হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক মহাতা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৪ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপি কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালী, কেক কাটা, আলোচনা সভা, সংবর্ধনা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট থেকে বিশাল আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ। র্যালী শেষে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ দেলওয়ার হোসেন।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডাঃ এস.এম.মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়ার ওষধ তত্ত্বাবধায়ক আহসান হাবীব।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোস্তফা আলম, ডাঃ সহিদুর রহমান, ডাঃ আব্দুল খালেক, তরুন শিল্পপতি আতিকুর রহমান টিটন, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক ডা: মঞ্জুরুল আলম লিটন, ভিগো’র এজিএম আব্দুল মতিন, ডাঃ আয়ুব হোসেন, ডাঃ হুমায়ন কবীর, ডা: আবুল হোসেন, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ এস এম আমির উদ্দীন, ডা: মাসুদ রানা রাজু,
ডা: একেএম রুহুল আমিন বাবুল, ডাঃ শাহ গাজী, ডাঃ আতিকুর রহমান সুমন,ডাঃ এ এস এম সাহাবুদ্দীন আহমেদ, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল আলীম, ডা: মজনুর রহমান, ডা: মাহফুজা আক্তার সোহেলী, ডা: শহীদুল ইসলাম, ডা: সোলায়মান আলী, ডা: বায়েজিদ হোসেন, ডা: শাহাদত হোসেন, ডা: বাবুল আক্তার, ডা:শামসুল ইসলাম, ডা: আসিফ আহম্মেদ, ডা: ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা মহাত্মা হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। সকল হোমিও চিকিৎসককে এই মহান বিজ্ঞানীর জীবন থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগের আহবান জানান। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার হোমিওপ্যাথির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন।
দেশের বিভিন্ন স্থানে হোমিও কলেজ প্রতিষ্ঠা করে হোমিও চিকিৎসার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।
হোমিও কলেজের অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষকদের শতভাগ বেতন ও সরকারী সকল সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে। তিনি স্বল্পমূল্যে চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার আহবান জানান। সূত্র-এফএনএস