Wednesday, September 26, 2018

বগুড়ায় ট্রাক উল্টে মা-মেয়ে নিহত


বগুড়ার শাজাহানপুরে রডবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।   

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রাকটি উপজেলার ফটকি সেতুর কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়।   পরে স্থানীয়রা ট্রাক চালকসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও ট্রাকের ভেতরে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী নিচে চাপা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

"তীর" এর নদী দিবস উপলক্ষে আলোচনা সভা

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার এর উদ্যেগে “গাড়িদহ পাবলিক স্কুল এন্ড কলেজ” শেরপুর বগুড়ায় এক বিশ্ব নদী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় মূূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর সভাপতি জনাব মোঃ আরাফাত রহমান। 

আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মোঃ শাহরিয়ার আলম বাবু। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাড়িদহ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ্র। উক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নদীর গুরুত্ব তুলে ধরে বিষদ আলোচনা করা হয়। নদী ও পরিবেশ দুষনরোধে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন “তীর” এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চেতী খাতুন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ মুনজিলা খাতুন, রাকিবুল ্ইসলাম, হোসেন রহমাান, আতিকুল ইসলাম, অমিত ও মুকিম মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবেশ, জীববৈচিত্র ও নদী বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

পরিষ্কার হলো সারিয়াকান্দি উপজেলা শহর


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ "আমার শহর, আমার দায়িত্ব" এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে দোস্ত সংগঠনের উদ্দ্যেগে উপজেলা শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সড়ক পরিষ্কার করা হয়। 

এই অভিযান উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন দোস্ত সংগঠনের সভাপতি পারভেজ মাহমুদ, সাধারন সম্পাদক মিজু আহম্মেদ সহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।

Sunday, September 23, 2018

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বর্ণকারের মৃত্যু

গোলাম রব্বানী শিপন: ২৩.সেপ্টেম্বর ২০১৮ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক স্বর্ণকার কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার পার আচলাই নামাপাড়া গ্রামের মুকুল মিয়ার পুত্র বাবু মিয়া (১৭) স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুকুল সে পার্শ্ববর্তী একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণকারের কাজ করত। 

এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ত্যাঁরের সাথে জরিয়ে পরে। এরপর স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোর স্বর্ণকার ছিল। 

স্বর্ণের কাজে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে অসাবধানতা বসত বিদ্যুতে জড়িয়ে তার আকষ্মিক মৃত্যু হয়। এদিকে কিশোর মিলনের আকষ্মিক মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম।

দীর্ঘ ২৫ ঘন্টা পর উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আব্দুস সালাম : বগুড়া সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে যাওয়ায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর ও অভ্যন্তরীন রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 



ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। সোনাতলা উপজেলায় রেল সেতু মেরামতে কাজ চালিয়ে যাচ্ছেন রেল বিভাগ। এতে ২৫ ঘন্টা ধরে বন্ধ থাকা রেল যোগাযোগ চালু করার অনুমতি প্রদান করেন জিএম পশ্চিম মোঃ মজিবুর রহমান ও চীপ ইন্জিনিয়ার পশ্চিম মোঃ রমজান আলী সাংবাদিকদের জামান আমরা ৫ বার ট্রাইল দিয়ে দেখেছি।   

আর কোন সমস্যা হবেনা বলে জানান। তিনি  বেলা ১৩.৩০ মিনিটে রেল যোগাযোগের অনুমিতি দেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সেতুতে প্রায় ডের শতাধিক রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন |

Saturday, September 22, 2018

বগুড়ায় রেলসেতু ডেবে ঢাকার সাথে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন যোগাযোগ বন্ধ

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে গেছে। এতে রেল সড়ক বেঁকে যাওয়ায় বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 



ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে দূর্ঘটনার আশংকায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে বগুড়ার সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ব্রীজের নিকট এসে দূর্ঘটনার আশংকায় ভেলুরপাড়া রেল স্টেশনে ফেরত নেওয়া হয়। 

লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনও সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়েছে। ঘটনার পর থেকে রেল বিভাগের কর্মচারীরা ট্রেন চলাচল সাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সরেজমিনে দুপুর ডেরটায় ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে কর্মচারীদের কাজ করতে দেখা যায়। তবে উর্দ্ধতন কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি। কিছুক্ষনের মধ্যেই কর্মকর্তাগন ঘটনাস্থলে আসবেন বলে কর্মচারীরা জানিয়েছে। সোনাতলা স্টেশন মাষ্টার আব্দুল হামিদ জানান, রেল সড়ক বেঁকে যাওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনও দুপুর ১টা ৯মিনিট থেকে সোনাতলা স্টেশনে থেমে রাখা হয়েছে।


ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। রেলেয়ের কর্মকর্তারা আমাদের কে জানিয়েছেন, তারা কাজ শুরু করেছেন। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে ট্রেন চলাচল করতে পারবে।

বগুড়ায় ৩১ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক বগুড়া:  আর মাত্র দেড় থেকে দুই মাস পরেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতির জন্য এই সময়টাতেই শিক্ষার্থীদের বেশি মনোযোগী হওয়ার কথা।



কিন্তু বন্যার পানিতে বিদ্যালয় ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে তেমনি অভিভাবকরাও এ দুর্যোগ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বগুড়া জেলার ৩টি উপজেলায় ৩১টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষা বিভাগের হিসেব অনুযায়ী, যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চল বেষ্টিত এই তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলা।

এই উপজেলায় সোমবার পর্যন্ত ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাধ্যমিক একটি। সোনাতলা উপজেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। অপরদিকে ধুনট উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে পাঠদান।


সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ২১টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে ১০টি বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে পাঠদান বন্ধ রয়েছে। তবে প্লাবিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উঁচু স্থানে কোনো বাড়িতে নিয়ে গিয়ে শিক্ষা দেয়া হচ্ছে। 

বিশেষ করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের পাঠদানের চেষ্টা চলছে। এই উপজেলায় মাধ্যমিকে কর্ণিবাড়ি ইউনিয়নের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

সারিয়াকান্দি উপজেলার ঘুগুমারী এলাকার বাসিন্দা ও এক স্কুলছাত্রের অভিভাবক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষার বাকি আর মাত্র দেড়মাস। আর এখনোই বন্যার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তারা ভালো ফলাফল করতে পারবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত। শিক্ষকদের উচিৎ এসব শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়ার। লিমন বাসার/আরএ/জেআইএম

টাঙ্গাইলে "বিডি ক্লিন" এর পরিচ্ছন্নতা অভিযান শুরু




রবিউল ইসলাম : ২২ সেপ্টেম্বর শনিবার ২০১৮ইং টাঙ্গাইল। বিডি ক্লিন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের শাখা রয়েছে। তারা প্রতি সপ্তাহে একটি করে ইভেন্ট পরিচালনা করে থাকেন, তারই অংশ হিসেবে শহরের নিরালা মোড় থেকে নিউ মার্কেট এলাকা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালান করেন। 


ইভেন্ট শুরু করার আগে শপথ পাঠ ও নতুন সকল সদস্যদের একটি করে টি শার্ট বিতরণ করা হয়| বিডি ক্লিন টাঙ্গাইল এর জেলা সমন্বয়ক, শাহীন চাকলাদার বলেন, আমরা এই শহরটাকে সব সময় পরিচ্ছন্ন দেখতে চাই কেউ যেনো যত্রতত্র একটি ময়লা আবর্জনা না ফেলেন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ইভেন্টের আয়োজন করা হবে । 



যে কেউ চাইলে আমাদের সাথে অংশ গ্রহণ করতে পারেন। উক্ত ইভেন্ট পরিচালানার দায়িত্ব রয়েছেন টীম লিডার, মাসুদ পারভেজ বিকাশ, নাফিজুল ইসলাম রানা এবং রবিউল ইসলাম।

উল্লেখ্য ‘বিডি ক্লিন‘ রাজধানী শহর ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা শহরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।