Thursday, March 29, 2018

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ, পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব উঠছে নিকার সভায় 

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

নিজামুল হক: বিপুল প্রশাসনিক বিভাগ গঠনের পর এবার সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা। আর বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি বানানে পরিবর্তন আনা হচ্ছে পাঁচ জেলার।  

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করারও প্রস্তাব করা হচ্ছে। ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় এই তিনটি প্রস্তাব উঠছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ প্রতিদিনকে এই তিনটি প্রস্তাব উত্থাপনের বিষয় নিশ্চিত করে বলেছেন, নিকারের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৫ সালের ১২ অক্টোবর বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে সরকার। সাধরণত বিভাগীয় শহরের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। 

স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে আটটি শর্ত পূরণ করতে হয়। 

শর্ত পূরণে ইতিমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক পল্লী এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এর মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নিকারে উপস্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

পাঁচ জেলার ইংরেজি বানান : মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।    

জানা গেছে, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে। 

বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে bagura করার প্রস্তাব পাঠানো হয়েছে। 

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও নিকার সভায় উঠছে। 

ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল লালমাই উপজেলা সদর স্থাপন করা হবে ৪৭ নম্বর জয়নগর মৌজায়। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার ২৮ দাগের মোট ছয় একর জমির ওপর উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাব করা হবে।
সুত্র: BD News protidi

Wednesday, March 14, 2018

স্টিফেন হকিং আর নেই - বিবিসি

বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং আর নেই। কোয়ান্টাম বিজ্ঞানের তত্ত্ব কৃষ্ণগহ্বর ও

স্টিফেন হকিং আর নেই বিবিসি

আপেক্ষিকতাবাদের জন্য তিনি জগৎজোড়া কিংবদন্তি বিজ্ঞানীর মর্যাদায় আসীন ছিলেন।

৭৬ বছর বয়সে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞানী মারা যান বলে পরিবারের মুখপাত্রের বরাত দিয়ে বুধবার সকালে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তিনি বিশ্ববিদ্যালয়টির লুকাসিয়ান অধ্যাপক ছিলেন, যে পদে একসময় ছিলেন স্যার আইজাক নিউটন।  

স্টিফেন উইলিয়াম হকিংয়ের তিন সন্তান লুসি, রবার্ট ও টিম বলেছেন, ‘আমরা গভীর ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের পরম ভালোবাসার বাবা আর নেই।’

 তিনি একজন জগদ্বিখ্যাত বিজ্ঞানী এবং একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁর কাজ ও উত্তরাধিকার অনেক বছর ধরে বেঁচে থাকবে,’ যোগ করেন হকিংয়ের সন্তানরা।

হকিং ১৯৪৮ সালের ৮ জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। বাবা ড. ফ্রাঙ্ক হকিং ছিলেন জীববিজ্ঞানের গবেষক আর মা ইসাবেলা ছিলেন রাজনৈতিক কর্মী।

উত্তর লন্ডনের এই পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্সফোর্ডে আসে। মাত্র ২১ বছর বয়সে হকিং মোটর নিউরন নামে এক জটিল রোগে আক্রান্ত হন।

পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইলচেয়ারেই জীবনের বেশির ভাগ সময় কাটান। মুখের পেশির নড়াচড়ার মাধ্যমে কম্পিউটারে তৈরি করা স্বরে তিনি অর্থপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করতেন।

সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে তিনি সৃষ্টিতত্ত্ব ও আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বকে বিকাশিত করেন।  

মানুষের মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে নানা কথা চালু থাকলেও হকিং মনে করতেন, এ শুধুই রূপকথা। সেই রূপকথার জগতেই ঠাঁই নিলেন এই বিজ্ঞানী। 

দুপচাঁচিয়ার চৌমুহনী বাজারে গনচৌশাগার নির্মাণের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস

রবিউল ইসলাম ( দুপচাঁচিয়া প্রতিনিধি ) : 
অভিযোগঃ একটি গনচৌশাগার/পাবলিক টয়লেট নির্মাণ প্রসংঙ্গে! বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার  চৌমুহনী বাজার।

দুপচাঁচিয়া বাজারে গনচৌশাগার নির্মাণের দাবিতে ফেসবুকে স্ট্যাটাস

এই বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ী ও অত্র এলাকার হাজার হাজার নারী-পুরুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে থাকেন ও নিত্য-প্রয়োজনীয় কেনা কাটার জন্য আসা- যাওয়া করে।

কিন্তূ দূঃখের বিষয় বাজারে পাবলিক টয়লেট না থাকায় অনেক বয়স্ক পুরুষ/মহিলাদেরকে জটিল ও কঠিন সমস্যার সম্মূখিন হতে হয়।

প্রসাব-পায়খানা করার জন্যে মানুষ হন্ন্য হয়ে এদিক শেদিক যাওয়া শুরু করে। চৌমুহনী বাজারের উত্তর দিকে খোলা মাঠে, 

এরামতি নদী/খাড়ার ধারে যত্রতত্র বাধ্য হয়ে পায়খানা করে আবার রাতের বেলায় বাজারের আসেপাশেই প্রাসাব পায়খানা করে। 

এতে করে স্বাস্হ্য ও পরিবেশ চরম ভাবে দুষনীয় হচ্ছে।বিধায় দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গনি মন্ডল।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনোয়ার হোসেন হেলাল। 

মোঃআজাহার আলী মেম্বার মোঃবাবলু মেম্বার এবং স্হানীয় গন্য মান্য ব্যক্তি বর্গের নিকট আকুল আবেদন করছি ও সকলের দৃষ্টি আকর্ষন করছি।

চৌমুহনী বাজারে একটি দ্রত গণসৌচাগারের ব্যবস্হা করার জন্য জোর দাবী জানাচ্ছি! এবং এলাকাবাসীর দাবী।অচিরেই তা বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।

অত্র বাজারের পক্ষ থেকেঃ ডাঃশহিদুল ইসলাম। শ্বরনী মেডিকাল ষ্টোর চৌমুহনী বাজার দুপচাঁচিয়া বগুড়া।

Tuesday, March 13, 2018

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ ৩ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটর সাইকেল দূর্ঘটনায়  ২ সহোদর সহ ৩ ছাত্র নিহত ।

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ 8 ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ জানান, মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র 

একই মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ওসমানপুর - বলাহার সড়কের সূজা মসজিদ ৪ মাথা নামক স্থানে  মোটর সাইকেল  নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়।  

অপর ৩ জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান (১৭) ও তার সহোদর  মিলনকে (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।  

অপর আহত খাদেমুল ইসলাম (১৫) স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে  চিকিৎসাধীন  রয়েছে।  

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ১ জন ছাত্র মৃত্যু বরণ করার কথা জানা গেছে।  

আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। নিহত হাসিবুর উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের পুত্র, আল ইমরান ও মিলন  

বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের পুত্র খাদেমুল একই গ্রামের নুর মোহাম্মাদের পুত্র বলে জানা গেছে।

তথ্য টি নিশ্চিত করেছেন নিহতদের  চাচাতো ভাই সোয়াই
 আলম , আজ সকাল  টায় জানাজা হবে।

আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘির পল্লীতে একটি যুব সমবায় সমিতির লাগানো প্রায় শতাধিক গাছের মাথা ও মাঝখানে রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে কে বা কারা।


আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা 


গাছের সাথে এমন শত্রুতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের “কৈকুড়ি বেকার কল্যান যুব সমবায় সমিতি লিমিটেড” নামক সংগঠন বন বিভাগের সহায়তা ও নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গ্রামের নতুন ও গাছ কম থাকা রাস্তায় সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনদ গাছের চারা রোপন করে। 

বিপুল সংখ্যক গাছের চারা রোপনের এ ঘটনা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগালেও হাতে গোনা কিছু হিংসুটে মানুষেরা বিরোধীতা করে আসছিল। 

এর এক পর্যায়ে গত সোমবার রাতের আঁধারে রোপন করা গাছের চারা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র:  বগুড়া সংবাদ

হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা

সংবাদ হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা 

মার্চ ১২, ২০১৮,

হানিমুনে নেপালে যেতে ইউএস-বাংলা বিমানে উঠার আগে ফেসবুকে যা লিখেছিলেন তারা


হে আমার দেশ, পাঁচ দিনের জন্য বিদায়’ (টাটা মাই কান্ট্রি ফর ফাইভ ডেইস) বিমানের ওঠার আগে এভাবেই ফেসবুকে শেষ স্ট্যাটাস লিখেছিলেন পিয়াস রায়। 

বেলা ১টার সময় তিনি তার ফেসবুকে এই স্ট্যাটাস লেখেন। সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তার একজন যাত্রী ছিলেন পিয়াস।  

সোনামনি নামের আরেক নারী যাত্রী নেপালে তৃতীয়বার হানিমুন করতে যাচ্ছেন বলে তার ফেসবুকে বেলা ১২টার সময় উল্লেখ করেছেন। তিনি হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন তৃতীয় হানিমুন। 

মেহেদি হাসান অমির সঙ্গে নেপালের কাঠমান্ডু যাচ্ছি।  সোনামনির সঙ্গে থাকা আরেক যাত্রী এ্যানি প্রিয়ক দুপুর ১২টার সময় তার ফেসবুকে লিখেছেন, হযরত শাহজালাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুত। 

আমাদের জন্য দোয়া করবেন।  এদিকে আজ বিকালে তার ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায়, অনেকেই তাঁদের ফেসবুক টাইমলাইনে আহাজারি করছেন। বলছেন ফিরে এসো। কেউ বলছেন তোমরা কোথায়। 

প্লিজ কথা বলো। কিন্তু আট ঘণ্টা আগে পোস্ট দেয়া প্রিয়ক, এনি, অমি ও সোনামনি- কারো আইডি থেকেই কোনো প্রকার সাড়া পাওয়া যায় নি।  

এদিকে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানের ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। 

৯ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছে তারা।    ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিএস ২১১ নামের ফ্লাইটটি বিধ্বস্ত হয়। 

নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে ৪ ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিল। বিমানের ৩২ আরোহী বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি।  

ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ , ২৭ জন নারী ও দুইজন শিশু ছিলেন। ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।    

ত্রিভূবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, ২৫ জনকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই ৭ জনকে মৃত ঘোষণা করা হয়।  

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা ৫০টি মৃতদেহ উদ্ধার করেছি। জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।’ 

ওই সেনা মুখপাত্র জানান, নয়জনের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।

Sunday, March 11, 2018

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন করেছে দিনাজপুরের ৫ বছরের শিশু পূজাকে..!!
ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন


সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে, সকালে বাড়ির কাছে ফেলে রেখে গিয়েছিলো তাকে.! বিচার হয়নি, বাকিটা ইতিহাস....... 

আশেপাশে রেল লাইন থাকলে হয়তো পূজার বাবাও মেয়েকে নিয়ে সেদিন আত্মহত্যা করতো.!!!  আচ্ছা... ছোট্ট ফাতেমার কি দোষ ছিলো.?? একটি ছোট শিশুকে তুলে নিয়ে গেল, ধর্ষন করলো.! 

বাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার বিনিময়ে পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত!! আমি মনে করি, রমজান আলী তার মেয়ে ফাতেমাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ভালোই করেছে.! কারন, যে পুলিশের কাছে সে বিচার চাইতে গিয়েছিল, সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে!!  

এটি দেখলে রমজান আলী হয়তো দুইবার আত্মহত্যা করতো..!! অবশ্য মেয়েটি এখনো আত্মহত্যা করেনি, ঢাকা মেডিকেলে ভর্তি আছে..! রমজান আলী থানা থেকে গিয়েছিলো ক্ষমতাসীন দলের অফিসে বিচার চাইতে.! কিন্তু সে হয়তো জানতো না, তার ঠিক ১ সপ্তাহ আগেই মুন্সীগঞ্জে এই ক্ষমতাশীল দলেরই এক মেম্বার VGF কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে ফাতেমার বয়সী আরেকটি বাচ্চাকে.!! 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিছানায় এখনো প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে শিশুটি.!! খবর নিয়ে দেখতে পারেন.! এটা জানতে পারলে হয়তো রমজান আলী আরো একবার সুইসাইড করতেন অতি দুঃখে.!! রমজান আলী আজ ইতিহাস হবার পথে.......  

গত পরশু দিনের কাহিনী তো বলাই হয়নি আপনাদের!! রাজধানীর জুরাইনে ১১ বছরের একটি মেয়েকে স্কুল কক্ষে আটকে রেখে ৮ জন মিলে রাতভর ধর্ষন করেছে.! মেয়েটির আত্মচিৎকার ৪ দেয়ালের বাইরে আসেনি বলে ভালোই হয়েছে..! 

বাইরে এলে রাষ্ট্র হয়তো তাঁর সেই চিৎকার শুনেও হাততালি-ই দিতো!!  আপনারা কি ঐ কাহিনীও ভুলে গেছেন??? বাসায় মা-মেয়েকে একা পেয়ে কিছু জানোয়ার বাসায় ঢুকে মা'কে বেঁধে রেখে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষন করেছিলো!! নিরুপায় মা বারবার চিৎকার করে বলেছিলো, 'বাবারা, ও ছোট, এক জন একজন করে যাও'! কেউই শুনেনি মায়ের আর্তনাদ!! 

বিচার হয়নি, হয়েছে ইতিহাস.....  কিন্তু এভাবে আর কত??? আর কত পূজা কিংবা ফাতেমারা ইতিহাস হবে? ফেভিকলের আঠাযুক্ত নরম গদির মানুষেরা মানবতাবাদী, প্রগতিশীল, সভ্য মানুষ। তাই তারা এসব আধুনিক সমাজের সামান্য দুষ্টামি বলে চালিয়ে দেয়। সুশীলেরাও আজ চুপ। চেতনাধারী অচেতনরা আজ অন্ধ।
..........
নিউজ অনলাইন ডেস্ক । 
নিউজ পড়ে কমেন্টশেয়ার করলে ভাল লাগে। আপনাদের মতামত জানাবেন।  

Friday, March 9, 2018

বগুড়ায় যুবকের লিঙ্গ কেটে দিল হিজরা

বগুড়ায় সমকামিতায় পরিবারের বাঁধার কারনে এক যুবকের লিঙ্গ কেঁটে দিয়েছে ক্ষুব্ধ এক হিজরা

বগুড়ায় যুবকের লিঙ্গ কেটে দিল হিজরা

বগুড়ায় সমকামিতায় পরিবারের বাঁধা কারনে প্রতিহিংসা চরিতার্থ করতে রুবেল (২০)নামের এক যুবকের লিঙ্গ কেটে নিয়েছে তৃতীয় লীঙ্গের দাবীদার ক্ষুব্ধ এক হিজরা । 

নৃশংস ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সদরের ডাকুরচক রাজাপুর গ্রামে । 

 জানা গেছে , ভুক্তভোগি রুবেলের বাবা আনসার আলী ও বড় ভাই আরিফ অটো চালক। শহরের বৃন্দাবনপাড়া (পূর্বপাড়া) এলাকায় একটি ভাড়া বাড়ীতে বস্ববাস করতো তারা । 

রুবেল তার চাচার দোকানে কর্মচারী হিসাবে চাকুরী করতো ।  ইতি পূর্বে একই এলাকার আব্দুল মান্নানের ছেলে হিজরা সোহেল(৩০) এর সাথে রুবেলের গভীর সখ্যতা গড়ে ওঠে । তাদের দীর্ঘ দিনের মেলা মেশা ও গভীর সমপর্কের মাঝে বিয়েও করে সোহেল । 

তাদের ঘড়ে একটি কণ্যা সন্তানের জন্ম হলেও সোহেলের সে সংসার ভেঙ্গে যায় । এর কিছু দিন পর পারীবারিক চাপের কারনে রুবেল তার এক নিকট আত্বিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 

কিন্ত পরবর্তিতে সমকামিতার বিষয়টি জানাজানিতে তার সে সংসারও টেকেনি বেশী দিন । পরে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে রুবেলের ।  

এদিকে বিষয়টি আমলে নিয়ে গত গত কয়েক মাস আগে সদরের ডাকুরচক রাজাপুর এলাকায় স্থানান্তরিত হয় রুবেলের পরিবার । সেখানে বাড়ী করে সেখানেই চলে যায় তাদের গোটা পরিবার ।

 তার পর থেকেই কোন ভাবেই যেন সোহেলের সাথে রুবেল যেন দেখা সাক্ষাত মেলা মেশা করতে না পারে সে বিষয়ে রুবেলের পরিবার কড়া নজরদারী শুরু করে।  যে, কারনে রুবেলকে চোখে চোখে রাখতে তার চাচা তাকে শহরে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে রুবেলকে রেখে দেয় ।  

এতে করে সাঙ্ঘাতিক ভাবে ক্ষিপ্ত হয় হিজরা সোহেল । তার মনে প্রতিহিংসার জন্ম নেয় । সে সুযোগ খুঁজতে থাকে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য । তারই এক পর্যায়ে শুক্রবার সোহেল রাজাপুর এলাকায় যায় । 

দুপুরে জুম্মার নামাজের সময় সকলের অজান্তে রুবেলকে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায় সে । সেখানে বিশেষ মূহুর্তে মেলামেশার এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের লিঙ্গ গোড়া থেকে কেটে দেয় । 

পরে মূমুর্ষ অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ছিলিমপুর ফাঁড়ী ইনচার্জ টিএসআই আজিজ মন্ডল বিষয়টি প্রথমে এফএনএসকে নিশ্চিত করেন। 

পরে এব্যপারে রুবেলের পরিবার ও তার বড় ভাই জানায়, ঘটনার পর মোবাইল ফোনে সোহেল তাকে জানায়, তোর ভাইয়ের বিশেষ অঙ্গ কেটে নিয়ে গেলাম ,পারলে ওকে বাঁচা । 

একই সময়ে সে আরো হুমকি দেয় এই বলে যে, তোর ভাইয়ের কারনে আমার সংসার ভেঙ্গে গেছে ,তাই তোর ভাইয়ের এমন দশা করলাম । এবার সুযোগ পেলে তোকেও একই অবস্থা করব ।  

এদিকে হাসপাতালে চিকিৎসাধিন রুবেলের শরীরে অস্ত্র প্রচার করলেও অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে তার অবস্থা আশংকামুকত নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

এদিকে শেষ খবর পর্যন্ত রুবেরের বাবা আনসার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছিলেন । সূত্র-এফএনএস