Friday, February 1, 2019

মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'  বগুড়ার শাজাহানপুরে মৌসুমী বেগম (২৬) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।


দুই শিশুকে ঘুম পাড়িয়ে দেন তিনি। তাদের বলে যান যে তিনি বিদেশ যাচ্ছেন। সন্তানরা ঘুমিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন মৌসুমী। তিনি উপজেলার কচুয়াদহ গ্রামের রাজমিস্ত্রি আব্দুল বাকির স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরের সিলিংয়ের তীরের সাথে রশি টাঙিয়ে গলায় ফাঁস দেন মৌসুমী। 

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৌসুমী বেগমের বড়ভাই রেজাউল করিম জানান, তার ভগ্নিপতি আব্দুল বাকি পেশায় রাজমিস্ত্রি। কাজের ব্যস্ততায় বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় তাকে। তাদের ঘরে মুশফিক (৮) এবং আবু তালহা (৫) নামে দুই পুত্র সন্তান রয়েছে। 

দুই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার বলেই জানেন সবাই। শুক্রবার সকালে বড় ছেলে মুশফিক তার নানাকে ফোন করে বলে ‘নানা, মা বিদেশ চলে গেছে, তাড়াতাড়ি এসো’। পরে এসে এমন ঘটনা দেখেন তারা। রাতের বেলা মৌসুমী তার দুই পুত্র সন্তানকে পাশের ঘরে শুইয়ে রেখে বলেছিলেন, 'বাবা, তোমরা ঘুমাও। 

আমি বিদেশ চলে যাচ্ছি'। সকাল বেলা বড়ছেলে মুশফিক ঘুম থেকে উঠে মাকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে নানাকে ফোন করে। প্রতিবেশীরা জানান, মৌসুমী বেগম খুবই ভালো মানুষ। তাদের সুখের সংসার। কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। 

আত্মহত্যা করার মতো কিছু কারো চোখে পড়েনি। থানার এসআই রুম্মান হাসান জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

বগুড়ার শাজাহানপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  বগুড়া শাজাহানপুরের বগুড়া-নাটোর সড়কের দু’পাশে দীর্ঘদিনের গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।


বৃহস্পতিবার সকালে উপজেলার বীরগ্রাম থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে তা বিকেল পর্যন্ত চলে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী (উপসচিব)। 

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুন, সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল বারি ইবনে কুদ্দুস, শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। 

এ সময় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, দমকল বাহিনী, ও বিদ্যুৎ বিভাগের লোকজন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, বগুড়া-নাটোর সড়কের বীরগ্রাম, রানীহাট বন্দর এলাকায় সড়ক বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিনের গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও নিয়ম রক্ষার্থে উচ্ছেদের দশদিন পূর্বে নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করার পরও অবৈধ দখলদাররা কর্ণপাত করেনি।

বুড়িগঞ্জে নদীতে বালু উত্তোলণে দুইজন নিহত হওয়ার ঘটনায় ॥ অশুভ শক্তির ছায়া!


-------------------------------------
সরকারি প্রকল্পে খনন করা নাগর নদীতে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলণ করার সময় দুইজন শ্রমিক নিহত ঘটনাটিতে অশুভ শক্তির ছায়ায় পরিনত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র নাসির উদ্দিন সরকারি প্রকল্পে খনন করা নাগর নদীর তলদেশে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলণ করে আসছিল। উক্ত বালু উত্তোলণ বোরিং স্থলে গত ১৮ জানুয়ারি দুপুরে কলেজ পড়–য়া মোশারফ হোসেন ও এক সন্তানের জনক খায়রুল ইসলাম দুর্ঘটনায় নিহত হয়।

বালু উত্তোলণ পয়েন্টে দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ছাতড়া গ্রামের জনৈক নজরুল ইসলাম ও জনৈক ভুট্ট বালু উত্তোলণ করার মেশিন পাইপ ও যন্ত্রাংশ যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার মালামাল তড়িঘড়ি করে নিজ বাড়িতে নিয়ে যায়। সরকারি নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ করার সময় দুইজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। 

এ সময় শিবগঞ্জ থানা পুলিশকে তারা নিজের জায়গায় বালু উত্তোলণ করেছে এবং বিভিন্ন ভাবে ভুল তথ্য দিয়ে অশুভ শক্তির ছায়ায় দফায় দফায় অভিযুক্তর আত্মীয়দের কাছ থেকে নিহত পরিবার, পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের ভয় দেখিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। 

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হয়। এর পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই নিহত মোশারফ সরকারের পিতা ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউপির বানিয়াচাপড়  গ্রামের মোস্তফা সরকার বাদী হয়ে বালু উত্তোলণকারী নাসির উদ্দিন ও মেশিন মালিক নজরুল ইসলাম এ  দু’জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন। 

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, বুড়িগঞ্জের একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় দুইজন জনৈক নেতা উপরোক্ত টাকাগুলি ভাগবাটোয়ারা ও রফাদফা করার গুনজন উঠেছে। উল্লেখ্য যে, বালু উত্তোলণে নিহত শ্রমিকদের দুইটি মোবাইল ফোন নগদ টাকা পরিধেয় বস্ত্র উত্তোলণে ব্যবহৃত মেশিন ও পাইপসহ তাদের বেশকিছু মালামাল অদ্যবধি উদ্ধার হয়নি। 

এ ব্যাপারে ১ ফেব্র“য়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলাটি তদন্তধীন রয়েছে, তিনি আরও জানান, বালু উত্তোলণের কাজে ব্যবহৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সরকারি নাগর নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলণ কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান সচেতন মহল। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ০১.০২.২০১৯

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার




: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে নিশিন্দারা ইউপির নুনগোলা চাদপুর আমবাগানের পাশে সুবিল খাল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
বগুড়ার অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তিনি সহ সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। এদিকে ঐ লাশের কেউ পরিচয় জানলে তাকে বগুড়া সদর থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।
নিহত ব্যক্তির মুখে দাড়ি, পরনে লুঙ্গি, ফুলহাতা চেক শার্ট ও হাফ হাতা সোয়েটার ছিল।

Thursday, January 31, 2019

বগুড়ার শাজাহানপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

বগুড়া  উত্তর ডটকম : (জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত হিউম্যান হলার জব্দ করা হয়েছে।


আটককৃতরা হলেন, হিউম্যান হলার চালক উপজেলার রহিমাবাদ দক্ষিনপাড়ার মৃত মোবারক আলীর পুত্র হুমায়ন কবির (৩২) এবং হেলপার কাটাবাড়িয়া গ্রামের ইমতিয়াজ আলীর রাজু আহমেদ (২৪)।
এ ঘটনায় থানার এসআই রুম্মান হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদক মামলা করেছেন। বৃহস্পতিবার বিকেলে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এসআই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাঝিড়াবন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত হিউম্যান হলারের চালকের সিটের নীচ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হিউম্যান হলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের নিয়মিত মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়ায় ফার্নিচারের কারখানায় অগ্নিকান্ড।। ১৭ লক্ষ টাকার ক্ষতি

বগুড়া  উত্তর ডটকম : (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ রোডে মন্ডলপাড়ার সামনে অবস্থিত টুটুল কাঠ এন্ড স্টিল ফার্নিচারের ঢেউটিন দিয়ে তৈরি কারখানায় অগ্নিকান্ডে কাঠ, পারটেক্স বোর্ড ও স্টিলের তৈরি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে পাশের ভবনের মালিক আগুন দেখতে পেয়ে কারখানার মালিক বিধান কুমার সাহা টুটুলকে মোবাইল ফোনে জানান। টুটুল কারখানায় উপস্থিত হয়ে আগুনের তীব্রতা দেখে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্শ্ববর্তী কাহালু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইউনিটকে খবর দিলে দুই ইউনিট মিলে প্রায় দেড়ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ততক্ষণে কারখানাসহ কারখানায় রাখা সকল আসবাবপত্র, কাঠ ও পারটেক্স বোর্ড পুড়ে ছাই হয়ে যায়।
 
কারখানার মালিক বিধান কুমার সাহা টুটুল বলেন, তার বাড়ি ও শো-রুমের পিছনে কারখানায় অগ্নিকান্ডে আনুমানিক ১৬ হতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
 
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর ইউনিট লিডার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রকাশ হয়েছে অপূর্ব, তাহসান ও নিশোর ‘দ্বিতীয় কৈশোর’ (ভিডিওসহ)

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশোর ‘দ্বিতীয় কৈশোর’ প্রকাশ হয়েছে। গত ২৩ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে।
  




এদিকে এটাই প্রথম  প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশো। ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’র মাধ্যমে তাদের তিনজনকে এক করেছেন নির্মাতা শিহাব শাহীন।  

জানা গেছে, ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মের কাহিনি।  নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এই তিন তারকাকে একসঙ্গে পাওয়া বেশ কঠিন। তবে গল্পের প্রয়োজনে প্রথমবারের মতো তারা এক হয়েছেন। নির্মাণের দিক দিয়ে কাজটি চলচ্চিত্রের আদলে করা হয়েছে।’ 

 তিনি আরও বলেন, ‘বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।’ 

 অপূর্ব, তাহসান ও আফরান নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান ও আবুল হায়াত প্রমুখ।  ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েব ফিল্মটি দেখতে নিচে  ক্লিক করুন

Tuesday, January 29, 2019

নন্দীগ্রামে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়া  উত্তর ডটকম : (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজারসহ মহাসড়কের দেড় পাশের প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।


মঙ্গলবার সকাল থেকে বিকেল এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন সওজ অধিদপ্তরের উপ-সচিব এবং ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী। এ সময় অনেকর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার, বগুড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে দুটি বুলডোজার দিয়ে রণবাঘা মহাসড়কের দুই পাশের প্রায় দেড় শতাধিক দোকান ও বিল্ডিং সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 
সওজ কর্তৃপক্ষ জানায়, বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট থেকে রণবাঘা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সওজ এর পক্ষ থেকে কয়েক দফা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও কর্ণপাত করেনি দখলকারীরা।
 
বগুড়ার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, বগুড়া-নাটোর মহাসড়কের দুই পাশে কুন্দারহাট থেকে রণবাঘা পর্যন্ত প্রায় ৬০০ ব্যক্তি অবৈধভাবে সড়ক বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এসব সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। পরে এক সপ্তাহ আগে গণবিজ্ঞপ্তি জারিসহ মাইকিং করে মঙ্গলবার উচ্ছেদ করার কথা জানানো হয়।
 
প্রথম দিন বগুড়া-নাটোর মহাড়কের রণবাঘা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।