Showing posts with label Bogra Sadar. Show all posts
Showing posts with label Bogra Sadar. Show all posts

Tuesday, February 27, 2018

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sunday, February 25, 2018

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

বগুড়ায় বানিজ্য মেলা-২০১৮ উদ্ভোধন করা হয়েছে। 

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক  বাণিজ্য মেলার উদ্বোধন

গতকাল রাতে মাস ব্যাপী এই মেলার উদ্ভোথন করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম। 

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রিজের আয়োজনে ও বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সার্বিক সহযোগীতায় মেলার উদ্ধোধনী আয়োজন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদান কালে তিনি  বলেছেন, 

বগুড়ায় এই বাণিজ্য মেলার মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে ও আগমী বগুড়ায় নতুন নতুন বাণিজ্য ব্যবসা মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে।   

শহরের খান্দার এলাকার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাছুদার রহমান মিলনের সভাপতিত্বে ১১ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম । 

এর আগে তিনি ,ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মাস ব্যাপী মেলার উদ্ভোদ্ধন করে।  

বগুড়ায় মাস ব্যাপী আন্তর্জাতিক  বাণিজ্য মেলার উদ্বোধন

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন, 

বেনারসী গ্লোবাল ইভেন্ট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান,এ্যাড: মকবুল হোসেন মকুল, অব কমার্সের সহ সভাপতি এম আর জুয়েল, মাহফুজুল ইসলাম রাজ সহ প্রমুখ।  

উল্লেখ্য , এবারের মেলার উদ্ভোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার পুলিশ সুপার উপস্থিত না  থাকায় উদ্ভোধনী আয়োজনে বেশ কিছুটা সংকির্নতা অনুভব করেছেন আয়োজক ও উপস্থিত সর্বস্তরের দর্শক বৃন্দ ।   সূত্র-এফএনএস

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

নাজমুল হোসেন (১৬), বগুড়া শহরের রেলস্টেশনের পাশের বস্তিতে নেই কোনো পয়ঃনিষ্কাষণের ব্যবস্থা। পানিও আনতে হয় দূর থেকে।

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

বস্তিটিতে পঞ্চাশটির বেশি পরিবারে কয়েকশ মানুষের বাস। যার এক তৃতীয়াংশ শিশু।

তাদের পানি টেনে আনতে হয় অন্য এলাকা থেকে। আর শৌচকর্ম করেন যেখানে সেখানে। নারীরা ভুগছেন বেশি।

দিন এনে দিন খাওয়া এসব মানুষের মৌলিক অধিকার দূরে থাক, প্রাকৃতিক নিত্যকর্মের মতো কাজের জন্য অন্ধকার বা ঝোপঝাড়ের আড়াল খুঁজতে হয় বলে জানান একজন নারী।

অনেক দূর থেকে পানি টেনে আনতে কষ্ট হয় বলে জানায় একটি শিশু।

অপর শিশু জানায়, তারা রেলপথের ওপরেই মলত্যাগ করে। খুব অভাব আর কষ্টের সাথে পানি ও শৌচাগারের কষ্টের কথা বলেন আরেক নারী।

এ ব্যাপারে শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী হ্যালোকে জানান, এসব সমস্যা সমাধান করার কথা তার নয়। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশা দেন।

সুনির্দিষ্ট তথ্য জানতে পারলে, শিশুদের এসব সংকটের সমাধান করতে ও শিশুদের আনন্দদায়ক পরিবেশ দিতে চেষ্টা করবেন জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।