Tuesday, April 10, 2018

বগুড়ায় ৭মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধু¤্রজাল সৃষ্টি বাবা দাদা দাদীর অভিযোগ রহস্যজনক মৃত্যু

বগুড়ায় নিগার সুলতানা ও সৌরভ দম্পতির ৭মাসের এক মাত্র শিশু পুত্র নেহালের মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।

বগুড়ায় ৭মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধু¤্রজাল সৃষ্টি  বাবা দাদা দাদীর অভিযোগ রহস্যজনক মৃত্যু

 বিভিন্ন সূত্র থেকে এ ঘটনাকে রহস্যজন উল্লেখ করে মৃত শিশুর রহস্যউদঘাটনে দাবী তোলা হয়েছে। হবিগঞ্জে চাকুরীরত স্বামী সৌরভ অভিযোগে শিশু নেহালের মৃতদেহ হাসপাতালের হিমঘড়ে রাখা হয়েছে।
 জানা গেছে বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার সৌরভের সাথে শাহজাহানপুর উপজেলার জালশুকা এলাকার আব্দুল খালেক মাষ্টারের মেয়ে নিগার সুলতানার সাথে গত ৩বছর পূর্বে বিয়ে হয় । পরবর্তিতে ওই দম্পতির ঘড়ে শিশু নেহালের জন্ম হয় ।

স্বামী হবিগঞ্জে চাকুরী করার সুবাদে নিগার সুলতানা তার শিশু সন্তান নেহালকে নিয়ে তার পৈত্রিক বাড়ীতে বাবা মায়ের কাছে থাকতো ।  গতকাল মঙ্গলবার সকালে নেহালকে অশুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত্যু ঘোষনা করেন ডাক্তার ।

এদিকে শিশু নেহালের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে শিশুটির দাদা এবং দাদী এটাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড ঘটনা হিসাবে পুলিশের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন । অন্যদিকে হবিগঞ্জে চাকুরীরত শিশুটির পিতা সৌরভ একই অভিযোগ এনে তার পুত্রের মৃত্যু রহস্যজনক মৃত্যু উল্লেখ করে তার বগুড়ায় আসা পর্যন্ত মৃত শিশু নেহালকে হাসপাতালের হিমঘড়ে রাখার জন্য দাবী করেন।

বর্তমানে মৃত শিশুটিকে হাসপাতালের হিমঘড়ে রাখা হয়েছে। আগামী কাল বুধবার শিশুটির বাবা সৌরভের অভিযোগ পাওয়া গেলে শিশু নেহালের ময়না তদন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন, স্থানীয় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই আজিজ মন্ডল ।  সূত্র-এফএনএস

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডা: হ্যানিম্যান’র ২৬৪তম জন্মদিনে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক মহাতা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৪ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপি কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, সংবর্ধনা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডা: হ্যানিম্যান’র  ২৬৪তম জন্মদিনে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট থেকে বিশাল আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ। র‌্যালী শেষে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ দেলওয়ার হোসেন।

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডাঃ এস.এম.মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়ার ওষধ তত্ত্বাবধায়ক আহসান হাবীব।

 বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোস্তফা আলম, ডাঃ সহিদুর রহমান, ডাঃ আব্দুল খালেক, তরুন শিল্পপতি আতিকুর রহমান টিটন, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক ডা: মঞ্জুরুল আলম লিটন, ভিগো’র এজিএম আব্দুল মতিন, ডাঃ আয়ুব হোসেন, ডাঃ হুমায়ন কবীর, ডা: আবুল হোসেন, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ এস এম আমির উদ্দীন, ডা: মাসুদ রানা রাজু,

 ডা: একেএম রুহুল আমিন বাবুল, ডাঃ শাহ গাজী, ডাঃ আতিকুর রহমান সুমন,ডাঃ এ এস এম সাহাবুদ্দীন আহমেদ, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল আলীম, ডা: মজনুর রহমান, ডা: মাহফুজা আক্তার সোহেলী, ডা: শহীদুল ইসলাম, ডা: সোলায়মান আলী, ডা: বায়েজিদ হোসেন, ডা: শাহাদত হোসেন, ডা: বাবুল আক্তার, ডা:শামসুল ইসলাম, ডা: আসিফ আহম্মেদ, ডা: ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা মহাত্মা হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। সকল হোমিও চিকিৎসককে এই মহান বিজ্ঞানীর জীবন থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগের আহবান জানান।  বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার হোমিওপ্যাথির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন।

দেশের বিভিন্ন স্থানে হোমিও কলেজ প্রতিষ্ঠা করে হোমিও চিকিৎসার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

হোমিও কলেজের অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষকদের শতভাগ বেতন ও সরকারী সকল সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে। তিনি স্বল্পমূল্যে চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার আহবান জানান। সূত্র-এফএনএস

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই  


বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই



 বগুড়া সদর উপজেলায় চালককে হত্যা করে অটোররিকশা ছিনতাইয়ের খবর দিয়েছে পুলিশ।  

সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, মটিডালি ধরমপুরে সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।  নিহত সাইদুর রহমান (৩৫) বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা।  

ওসি এমদাদ বলেন, “সাইদুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”  

পুলিশ অপরাধী শনাক্ত করে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।  লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

সদন থানার ওসি এমদাদ হোসেন জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৬০) উপজেলার জামগ্রাম তিলচপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই শামসুল হক ছুরিকাঘাত করলে আলতাফ ঘটনাস্থলেই মারা যান।
ওসি এমদাদ বলেন, পুলিশ আসামি ধরার জন্য অভিযান চলছে।
 লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে ............।। 

Sunday, April 8, 2018

অনলাইনে সাংবাদিকতা কোর্স করুন একদম ফ্রি

আপনি যে কাজই করেন না কেন মন থেকে করবেন সফলতা আসবে! সফলতার কোন শর্টকার্ট ওয়ে নাই!  আলহামদুলিল্লাহ । 


অনলাইনে সাংবাদিকতা কোর্স করুন একদম ফ্রি


বগুড়ার সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বড় অনলাইন নিউজপোর্টাল "বগুড়া সংবাদ" এর ডেস্ক ইডিটর হিসেবে কাজ করার দায়িত্ব পেলাম।  ২০১৬ সালে প্রথম ফেসবুক পেজ "বগুড়ার ছোল-পোল " নামক পেজের মাধ্যমে লেখালেখি ও ছবি পোষ্ট করা শুরু করি, যার এডমিন Forhad Hossain ভাই।

 যদিও আগে থেকেই আমি আমার নিজের টাইমলাইনে আমার লেখা ও ছবি পোষ্ট করতাম ।।। এরপর ২০১৬ সালের সেপ্টম্বর মাসে Nishad ভাইয়ের সাথে পরিচয় এবং "বগুড়া উত্তরবঙ্গের রাজধানী " নামক পেজের ইডিটর হিসেবে যোগ দেই। ( যদিও জোর করেই আমাকে ইডিটর বানিয়েছিল) ।  এরপর থেকে বাংলাদেশের অনেক নামকরা ফেইসবুক পেজ ও গ্রুপের এডমিন প্যানেলে ছিলাম ও এখনো আছি। বিশেষ করে "বগুড়া বাংলাদেশ" পেজ ও "বগুড়া জেলা- Bogra Zila " গ্রুপের এডমিন হিসেবে আছি। ( আরো অনেক আছে )  

"বগুড়া উত্তরবঙ্গের রাজধানী" পেজ এ এসেই পরিচয় হয় বগুড়ার সব নামীদামি মানুষের সাথে । যাদের কথা না বললেই নয় : Kabir sir Meraz ভাই Nishad ভাই Shafinur ভাই Chapal K Saha সহ অসংখ্য গুনী মানুষের কাছে পরিচয় । বদলে যেতে লাগলো আমার ভিতরের সত্বা।  Meraz ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং তিনি আমাকে Press Institute of Bangladesh এর প্রশিক্ষণ এর কথা জানালেন। অপেক্ষায় থাকলাম কবে নোটিস দিবে। .....  


Press Institute of Bangladesh এর ফেসবুক পেজ এ প্রকাশিত নোটিশ অনুযায়ী September মাসের শেষ দিকে রেজিঃ করলাম  http://pib.muktopaath.gov.bd এরপর 01-October-2017 থেকে 31-January-2018 পর্যন্ত online certificate course on basic journalism এর ৪ মাস কোর্স করলাম ।  আলহামদুলিল্লাহ। অবশেষে Press Institute of Bangladesh এর অধিনে online certificate course on basic journalism এর কোর্সের সার্টিফিকেট হাতে পেলাম । .... 


যাদের কে ধন্যবাদ না দিলেই নয় a2i - Access to Information Press Institute of Bangladesh Nasimul Ahsan sir  Kaler Kantho পত্রিকার একজন বড় মাপের সাংবাদিক আমার বড় ভাই Abul Bashar Meraz . বাকৃবি প্রতিনিধি. এছাড়া ও প্রশিক্ষক স্যার রা তো অবশ্যই । .... 

শুরু থেকেই একসাথে ছিলাম আমার বড় ভাই bdnews24.com এর সাংবাদিক ভাই Rafiq Ahmed Khan , Fahad Fahad ভাই সহ অনেকেই । .....  আমি যতটুকু শিখেছি সেটা আমার জ্ঞানের পরিধি অনেক বাড়িয়েছে। আমি চাই আরো বড় হতে ভালো মানুষ হতে। 

একজন সফল মানুষ এবং একজন সত্য ও ন্যায় নিষ্ঠাবান সাংবাদিক হতে। ..... সবাই আমার জন্য দোয়া করবেন । এবং আপনাদের পাশে আমাকে একটু রাখবেন। এই আশায় Love u All. .... 💙💜💚💛  

নতুন করে কেউ যদি সাংবাদিকতা কোর্স করতে চান রেজি করুন ; http://pib.muktopaath.gov.bd  কোন কিছু জানতে ইনবক্স বা কমেন্ট করুন ............

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির দাবীতে রাস্তা অবরোধ

এম আই মিরাজ : বগুড়া সদরের চাদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু দীর্ঘ ২ বছর পূর্ব থেকে দৌহিক সম্পর্ক গড়ে তুলে অশ্লিল ভিডিও ধারণ করে রাখে। 

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির  দাবীতে রাস্তা অবরোধ


ভিডিওটি গত ২ দিন পূর্বে প্রকাশ পেলে রবিবার বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা লম্পট বাবুর ফাসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা৩০ মি: পর্যন্ত বি: সামনের নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে। 

সংবাদ পেয়ে সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, ওসী এমদাদুল হক, (তদন্ত) কামরুজ্জামান, ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেওয়া হয়। 


এ ব্যাপারে বি: ১০ শ্রেণীর ছাত্র মেহেদী, ছাত্রী মীম, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশামনির সাথে কথা বললে তারা জানান লম্পট নারীলোভী হায়েনা লাইব্রেরীয়ান বাবুর ফাসী চাই।

 বি: ম্যানেজিং কমিটির সভাপতি আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বি: পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ব্যাপারের ভুক্ত ভোগীর পিতা সরলপুর পশ্চিমপাড়া গ্রামের ডাবলু মিয়া বি: ম্যানেজিং কমিটির সভাপতি ও চাদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবর লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছে। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঐ বি: আবু বক্কর সিদ্দিক নামে এক শিক্ষককে ( বাবুর ভায়রা) আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ববগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


নিহতরা হলেন- টেম্পুর যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশিবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।

আহত টেম্পু চালক দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৮৩৮) ও বগুড়াগামী সিএনজিচালিত অটোটেম্পুর (বগুড়া- থ-১১-৩৬২২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২জন অটোটেম্পু যাত্রী নিহত হয় এবং চালক আহত হন। আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দি জানান, নিহত ব্যক্তির মধ্যে রমজান আলী সরকার একজন কাঁচা তরিতরকারি ব্যবসায়ী।

ছেলের অটোটেম্পুতে করে কাঁচা তরিতরকারি নিয়ে সিংড়া গিয়ে বিক্রি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।