Saturday, January 19, 2019

শাজাহানপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা

বগুড়া উত্তর ডটকম (জিয়াউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি: আসন্ন শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ বগুড়া বারের সদস্য সাবেক ছাত্রনেতা এড. রেজাউল হক রজব মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রা করেছেন বের করেন। 


শাজাহানপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা


শনিবার সকালে উপজেলার নয়মাইল এলাকা থেকে মটরসাইকেলের বহর নিয়ে দিনব্যাপী সমগ্র উপজেলা ঘুরে বেড়ান এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

এ সময় তার শোভাযাত্রায় খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ খরনা, গোহাইল ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন । এড. রেজাউল হক রজব প্রায় দু’সপ্তাহ পূর্ব থেকে উপজেলার হাট বাজার ও বন্দর এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ।

No comments:

Post a Comment