Friday, March 9, 2018

বায়তুল মোকাররম মার্কেটের আগুন

অনলাইন রিপোর্ট: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

জানালেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন।  আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে। 

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি। 


আজ (শুক্রবার) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পূর্ব পাশের মার্কেট কমপ্লেক্সের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বগুড়ার শাজাহানপুরে ইটভাটার ধোঁয়া ও ছাইয়ে জনজীবন অতিষ্ঠ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা - সুজাবাদ গ্রামবাসী ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের যন্ত্রনায় অতিষ্ট ।

বগুড়ার শাজাহানপুরে ইটভাটার ধোঁয়া ও ছাইয়ে জনজীবন অতিষ্ঠ

উল্লেখ্য যে এই মাদলা সুজাবাদ গ্রামে 10-12 টি ইট ভাটা রয়েছে । প্রায় সারা বছর ইট পোড়ানো হয় । এর মধ্য ডিসেম্বর থেকে মার্চ অব্দি সবচেয়ে বেশি ইট পোড়ানো হয় ।

ইট পোড়ানোর দরুন ইটভাটার ধোঁয়া ও ছাই আশেপাশে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পরে ।  এই ধোঁয়া ও ছাই কৃষক ভাইদের ধান আলু সহ যাবতীয় ফসল ফলাদি গাছের পাতায় পরে ফসল নষ্ট করে ফেলে ।

এইসব ইটভাটা গুলোতে কোন প্রকার চিমনির ব্যবস্থা নাই কিন্তু পরিবেশ সংরক্ষন আইনে ইটভাটাতে চিমনি ব্যবহারের নির্দেশ দেয়া আছে ।

এই ধোঁয়া ও ছাইয়ের জন্য শাজাহানপুরের সুজাবাদ - মাদলা গ্রামের আম - কাঁঠাল - লিচু সহ সকল ফলের মুকুল অনেক কম পরিমানে এসেছে । নেই বললেই চলে,

এত ক্ষতির পরও বন ও পরিবেশ মন্ত্রালয়ের কোন ভ্রুক্ষেপ নেই । শাজাহানপুর টিএনও স্যার ও সেই সাথে স্থানীয় পরিবেশ সংরক্ষণ কর্মকর্তা / ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।

সুন্দর কার্বণ মুক্ত পরিবেশ গড়ুন । post টি বেশি বেশি শেয়ার করুন যাতে গন্যমান্য ব্যক্তির চোখে পরে ।
-------- মেহেদী হাসান

Thursday, March 8, 2018

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। 

গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

কল্যাপাড়া আনয়ারুল উলম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ৬ ও ৭ মার্চ-২০১৮ অনুষ্ঠিত হয়।

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বগুড়া ও সভাপতি কল্যাপাড়া আঃ উঃ ফাজিল মাদ্রাসা। ( বিশেষ কারণে তিনি অনুপস্তিত থাকায় অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করেন )

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

প্রধান অতিথিঃ জনাব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী চেয়ারম্যান, উপজেলা পরিষদ কাহালু, বগুড়া।  বিশেষ অতিথিঃ জনাব আরাফাত রহমান উপজেলা নির্বাহী অফিসার,কাহালু, বগুড়া। 

জনাব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ মেয়র, কাহালু পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কাহালু উপজেলা, বগুড়া।  জনাব মোঃ শওকত কবির পুলিশ পরিদর্শক (ওসি), কাহালু থানা,বগুড়া। 

জনাব মোঃ শফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাহালু উপজেলা, বগুড়া।  জনাব মোঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা, বগুড়া। 

জনাব মোঃ ইয়াকুব আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মালঞ্চা ইউনিয়ন পরিষদ।  জনাব মোঃ আঃ মতিন বাবলা সদস্য, মালঞ্চা ইউনিয়ন পরিষদ।

সাংস্কৃতিক পরিচালনা করেনঃ মোঃআব্দুল বাছেত সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ক্রীড়া পরিচালনা করেনঃ মোঃ হারুনুর রশিদ শরীরচর্চা শিক্ষক, অত্র মাদ্রাসা। মোঃ নূরুল আমিন আকন্দ সহকারী শিক্ষক(গণিত),অত্র মাদ্রাসা। 

সার্বিক তত্বাবধানে-মাওঃ মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষ ও মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক উপাধ্যক্ষ, অত্র মাদ্রাসা। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রাক্তন শিক্ষকবৃন্দ সহ অভিভাবক বৃন্দ

দিনব্যাপী ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক প্রতিযোগিতয় অংশ গ্রহণ করেন,  কুরআন তেলাওয়াত, হামদ , নাত, ইসলামী গান সহ কৌতুক ও দেশাত্মবোধক গান হয়। পরিশেষে মেহমানদের বক্তব্য শেষে  কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরুষ্কার বিতরণীর মাধ্যমে  অনুষ্ঠান শেষ হয়। 

Monday, March 5, 2018

বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

বগুড়া ৪র্থ আমৃড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০কেজি গাঁজার চালান আটক করা হয়েছে । 
বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে  ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

এসময় মাদক পাচারের সঙ্গে জরিত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২জনকে ।  

গ্রেপ্তারকৃতরা হল, লালমনিরহাট জেলা সদরের উভয় সাং- ফুলগাছ (চাপার মোড় দক্ষিণ পার্শ্ব)এলাকার আঃ মালেক (৫০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম (৩২), পিতা- মৃত আছির উদ্দিন ।  

বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারার সদরের একটি সূত্রে বলা হয় , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম এর নেতৃত্বে গত রবিবার রাত ব্যাপী অভিযান পরিচালনাকালে উক্ত ব্যাটালিয়নের 

একটি অপারেশনাল টিম শহরের বগুড়া রংপুর মহাসড়কের ভান্ডারী মেগা সিটির সামনের এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 
উক্ত সময়ে তারা ৪০ কেজি গাঁজা সহ উল্লেকিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিগনরে বিরুদ্ধে এ সংক্রান্তে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল । সূত্র -এফএনএস

Thursday, March 1, 2018

বগুড়ার শিবগঞ্জে পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন!

এস আই সুমনঃ বগুড়ার শিবগঞ্জে বাড়ির আঙ্গিনায় চুল ছেড়ে শুকানোর অপরাধে সানজিদা আক্তার (২২) নামে এক গৃহবধূকে মাথার চুল কেটে ও মারধর করে ঘরে তালাবন্দী রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।


গত রবিবার রাত ৯ টায় শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, গৃহবধুকে সারারাত ঘরে তালাবদ্ধ রাখা হয়েছিল। 

পরে পুলিশ খবর পেয়ে সোমবার বিকেল ৫ টার দিকে নির্যাতিত গৃবধুকে উদ্ধার ও জা মিনেরা বেগম (৩৫) কে আটক করে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধুর পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ঘটনার পর থেকে অপর দুই আসামী গৃহবধুর স্বামী জিলস্নুর রহমান (৩২) ও শ্বাশুড়ি ফাতেমা বেওয়া (৫৫) পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে। 

স্বামী জিল্লুর রহমান শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ল্যাব এসিসটেন্ট পদে কর্মরত আছে বলে জানা গেছে। 

এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কিচক হরিপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সানজিদা আক্তারকে প্রায় ৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন জিল্লুর রহমান। 

তাদের ২ বছর বয়সী জমজ দুই কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে ও নানা অজুহাতে সানজিদা আক্তারের ওপর নির্যাতন শুরু করে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। 

দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন নির্যাতন দেখে আসছে। সর্বশেষ গত রবিবার বিকেলে গোসলের পর আঙ্গিনায় চুল ছেড়ে দিয়ে শুকানোর অপরাধে বেদম মারপিট করে গৃহবধুর স্বামী। 

পরে রাত ৯ টার দিকে আবারও মারধর করে শ্বাশুড়ি-জা ও স্বামী মিলে চুল কেটে দিয়ে ঘরে তালাবন্দী করে রাখে। নির্যাতিত গৃহবধূ সানজিদা বলেন, আমার বাবা গরীব মানুষ। এর আগে অনেক টাকা যৌতুক দিয়েছে। 

তারপরেও যৌতুকের কারনে মাঝে মাঝেই মারধর করতো। আমি অসহায় বাবার মুখের দিকে তাকিয়ে সব মুখ বুজে সহ্য করে গেছি। 

রবিবার বিকেলে আঙ্গিনায় চুল শুকানোর অপরাধে আমার স্বামী-জা ও শ্বাশুড়ি মিলে মারধর করে চুল কেটে দিয়ে সারারাত ঘরে আটকে রাখে। 

আমাকে এক গ্লাস পানিও খেতে দেয়নি। পরে পরেরদিন পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এছাড়াও তিনি তার স্বামীর বিরম্নদ্ধে অন্য একটি মেয়ের সাথে পরকীয়ার অভিযোগ করেন। 

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহিদ হাসান জানান, এ ঘটনায় গৃহবধুর জা’কে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ধুনটে ধান ক্ষেতে শ্রমিকের লাশ

বগুড়ার ধুনট উপজেলায় ধান ক্ষেত থেকে আবুল কালাম ওরফে হেমায়েত আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের চাপড়া গ্রামে বিলের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাম পটুয়াখালী জেলা সদরের কমলাপুর ইউনিয়নের ভরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুল কালাম বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেন নি তিনি।

সকালে বিলের ধান ক্ষেতে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ এমবিএইচ/এসআরএস

সিংড়ায় জুয়ার আসর থেকে ৫ জুয়ারি আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় জুয়া খেলার অপরাধে ৫ জুয়ারিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। 
shingra-nator-atok-jua-bogra-news-police

বুধবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গোবিন্দ বাজারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।  

আটককৃতরা হলো,বঙ্গেশ্বর (৫৫),জিতেন্দ্রনাথ (৬০),আঃ ছালাম (৪৩),শাহজাহান আলী ও শ্রী নারত (৪৮)।  

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ৫জন আটকের সত্যতা স্বীকার করে জানান, 

এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।