Saturday, January 19, 2019

৪০ বস্তা ময়লা-আর্বজনা ও কাগজ পরিষ্কার করলো ”তীর”

বগুড়া উত্তর ডটকম : ১৯ জানুয়ারি “পরিচ্ছন্ন ক্যাম্পাস” এই শিরেনামে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রির্সাচ” (তীর) এর আয়োজনে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যম্পাসে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান চালানো হয়। 


উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক। পরিষ্কার পরিচ্ছনতা অভিযানে অংশগ্রহন করেন “তীর” এর সভাপতি মোঃ আরাফাত রহমান, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: জাহিদ সহ প্রায় ২৫ জন পরিবেশ কর্মী। 
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন “তীর” এর উপদেষ্টা জনাব মোঃ মোখলেছুর রহমান, জনাব,মোঃ শাহাজাহান আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারন শিক্ষার্থীরা এবং অত্র কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আ: রউফ সহ অন্যান্যরা ।
এই অভিযানে সরকারি আজিজুল হক কলেজে প্রায় ৪০ বস্তা ময়লা-আর্বজনা ও কাগজ কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন “তীর” এর কর্মীরা। শিক্ষার্থীদের এই পরিবেশবাদী সংগঠনের সভাপতি মোঃ আরাফাত রহমান ও সা. সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “তীর দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সবার মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও পরিবেশ রক্ষায় উৎসাহ বৃদ্ধি করার মাধ্যমে ক্রমবর্ধমান পরিবেশ দুষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা সম্ভব। আর এরজন্য সকল শেণির মানুষকে এগিয়ে আসতে হবে।”

কমিউনিটি সেন্টারে অনৈতিক কার্যকলাপ - নারীসহ ৪৭ জন গ্রেপ্তার

বগুড়া উত্তর ডটকম (সাগর খান, আদমদীঘি প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পালকি নামের একটি কমিউনিটি সেন্টারে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পুলিশ শুক্রবার গভীর রাতে ৭ নারী’সহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।



 
এদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়েরের পর দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ । গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বগুড়া শহর ও আশপাশ এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মচারি ও ব্যবসায়ি বলে জানা গেছে। পিকনিক করার নামে এ সকল ব্যক্তিরা ওই কমিউনিটি সেন্টারে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর পুলিশ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করে ।
 
পুুলিশ জানায়, শুক্রবার রাতে সান্তাহার শহরের শিমুল, বগুড়া শহরের শামসুল হক, জাহিদুল ইসলাম, জহুরুল হক, ওয়াহেদুজ্জামান, সেলিম হোসেন,ফারুক হোসেন, মোকছেদ আলী, মাসুদ মিয়া, রিপন পাইকার, নাটোরের শিউলী আক্তার, শরীয়তপুরের শিরিন আক্তার, ঢাকার সোনালী বেগম ও আলো আক্তার সহ ৪৭ জন বগুড়া থেকে একটি বাসযোগে আদমদীঘির সান্তাহার শহরের বাইপাস সড়ক সংলগ্ন পালকী কমিউনিটি সেন্টারে পিকনিক করতে আসেন।

পিকনিক করার নামে এ সকল ব্যক্তিরা গভীর রাতে সেখানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় গোপন সংবাদ পেয়ে সান্তাহার টাউন পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল ওয়াদুদ পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ।
 
আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ২৯০ ধারায় মামলা দায়েরের পর ওই ৪৭ জন কে বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।

শাজাহানপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা

বগুড়া উত্তর ডটকম (জিয়াউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি: আসন্ন শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ বগুড়া বারের সদস্য সাবেক ছাত্রনেতা এড. রেজাউল হক রজব মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা করেছেন বের করেন। 


শাজাহানপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা


শনিবার সকালে উপজেলার নয়মাইল এলাকা থেকে মটরসাইকেলের বহর নিয়ে দিনব্যাপী সমগ্র উপজেলা ঘুরে বেড়ান এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

এ সময় তার শোভাযাত্রায় খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ খরনা, গোহাইল ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন । এড. রেজাউল হক রজব প্রায় দু’সপ্তাহ পূর্ব থেকে উপজেলার হাট বাজার ও বন্দর এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ।

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বগুড়া উত্তর ডটকম: র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি ২০১৯ তারিখ ১৬৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন রনবাঘা বাজারস্থ দাদাভাই ট্রেডার্স প্রোঃ মোঃ হাফিজুর রহমান এর দোকানের সামনে ফুট পাতের উপর অভিযান পরিচালনা করে মোট ১১০( একশত দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা, ০১ টি মোবাইল ফোন, ০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ৪,১০০/-(চার হাজার একশত) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম সুলতান রাজু (৩৫) পিতা মৃত ওমর হোসেন সাং কৈগাম দোপুকুরিয়া থানা সিংড়া জেলা নাটোরকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা নাটোর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় হস্তান্তর এর বিষয়টি প্রক্রিয়াধীন।

ধুনটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৪৩ তম বিশ্ব ইজতেমা

http://www.bogurauttor.com/2019/01/blog-post_51.html

বগুড়া উত্তর ডটকম (ইমরান হোসেন ইমন, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রামে তাবলিক জামাতের তিনদিন ব্যাপি ৪৩তম বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার সকাল ১১টায় মুসল্লিম উম্মাহ্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা এবং আল্লাহ্র দরবারে গুনাহ্ মাফ চেয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের সূরা সদস্য আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন। দীর্ঘ ১৬ মিনিটের মোনাজাতের সময় হাজারো ধর্মপ্রান মুসল্লিগনের কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।
জানাযায়, টঙ্গির বিশ্ব ইজতেমা সফল করতে ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে যুগ যুগ ধরে ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বৃহস্পতিবার বাদ ফজর ইন্দোনেশিয়া তাবলিক জামাতের আমির মাওলানা আহম্মেদ মিস বাইন মনিরের উদ্বোধনী আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। ইজতেমায় প্রতিবছরের ন্যায় এবারও ইন্দোনেশিয়া, মালেশিয়া, সুদান, থাইল্যান্ড ও ভারত সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিগণ জামাত বন্দি হয়ে অংশ গ্রহন করেন।
ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ুন কবির জানান, ইজতেমা শেষে ৩টি জামাত ভারতে এবং ১৮টি জামাত দেশের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াতের কাজে বের হয়েছেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সমাপ্তি হয়েছে।

একাধিক বিয়ের কারণে স্বামীর পুরুষাঙ্গ কর্তন!


বগুড়া উত্তর ডটকম (গোলাম রব্বানী শিপন: একাধিক বিয়ে। ৩০ বছরের সংসার জীবনে বিয়ে করেছেন ছয়টি। কোনো স্ত্রীকেই ভাত-কাপড় দেননি তিনি। বিয়ের কিছুদিন পরই শুরু করতেন অমানুষিক নির্যাতন। বহু বিয়ের এ খল নায়কের বিচার করতে করতে গ্রামের মেম্বর থেকে শুরু করে গ্রাম প্রধানরা ছিলেন অতিষ্ট। 


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পর্যন্ত তার বিচার করেছে কয়েকবার। তারপরেও তাকে শাসন করা যায়নি। অবশেষে তিনি নিজেই শাস্তি দেয়ার প্রস্তুতি নেন। সিদ্ধান্ত নেন আবার বিয়ে করলেই তার পুরুষাঙ্গ কেটে ফেলার। যেই সিদ্ধান্ত সেই কাজ। চার দিন আগে স্বামী রঞ্জিত মিয়া পার্শ্ববর্তী চরগোয়ালগ্রামের পানছুরা বেগমকে বিয়ে করেন। এটা তার ছয় নম্বর বিয়ে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে কৌশলে স্বামীকে ঘরে ডেকে এনে ধারালো ব্লেড দিয়ে পোঁচ দেন পুরুষাঙ্গে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রঞ্জিত মিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এভাবেই ঘটনা এবং স্বামীর জীবন কাহিনী বর্ণনা করেন পুলিশের হাতে আটক প্রথম স্ত্রী খোঁসজান নেছা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ জানুয়ারি) শেষ রাত ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিডি দাশ পিকলু জানান, রঞ্জিত মিয়ার পুরুষাঙ্গের ৯৫ ভাগ কেটে গেছে। প্রাথমিকভাবে সেটি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুরে পাঠিয়ে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার তৃতীয় স্ত্রী কমেলা খাতুন।

স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) আক্তারুজ্জামান জানান, ঘটনার পর রাতেই রঞ্জিত মিয়ার প্রথম স্ত্রী খোঁসজান নেছাকে আটক করা হয়েছে।

স্থানীয় কাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) আনারুল ইসলাম বাংলানিউজকে জানান, ৩০ বছর সংসার জীবনে তিনি ছয়টি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী খোঁসজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী যশোরের আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষ স্ত্রী চরগোয়ালগ্রামের পানছুরা কাতুন।

রঞ্জিত মিয়া পেশায় একজন মুরগি ব্যবসায়ী। হাতে কিছু টাকা পয়সা পেলেই তিনি বিয়ে করেন।

কমেলা খাতুন বলেন, আমাকে বিয়ে করেছেন আটাশ বছর আগে। আমার এক ছেলে রয়েছে। আমাকে নাবালক ছেলেসহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি লোকের বাড়িতে কাজ করে, ছাগল-গরু চরিয়ে, লোকের বাড়ি দুক ধান্দা করে জীবন কাটিয়েছি।

Friday, January 18, 2019

বগুড়া শিবগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুই শ্রমিক নিহত


বগুড়া উত্তর ডটকম : শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের পূর্বপার্শ্বে নাগর নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করার সময় ২০ফুট মাটির নিচে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত।


জানা যায়, বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের মুতঃ সিরাজ আকন্দর পুত্র নাসির উদ্দিন ছাতড়া গ্রামের পূর্ব পার্শ্বে তেতুলতলা নাগর নদীতে অবৈধ ভাবে চুক্তি ভিত্তিক বালু উত্তোলন করে আসছিল।

শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য হেড মিস্তি মসজিদে যায় এ সময় ১৫ থেকে ২০ ফুট নিচে পাইপ কানা হলে তা মেরামতের জন্য প্রথমে একজন শ্রমিক নিচে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক জন অজ্ঞান হয়ে পড়ে এসময় উপড়ে থাকা শ্রমিক এর চিৎকারে স্থানীয় জনতা ওই বোরিং থেকে দুই জন শ্রমিককে উদ্ধার করে।

শিবগঞ্জ থানা  সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় পুলিশের গাড়িতে করে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষনা করে। 

নিহতরা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের বানিয়াচাপড় গ্রামের  আমজাদ হোসেনের পুত্র খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোস্তফা সরকারের পুত্র মোশারফ হোসেন (২০। জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি অপারেশন বলেন ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং উক্ত শ্রমিকদের অক্সিজেনর অভাবে মৃত বরণ করেছে বলে প্রাথমিক ভাবে জানাযায়।

যমুনা টিভির সাংবাদিকদের সাথে বগুড়ার মাদক নিরাময় কেন্দ্রে ঠিক কি হয়েছিল!


বগুড়া করেসপন্ডেন্ট :: মাদক নিরাময় কেন্দ্র নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি টিমের সদস্যরা। মারপিট করতে করতে সাংবাদিকদের একটি ঘরে আটকে রাখা হয়। মারপিটের একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে ধারণ করা কিছু ভিডিওচিত্র ক্যামেরা থেকে মুছে ফেলতেও বাধ্য করে। পরে ক্যামেরা, ভিডিও টেপ ও মাইক্রোফোনসহ অন্যান্য ডিভাইস ছিনিয়ে নেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম জিয়া এবং ক্যামেরা পারসন তানভির মিজানকে উদ্ধার করে পুলিশ। আহতদের বগুড়ার সরকারী মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক। তবে ভিডিও টেপ দুটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুরে বগুড়া শহরে কলোনী স্টাফ কোয়ার্টার এলাকায় রিয়েল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনিয়মের ছবি ভিডিও করার সময় এ ঘটনা ঘটে। এঘটনায় বগুড়া সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন হামলার শিকার যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম জিয়া।
সময়ের কন্ঠস্বরকে এতথ্য নিশ্চিত করে সদর থানার ওসি এমএম বদিউজ্জামান জানান, অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন বগুড়া শহরে দক্ষিণ ঠনঠনিয়ার মৃত বদিউজ্জামানের ছেলে রিয়েল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক নুর মোহাম্মদ (৩৮), প্রতিষ্ঠানের কর্মচারী শহরের নাটাইপাড়ার মৃত রামচন্দ্র দাসের ছেলে পলাশ কুমার দাস (৩৩) ও অপর কর্মচারী শহরে লতিফপুর কলোনীর আশরাফ আলীর ছেলে আরজু (২৮)।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গোপনে মাদকের ব্যবসা চলে। মাদক সেবীদের কাছে সহজেই মাদক বিক্রয় করে আসছিল এই কুখ্যাত অপরাধী চক্রটি। এদের সাথে প্রভাবশালী সিন্ডিকেট থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করে না। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সুস্থ-স্বাভাবিক মানুষকে মাদকে আসক্ত করা হয়, চলে মাদক সেবন’-এমন তথ্যের সত্যতা যাচাইয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশনের একটি অনুসন্ধানি দল সেখানে যায়। ভেতরে ঢুকে তথ্যের সত্যতাও ধরা পড়ে যমুনার ক্যামেরায়।
আহত সাংবাদিক এসএম জিয়া জানান, তারা দেশের বিভিন্ন স্থানে মাদক নিরাময় কেন্দ্র নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিলেন। এর ধারাবাহিকতায় টিম নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় রিয়েল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আসেন। 

পরিচয় পাবার পর প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের ভেতরে ঢুকতে দেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিরাময় কেন্দ্রের অনিয়মের ছবি ভিডিও করার সময় হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে পরিচালক নুর মোহাম্মদের নেতৃত্বে ৮-১০জন তাদের ওপর চড়াও হয়। মারপিট করতে করতে তাদের একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে।
যমুনা টিভির বগুড়া ব্যুরো মেহেরুল সুজন মুঠোফোনে সময়ের কন্ঠস্বরকে জানান, আহত দুই সাংবাদিকের অবস্থা আশংকাজনক। মারপিটের সময় অস্ত্র ঠেকিয়ে ধারণ করা কিছু ভিডিওচিত্র ক্যামেরা থেকে মুছে ফেলতেও বাধ্য করে মাদক নিরাময় কেন্দ্রের সাইনবোর্ড ব্যবহারকারী সন্ত্রাসীরা। পরে ক্যামেরা, ভিডিও টেপ ও মাইক্রোফোনসহ অন্যান্য ডিভাইস ছিনিয়ে নিয়েছে।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ভিডিও টেপ উদ্ধার ও বাকী আসামীদের গ্রেফতার করতে শহরজুড়ে অভিযান চলছে।

নিউজ ক্রেডিট : সময়ের কন্ঠস্বর