Tuesday, January 8, 2019

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারি ২০১৮ তারিখ ২১.০০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন হুকুম আলী বাসষ্ট্যান্ড মোড়স্থ মোস্তফা ট্রেডার্স প্রোপাইটার মোঃ কামরুল হাসান এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা, ০১টি মটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন, ০৭টি সীম এবং নগদ ৬,৭৫০/- টাকাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ বিপ্লব মন্ডল (২৮), পিতা মোঃ আয়নাল মন্ডল , সাং একডালা থানা ও জেলা সিরাজগঞ্জ, ২। শ্রী তাপস মন্ডল (২৭), পিতা শ্রী প্রভাত মন্ডল, সাং উত্তর শাহাপাড়া, থানা শেরপুর জেলা বগুড়া বগুড়াদ্বয়কে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে আসামী ৩। মোঃ বাবু (২৬), পিতা অজ্ঞাত, সাং গোপালনগর, থানা ধুনট জেলা বগুড়া কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Monday, January 7, 2019

শিবগঞ্জে গভীর নলকুপে সংযোগ নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন আহত

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কিচক সালদহ গ্রামে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দু‘পক্ষে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। এতে নারীসহ উভয় পক্ষের অনন্তঃ ১০জন আহত হয়ে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসি সুত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের সালদহ গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে সাবেক মেম্বার মোঃ খয়বর আলী বিগত ২০১৪ সালে উপজেলা সেচকমিটির অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহন করেন। 

একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ফয়জার রহমান নিজ নামে গত ২০১৮ সালে উপজেলা সেচ কমিটির নিকট গভীর নলুকুপ স্থাপনের আবেদন ও অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে খয়বর মেম্বারের গভীর নলকুপ থেকে মাত্র ৫০০ফিট দুরত্বে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহনের সিএমও গ্রহন করেন। এদিকে খয়বর আলী ফয়েজের গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ না দিতে নিষেধাজ্ঞা চেয়ে সম্প্রতি আদালতে মামলা করেন। 

উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গভীর নলকুপ কার্যক্রমে নিষেধজ্ঞা দিয়েছে।এদিকে সোমবার দুুপরে ফয়জার ও তার লোকজন জোরপূর্বক পল্লীবিদ্যুতের লাইমনেদের দিয়ে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্ঠা করে এতে দু‘পক্ষের মধ্যে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। দেশি অস্ত্র ও লাঠির আঘাতে নারীসহ অনন্তঃ ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, খয়বরের ছেলে হিরু(২৮), বড় ভাই আয়বর(৫৫), আয়বরের স্ত্রী সেলিনা(৩৩) ও সুফিয়া। 

প্রতিপক্ষের ইউসুফের ছেলে ফয়জার(২৯), ও আমিরুল, আব্দুল জলিলের ছেলে শাহ জালাল(১৬), ইউসুফের স্ত্রী ফয়জান বিবি(৫৫), আব্দুল জলিলের স্ত্রী জাহেরা(৩৫) ও রাজা মিয়ার স্ত্রী দুলুফা বেগম(৩৩)। স্থানীয়রা অহতদের উদ্ধার করে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অহতদের মধ্যে হিরু ও ফয়জার রহমানের অবস্থা অশংক্ষা জনক বলে চিকিৎসক জানিয়েছে।

এ ব্যাপারে সাবেক মেম্বার স্থানীয় আ‘লীগ নেতা মোঃ খয়বর আলী সাংবাদিককে জানান, তার ডিপটিউবল আগে অনুমোদন নেওয়া তাই তার সীমানার মধ্যে নিয়ম বৈহিভূত কোনো আইনেই তারা ডিপটিউবল স্থাপন করতে পারে না। এরপরও তিনি আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে।


এব্যাপারে ইউসুফ আলী জানান, উপজেলা সেচ কমিটির অনুমোদন পেয়ে তারা গভীর নলকুপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগের সিএমও পেয়েছেন। তাই তারা গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দিবেন। এ ব্যাপারে মোকামতলা পল্লীবিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কোন নিষেধাজ্ঞার চিঠিপত্র তারা পাননি।

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।

এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। 

এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
 
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Friday, January 4, 2019

বগুড়ার মহাস্থানে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ১

বগুড়ার মহাস্থানে ঢাকা-রংপুর মহাসড়কে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মহাস্থানের অদূরে গোকুল সবুজ নার্সারীর সামনে এক অটো ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে দুমড়ে মুচড়ে যায়।

পরে বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বগুড়ার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিএডি নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি  জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত ১৫জনকে  উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে।

এদের মধ্যে গোকুল ইউনিয়নের মেড় এলাকার বাসিন্দা অটো-ভ্যানচালক বুলু মিয়া (৫৫) এর অবস্থা আশংকাজনক। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সার্জেন্ট ফিরোজ আহম্মেদ জানান, দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে। কারণ নিশ্চিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Sunday, December 9, 2018

সরকারি আজিজুল হক কলেজে রোকেয়া দিবস পালন


বগুড়া উত্তর ডট কম (হাদিসুর রহমান) : নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল 11 টায় সরকারি আজিজুল হক কলেজে এক র‍্যালি বের হয় । উক্ত র‍্যালী টি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলী স‍্যার, উপধ্যক্ষ প্রফেসর মো: ফজলুর হক স‍্যার , এছাড়াও বিভিন্ন বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও  বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

আয়োজনে: বেগম রোকেয়া হল, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া।

উল্লেখ্য যে, বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্ম এবং ৮৫তম মৃত্যুবার্ষিকী।

#অগ্রদূত #রোকেয়া  #দিবস

Saturday, December 8, 2018

বগুড়ায় শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার : আগের দিন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে হাফসেঞ্চুরিতে ভালো কিছুর আভাস দিয়ে রেখেছিলেন আবদুল মজিদ ও পিনাক ঘোষ। তাদের সঙ্গে  হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মার্শাল আইয়ুব, তাইবুর রহমান ও শহিদুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে পাঁচ হাফসেঞ্চুরিতে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড জমিয়ে তুলেছে ওয়ালটন। 

বগুড়ায় শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
প্রথম ইনিংসে ১১৮ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে দারুণ লড়েছেন ওয়ালটনের ব্যাটসম্যানরা। তাদের লড়াকু ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ওয়ালটন সবকটি উইকেট হারিয়ে তুলেছে ৩৯৩ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭১ রানে দিনের খেলা শেষ করেছে ইস্ট জোন। আগামীকাল শেষ দিনে জয়ের জন্য ২৫৫ রান করতে হবে ইস্ট জোনকে। 

বিপরীতে বাকি ৮ উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ওয়ালটন। ২ উইকেটে ১৩৯ রানে   দিনের খেলা শুরু করে ওয়ালটন। আগের দিন আবদুল মজিদের সঙ্গে দারুণ ব্যাটিং করা পিনাক ঘোষ অবশ্য বেশি দূর যেতে পারেননি।

 ৫২ রান নিয়ে খেলতে নেমে আজ এক রান যোগ করতেই মোহাম্মদ আশরাফুলের শিকার হয়েছেন তিনি। ১৩৫ বলে ৬ চারে ৫৩ রান করেন পিনাক। পিনাকের পর ওয়ালটনের ব্যাটিংয়ের হাল ধরেন মার্শাল আইয়ুব। দৃঢ় লড়াইয়ে দলের সর্বোচ্চ ইনিংসটা এসেছে তার ব্যাট থেকেই। ৯২ বলে ১০ চারে ৭০ রানের ইনিংস খেলে আবু জায়েদের বলে রনি তালুকদারের হাতে ধরা পড়েছেন তিনি। 
এছাড়া তাইবুর রহমান ৫৯, শাহদাত হোসেন ৩৩ এবং অধিনায়ক শুভাগত হোম ১৪ রান করে আউট হয়েছেন। বরাবর ৫০ রান করে অপরাজিত ছিলেন বল হাতে ৫ উইকেট নেওয়া শহিদুল ইসলাম। ইস্ট জোনের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি উইকেট নিজের দখলে নিয়েছেন হাসান মাহমুদ। 
এছাড়া আবু জায়েদ ও ফরহাদ রেজা প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ওয়ালটনের ছুঁড়ে দেওয়া ৩২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানেই শামসুর রহমানকে হারায় ইস্ট জোন। ব্যক্তিগত ১১ রানে সালাউদ্দিন শাকিলের বলে পিনাক ঘোষের হাতে ধরা পড়েন এ ওপেনার। এরপর দলীয় ২৫ রানে শাহাদাতের শিকার হয়েছেন আরেক ওপেনার রনি তালুকদার। তবে দলটির হয়ে ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান ২৩ ও মোহাম্মদ আশরাফুল ২৪ রানে অপরাজিত রয়েছেন।

বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব শীর্ষ নেতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে এরইমধ্যে ২০৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে বাদ পড়েছেন দলটির অনেক শীর্ষস্থানীয় নেতা, আলোচিত সাবেক মন্ত্রী, এমনকি বেশ কয়েকজন সাবেক এমপিও।
বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব শীর্ষ নেতা

এদের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক আবদুল মান্নান ও তার ছেলে মনজুরুল করিম রনী, সাবেক মন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবী, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু প্রমুখ।
এদিকে মনোনয়ন না পেয়ে শুক্রবার (০৭ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেক নেতাকর্মী। এ সময় কেউ কেউ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করেন। অনেক বিক্ষুব্ধ কর্মী কার্যালয়ের ফটকে ইট-পাটকেল পর্যন্ত ছোড়েন।   
দলীয় সূত্রে জানা যায়, দলের স্থায়ী কমিটির সদস্য প্রবীণ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী সাহিদা রফিককেও কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি।
সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা (চাঁদপুর-১), নিলুফার চৌধুরী মনি (জামালপুর সদর) আসনে মনোনয়ন চেয়ে পাননি। ২০০৮ সালে তারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত এমপি ছিলেন।
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বামপন্থি নেতা আতাউর রহমান ঢালী ঢাকা-১৩ আসনে মনোনয়ন চেয়েও পাননি। ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে। 
ঢাকা-২০ আসনে সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান এবার মনোনয়ন পাননি। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।
নেত্রকোনা সদর আসনে আশরাফ উদ্দিন খান মনোনয়নের চূড়ান্ত তালিকায় নেই। তার স্থলে জায়গা পেয়েছেন জেলা সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন।
প্রয়াত মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রীতা মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন চেয়েছিলেন। যদিও তার আসনটি এখনো ঘোষণা করা হয়নি।
খুলনা- ৪ আসনে ২০০৮ সালে দলের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ এবার মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।  যিনি ২০০৮ সালেনির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
মনোনয়ন পাননি ২০০৮ সালের সংসদে নির্বাচিত মেহেরপুর-২ আসনের আমজাদ হোসেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এবার দল থেকে মনোনয়ন চাননি। তবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির তার বাবার আসন পঞ্চগড়-১ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
নির্বাচন করছেন না দলের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল। 

রাজনীতি আপিলেও বাতিল খালেদার মনোনয়নপত্র

আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ খালেদার তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল হলো। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে খালেদার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনীতি  আপিলেও বাতিল খালেদার মনোনয়নপত্র

শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানির পর সন্ধ্যায় ইসি এ সিদ্ধান্ত নেয়। কমিশনের এ রায়ের পর সংসদ নির্বাচনের প্রার্থী হতে খালেদাকে এখন উচ্চ আদালতে যাওয়া ছাড়া আর উপায় নেই।

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তাদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন খালেদা জিয়া। শনিবার দুপুরে তার অাপিলের শুনানি হয়। ১২টা ৩৮ মিনিট থেকে ২২ মিনিট ধরে শুনানি করে কমিশন। শুরুতেই কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ফেনী-১ আসনের ওপর শুনানি করতে চাইলে খালেদার আইনজীবীরা তিনটি আসনের ওপরেই শুনানির আবেদন জানান। পরে আইনজীবীদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরতে বলা হয়। নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে চান আইনজীবীদের কাছে।
আইনজীবী এ জে মোহাম্মদ আলী যুক্তিতর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, যে মামলার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন, তিনি সে মামলায় সাজাপ্রাপ্ত নন।
বারবার তিনি একই ব্যাখ্যা দেওয়ার পর আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। তখন ইসি সচিব শুনানির রায় পরে দেওয়ার কথা বলেন।
তখন আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা আশা করি, রিটার্নিং অফিসার যে অবৈধ সিদ্ধান্ত দিয়েছিল, সে বেআইনি সিদ্ধান্তটা ইসি বাতিল করবেন।’
কিন্তু শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তই বহাল থাকলো। নামঞ্জুর হলো খালেদার আপিল।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর করা হবে প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর হবে একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।