বগুড়া উত্তর ডটকম : শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের পূর্বপার্শ্বে নাগর নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলন করার সময় ২০ফুট মাটির নিচে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত।
জানা যায়, বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের মুতঃ সিরাজ আকন্দর পুত্র নাসির উদ্দিন ছাতড়া গ্রামের পূর্ব পার্শ্বে তেতুলতলা নাগর নদীতে অবৈধ ভাবে চুক্তি ভিত্তিক বালু উত্তোলন করে আসছিল।
শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য হেড মিস্তি মসজিদে যায় এ সময় ১৫ থেকে ২০ ফুট নিচে পাইপ কানা হলে তা মেরামতের জন্য প্রথমে একজন শ্রমিক নিচে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক জন অজ্ঞান হয়ে পড়ে এসময় উপড়ে থাকা শ্রমিক এর চিৎকারে স্থানীয় জনতা ওই বোরিং থেকে দুই জন শ্রমিককে উদ্ধার করে।
শিবগঞ্জ থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় পুলিশের গাড়িতে করে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষনা করে।
নিহতরা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউনিয়নের বানিয়াচাপড় গ্রামের আমজাদ হোসেনের পুত্র খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোস্তফা সরকারের পুত্র মোশারফ হোসেন (২০। জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি অপারেশন বলেন ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং উক্ত শ্রমিকদের অক্সিজেনর অভাবে মৃত বরণ করেছে বলে প্রাথমিক ভাবে জানাযায়।
No comments:
Post a Comment