রবিউল ইসলাম ( দুপচাঁচিয়া প্রতিনিধি ) :
অভিযোগঃ একটি গনচৌশাগার/পাবলিক টয়লেট নির্মাণ প্রসংঙ্গে! বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার।
এই বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ী ও অত্র এলাকার হাজার হাজার নারী-পুরুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে থাকেন ও নিত্য-প্রয়োজনীয় কেনা কাটার জন্য আসা- যাওয়া করে।
কিন্তূ দূঃখের বিষয় বাজারে পাবলিক টয়লেট না থাকায় অনেক বয়স্ক পুরুষ/মহিলাদেরকে জটিল ও কঠিন সমস্যার সম্মূখিন হতে হয়।
প্রসাব-পায়খানা করার জন্যে মানুষ হন্ন্য হয়ে এদিক শেদিক যাওয়া শুরু করে। চৌমুহনী বাজারের উত্তর দিকে খোলা মাঠে,
এরামতি নদী/খাড়ার ধারে যত্রতত্র বাধ্য হয়ে পায়খানা করে আবার রাতের বেলায় বাজারের আসেপাশেই প্রাসাব পায়খানা করে।
এতে করে স্বাস্হ্য ও পরিবেশ চরম ভাবে দুষনীয় হচ্ছে।বিধায় দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গনি মন্ডল।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনোয়ার হোসেন হেলাল।
মোঃআজাহার আলী মেম্বার মোঃবাবলু মেম্বার এবং স্হানীয় গন্য মান্য ব্যক্তি বর্গের নিকট আকুল আবেদন করছি ও সকলের দৃষ্টি আকর্ষন করছি।
চৌমুহনী বাজারে একটি দ্রত গণসৌচাগারের ব্যবস্হা করার জন্য জোর দাবী জানাচ্ছি! এবং এলাকাবাসীর দাবী।অচিরেই তা বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।
অত্র বাজারের পক্ষ থেকেঃ ডাঃশহিদুল ইসলাম। শ্বরনী মেডিকাল ষ্টোর চৌমুহনী বাজার দুপচাঁচিয়া বগুড়া।
No comments:
Post a Comment