুর কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজ রোডে গতিরোধক ও দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।